![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্রমন, একা থাকা,গান শুনা, গল্পের বই পড়া, নিজেকে নিয়ে স্মৃতিচারণ করা এবং সু্যোগ পেলেই ঘুমানো - আমার প্রিয় কাজ।
প্রচন্ড গরম অস্থির আমরা সবাই। প্রতিদিন শরীরে দেখা দেয় পানিশূন্যতা। পানির ঘাটতি পূরন করতে সবার প্রচুর পানি পান করা উচিত। শুধু পানি খেতে অনেকের ভাল লাগে না (বিশেষ করে শিশুদের)। তাই ছোটদের নানা ধরণের ফলের সরবত পান করানো উচিত এবং সববয়সী মানুষের সরবত পান করা উচিত। আসুন আমরা সবাই পিপাসা নিবারণ করি এবং আমাদের শরীরের পানি শূন্যতা পুরণ করি------
১। লেবুর সরবত:
২। আমের সরবতঃ
৩। কাঠালের সরবতঃ
৪। জামের সরবত
৪। আনারসের সরবত
৫। লিচুর সরবত
৬। কলার সরবত
৭। আপেলের সরবত
৮। কমলার সরবত
৯। গাজরের সরবত
১০। চেরি ফলের সরবত
১১। আখের সরবত
১২। আনারের সরবত
১৩। আঙুরের সরবত
১৪। আমলকীর সরবত
১৫। টমেটোর সরবত
১৬। স্ট্রবেরীর সরবত
১৭। বিভিন্ন প্রকার ফলে ও সরবতের ছবি
১৮। পেপের সরবত
১৯। তরমুজের সরবত
আরো কোন সরবতের নাম মনে আসলে, কষ্ট করে মন্তব্যের জায়গায় লিখতে ভুলবেন না।
বিঃদ্রঃ ছবি গুলো ইন্টেরনেট থেকে সংগৃহীত। বৈশাখের দাবাদহে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আজকের মত বিদায়।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: জুসের ছবি দিয়ে তৃষ্ণা আর বাড়িয়ে দিয়েছেন। এখন কি করবো??
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: বালা হইছে হালায়। মগর রেছিপি না দিলে ক্যামনে কি???