নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগা, ভালোবাসা বাংলাদেশ ।

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা কলান্তিহীন তারা গুনে চলি

:: নজরুল

\"আমি পড়ালেখায় প্রকৌশলী হলেও মনের দিক দিয়ে শিল্প - সাহিত্যের সেবক। কবিতা আমার অসম্ভভ ভালো লাগে ।\\n\\nআমি খুব সাদামাটা তরুণ। ভালবাসি- নিজেকে, আমার মা কে, দেশকে। আর ভালোবাসি আকাশ দেখতে, অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে । আমি ভালোবাসি কবিতা, ভালোবাসি ভালোবাসা।\\n\\nশখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। গীটার, মাউথঅর্গানের প্রতি দুর্বলতা দীর্ঘদিনের। অবসরে সঙ্গী আমার প্রিয় ল্যাপটপ আর বই।\\[email protected]

:: নজরুল › বিস্তারিত পোস্টঃ

ক্লান্তিহীন চাঁদ ও আমি

১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৭





স্বপ্নেরা মাঝে মাঝে দেয় হানা,

নিঃশব্দের মাঝে সুদর্শন মেলে ডানা ।

কখনও বা ক্লান্তিহীন চাঁদের পানে চেয়ে থাকা,

কিম্বা আকাশের মিটিমিটি তারা গোনা...।



আমি জেগে আছি ,

নিশাচর নই, তবু জেগে আছি ।

রাতের আঁধারে বাস্তবতার রঙ কেমন

তা উপলব্ধি করার জন্যই জেগে আছি ।



মৃদু আলোয় ঝিঁঝিঁ পোকা অবিরাম ডেকে যায়,

বিষন্ন স্মৃতি কেঁদে উঠে নিঝুম নিরালায় ।

আজন্ম হাহাকার বুকে নিয়ে হেঁটেছি আমি,

মাইলের পর মাইল, কেটেছে কত কাল মৌনতায় ।



বিদায় শব্দটা ভাল নয় ,

তবু ওরা কেন বিদায় বলে জানি না ।

স্মৃতি আমায় অঝরে কাঁদায়,

যে চলে যায়, সে যে কখনও ফিরে না ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩২

আবু আমর বলেছেন: রাতের আঁধারে বাস্তবতার রঙ কেমন
তা উপলব্ধি করার জন্যই জেগে আছি ।

অসাধারণ!!!

২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

বোকামন বলেছেন:
নিশাচর নই, তবু জেগে আছি ।
রাতের আঁধারে বাস্তবতার রঙ কেমন
তা উপলব্ধি করার জন্যই জেগে আছি ।


সুন্দর লিখেছেন !
শুভেচ্ছা।।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩০

:: নজরুল বলেছেন: ভাল লেগেছে জেনে, ভাল লাগল ।

আপনাকেও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.