![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তো হারাতেই হবে
যেমন করে হারাই শিউলীমালা
ভোরের শিশির
ভুলে যাওয়া স্মৃতির গলি
সঙ্গ সুনিবীর।
একদিন তো হারাতেই হবে
যেমন করে হারায় পুরনো চিঠি
বিগলিত প্রেম
চন্দ্রাহত যুগল নয়ন, আহ কি
অপরূপ হেম।
একদিন তো হারাতেই হবে
সাত সমুদ্র জল
মনুষ্য জীবন, সঞ্চিত উত্তাপ
অবাধ্য যৌবন, ফেলে আসা শত
সহস্র ফুলদল।
একদিন যদি হারাতেই হয় সব
তবে কেন আজ বিষাদের স্বরলিপি
গোধূলী অন্বেষণ
চলো দুজনের সংরাগে দিই তালি
ছুঁড়ে ফেলি ফলিত জীবনের সংবেদ
নীল দর্পন।।
২| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯
আকিল মোস্তফা বলেছেন: ধন্যবাদ প্রিন্স ভাই।
৩| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪
বেবিফেস বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২
প্রিন্স ঠাকুর বলেছেন: ভালো হয়েছে...