![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের কাছেই ভালবাসার
মানে পার্কে বসে ঘন্টার পর ঘন্টা
গল্প করা। দামী দামী রেস্টুডেন্টে
বসে খাওয়া। হাতে হাত ধরে
রাস্তায় হাটা। এক রিক্সায় উঠে
শহর ঘুরা। মোবাইল ফোনে
সারাদিন এসএমএস চালাচালি।
সারারাত কথা বলা। কেউ কেউ
আবার ভালবাসে কাছে আসার
নামে অবৈধ কাজেও জড়ায়। এরপর
ঝগড়া এবং ব্রেক আপ। তারপর
আরেকটা। তার সাথেও ঠিক একই
কাজ। এভাবেই চলতে থাকে।
ভালবাসার নামে ধোঁকার এক
বিশ্রি খেলা।
কিন্তু, ভালবাসার মানে কি
এইসব???
আসলে ভালবাসা শব্দটা এইসব ঘটনার
সাথে যায় না। ভালবাসার অর্থ
আরও অনেক ব্যাপক। অনেকটা
তাৎপর্যময়।
শুধুপার্কে রেষ্টুডেন্টে পাশে
থাকা নয়। ভালবাসার মানে
সবকিছুতে পাশে থাকা।
ভালবাসার মানে মন দিয়ে
বিশ্বাস করা। কথায় কথায় সন্দেহ
করা না। সবসময় দুজন দুজনকে বোঝা।
ত্যাগ স্বীকার করা। একটুতেই রেগে
বসা নয়। ভালবাসার মানে তাকে
কষ্ট দিয়ে বোঝানো না।
ভালবেসে সবকিছু বোঝানো।
ভালবাসার মানে পার্কে বসে
ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ক্যারিয়ার
শেষ করে দেয়া নয়। ভালবাসা
মানে সময়ের মুল্য দেয়া। তার
ভবিষ্যত চিন্তা করা। ভালবাসার
মানে হৃদয়ের কাছাকাছি থাকা।
ভালবাসার নামে কোন অবৈধ
কাজ করা নয়। বরং একে অপরকে এই
কাজ থেকে বাচানো। ভালবাসার
মানে সে যেমন তাকেই
ভালবাসা। তাকে পরিবর্তন করে
নিজের মন মত করতে চাওয়া না।
ভালবাসার মানে নিজে কষ্ট
পেয়েও ভালবাসার মানুষকে ভাল
রাখার চেষ্টা করা। তাকে সুখী
দেখতে চাওয়া।তার সুখেই সুখী
থাকা। তার হাসি দেখেই হাসা।
ভালবাসার মানে শুধুই পাওয়ানয়।
শুধুই কাছে থাকা নয়। প্রয়োজনে
দূরে থাকা। কখনও এমন সময় আসে যখন
কাছে থাকার চেয়ে দূরে থাকলে
সে ভাল থাকবে। তখন সেটা মেনে
নিয়ে দূরে থাকাই ভালবাসা।
ভালবাসার মানে তাকেই বিয়ে
করতে হবে তা নয়। ভালবাসার
মানে তাকেই সারাজীবন
ভালবেসে যাওয়া। অন্য কারও
সাথে সুখী হলে তার সুখ দেখে সব
ব্যাথা বুকে চেপে তাকে
ভালবেসে যাওয়াই ভালবাসা।
ভালবাসা কোন খেলা নয়।
জীবনের নাম। যার ব্যপ্তি কেবল
পার্ক, ক্যাফেটেরিয়া, রেষ্টুডেন্ট,
মোবাইলে নয়। বরং পুরোটা
জীবনে...............................