![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
\"আমি পড়ালেখায় প্রকৌশলী হলেও মনের দিক দিয়ে শিল্প - সাহিত্যের সেবক। কবিতা আমার অসম্ভভ ভালো লাগে ।\\n\\nআমি খুব সাদামাটা তরুণ। ভালবাসি- নিজেকে, আমার মা কে, দেশকে। আর ভালোবাসি আকাশ দেখতে, অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে । আমি ভালোবাসি কবিতা, ভালোবাসি ভালোবাসা।\\n\\nশখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। গীটার, মাউথঅর্গানের প্রতি দুর্বলতা দীর্ঘদিনের। অবসরে সঙ্গী আমার প্রিয় ল্যাপটপ আর বই।\\[email protected]
দীর্ঘ পনেরো বৎসর যাবত আমি স্কুলের হোস্টেল জীবন, ভার্সিটির হলের জীবন আর চাকুরীর মেস/ ব্যচেলর জীবন অতিক্রম করেছি। আর এই দীর্ঘ সময়ে রুমমেট হিসাবে পেয়েছি বিভিন্ন এলাকার হরেক রকমের মানুষ। হয়েছে নানান ধরনের অভিজ্ঞতা। স্কুলের হোস্টেল জীবনে রুম পরিবর্তনের সময় এক ভাইয়ের পুরানো ফাইল পত্র ঘেটে একটি চিঠি পেয়েছিলাম। চিঠিটাতে মুক্তার মত ঝকঝকে সুন্দর হাতের লেখা আর প্রাঞ্জল ভাষা আমাকে মুগ্ধ করেছে । অনেকদিন পর মনে হলো এতো সুন্দর একটি চিঠি অপ্রকাশিত থেকে গেলো / সার্থকথা পেলো না । তাই চিঠিটা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। যদিও আজকাল কেউ চিঠি লিখে না, তবুও চিঠিটার কিছু কথা হয়তো পাঠকেরও ভালো লাগতে পারে। বিশেষ করে চিঠির প্রচলিত কথা থেকে ভিন্ন ধরনের বিষয়বস্তুর কারনে।
------(লেখকের নিজস্ব মতামতের সাথে যে কারে ভিন্ন ধারণা থাকতেই পারে----------------
"রুবি"
তুমি যদি খুব সুন্দর একটি ছুঁড়ি রাস্তায় ফেলে রাথ, তাহলে বস্তুটি যদি একটি ছোট শিশু পায়, তাহলে সে হয়ত খুশী মনে ভাববে আগামী জন্মদিনে ঐ সুন্দর বস্তুটি দিয়ে জন্মদিনে কেক কাটা যাবে।
আর বস্তুটি যদি কোন সন্ত্রাসী/ খুনী পায়, সে হয়ত বস্তুটি দিয়ে কোন মানুষকে খুন করবে অথবা অপরাধমূলক কাজ/ খারাপ কাজ করবে।
অথচ বস্তুটি ঐ বস্তু দিয়ে একজন ডাক্তার অপারেশন থিয়েটারে একজন মানুষের জীবন বাঁচাতে পারে । বস্তু একই, শুধু ব্যবহারে ভিন্নতা !!!
ঠিক তেমনি, "তুমি অনেক সুন্দর" ফলে অনেকেই তোমাকে পছন্দ করতে পারে । কিন্তু সবাই কি তোমাকে সত্যিকারে ভালোবাসে? প্রশ্নটা নিজেকে করে দেখতে পারো। আমি জানি, তুমি কাকে ভালোবাসবে, আর কাকে ভালোবাসবে না, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবুও আমি তোমাকে একটি কথা জানাতে চাই, মানুষকে তার বাহ্যিক দিক দিয়ে পরিমাপ না করে, সে ব্যক্তিটিকে তার সামগ্রিক দিক/ যোগ্যতা ও প্রজ্ঞার অধিকারী কিনা সেটা বিবেচনা করা সমীচিন নয় কি?
একজন মানুষ দেখতে কতটা সুন্দর, সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ ঐ মানুষটির মেধা, সততা, প্রজ্ঞা, যোগ্যতা এবং ব্যক্তিত্ব। সর্বোপরি সমাজে ঐ ব্যক্তির গ্রহণযোগ্যতা। কাজেই তুমি আমাকে ভালোবাসবে কিনা, সেটা আমি জানি না। তবে তুমি যদি সবসময় কোন মানুষের সামগ্রিক দিক বিবেচনা করো তাহলে হয়ত, ফলশ্রুতিতে তোমার জীবনটা সুন্দর হবে।
যাই হোক, খুব ভালো থেকো । তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই কখাগুলো বললাম। আমার কোন কথায় কষ্ট পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত ।
---(অয়ন)
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
:: নজরুল বলেছেন: অনুমতি... !!! হে হে.. সে কথা না হয়, বাদই থাকুক ।
আমি ভাল আছি দোস্ত... তুই কেমন আছিস ?....
মন ছুয়ে গেল রে দোস্ত .... :o
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
হাবিব০৪২০০২ বলেছেন: চিঠির কথাগুলি খুবই খাঁটি।
খুব জানতে ইচ্ছে হচ্ছে চিঠির লেখক কি তার হৃদয় সঙ্গিনীকে আপন করে পেয়েছিল?
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
:: নজরুল বলেছেন: আমি যতদূর জানি, বাঙ্গালী (বিশেষ করে মেয়েরা) ভাল জিনিসের কদর বুঝে না। কাজেই বাকিটুকু সহজেই অনুমেয়.... :p
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
শূন্য পথিক বলেছেন: +
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
:: নজরুল বলেছেন: আপনাকেও ধইন্যাপাতা ...
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
মামুন sk বলেছেন: প্রথমের উধাহরনটা বেশি ভালো ছিল ।
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
:: নজরুল বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
সেচ্ছাসেবক বলেছেন: অন্যের চিঠি প্রকাশ করলি যে, অনুমতি নিছিস??? কেমন আছিস দোস্ত??? যা হোক কঠিন প্রেমপএ ... মন ছুয়ে গেল রে দোস্ত ....