![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
\"আমি পড়ালেখায় প্রকৌশলী হলেও মনের দিক দিয়ে শিল্প - সাহিত্যের সেবক। কবিতা আমার অসম্ভভ ভালো লাগে ।\\n\\nআমি খুব সাদামাটা তরুণ। ভালবাসি- নিজেকে, আমার মা কে, দেশকে। আর ভালোবাসি আকাশ দেখতে, অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে । আমি ভালোবাসি কবিতা, ভালোবাসি ভালোবাসা।\\n\\nশখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। গীটার, মাউথঅর্গানের প্রতি দুর্বলতা দীর্ঘদিনের। অবসরে সঙ্গী আমার প্রিয় ল্যাপটপ আর বই।\\[email protected]
আনন্দের বন্যায় দেশ ডুবে যায়,
হরতাল - অবরোধে দেশ পুড়ে যায় ।
দেশপ্রেমী দেশদ্রোহীদের শত শত স্ট্যাটাস, কমেন্ট,
ফেসবুকের বুক ভরে যায় ।
আমি ক্ষুদ্র মানুষ,
আমার ছোট্ট ছোট্ট ভাবনা ।
সুবোধ বালক আমি, আছেও কম হুশ,
তাই এত বড় বড় বিষয় নিয়ে কিছু লিখিনা ।
আমি মন বাগানের মালি,
মনের মাঝেই হাজারো কথা সাজাই ।
নিজের কথা গোপন করেই চলি,
মনের মাঝেই জাতীয় সঙ্গীত বাজাই ।
কবিতার খাতা আজ পাবে নাকো কোন ছাড়,
আজ যে আমার প্রিয় মানুষের জন্মদিন ।
ভুলতে পারি না যা কোনদিন,
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
স্বস্তি২০১৩ বলেছেন: শুভ জন্ম দিন স্যার।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
কলাবাগান১ বলেছেন: "কবিতার খাতা আজ পাবে নাকো কোন ছাড়,
আজ যে আমার প্রিয় মানুষের জন্মদিন ।
ভুলতে পারি না যা কোনদিন,
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার ।"
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
চন্দ্রাহত বালক বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো শ্রদ্ধেয় জাফর ইকবাল
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: শুভ জন্ম দিন শ্রদ্ধেয় জাফর ইকবাল
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
গাজী সুবন বলেছেন: শুভ জন্মদিন জাফর স্যারকে
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
fagolbaba বলেছেন: আপনার সব চুল কি সাদা ? জন্মদিনে কি আরও সাদা হবে তাইলে?
LOL Click This Link
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: শুভ জন্মদিন
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বাংলাদেশের রাস্ট্র প্রধানের একটি স্পষ্ট রূপরেখার খসরা প্রস্তাব:: প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে নিবেদিত!!!
প্রিয় জাফর ইকবাল স্যারের উদ্দেশ্যে: "আমার পরম আয়ু নিয়ে তুমি আয়ু পাও।"
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২
সোজা কথা বলেছেন: স্যারকে জন্মদিনের শুভেচ্ছা।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪
শব্দহীন জোছনা বলেছেন: আপনার কবিতাটা , নাকি ছড়া বলব ! ভালো লেগেছে।
নিজের কথা গোপন করেই চলি,
মনের মাঝেই জাতীয় সঙ্গীত বাজাই...
সুন্দর হয়েছে। মনের রিংটোন জাতীয় সঙ্গীত
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
:: নজরুল বলেছেন: শব্দহীন জোছনা, আমি কবি না এবং নিজেকে এত বড় কখনো ভাবিও না। কাজেই ছড়া বললে কোন সমস্যা নেই ।
জোছনা, ভালো লেগেছে জেনে, আমারও ভালো লাগলো । :p
যাই হোক, দেশকে যে ভালোবাসি সেটা মুখে মাননীয়া শেখ হাসিনার মত করে বলার কিছু দেখি না।
আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যদি তার নিজ নিজ অবস্থান থেকে তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলেই সেটা দেশপ্রেম । দেশে তো এখন যুদ্ধ লাগে নি, যে দেশের জন্য ঝাপিয়ে পড়তে হবে ।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
মোঃ জুলকার নাঈন বলেছেন: গতকাল ফেসবুকে পড়েছি। খহুব ভাল লেগেছে সার কে ওনার জন্মদিনে তোর অসামান্য কবিতা।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩
:: নজরুল বলেছেন: ধন্যবাদ বন্ধু ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
বোধহীন স্বপ্ন বলেছেন: শুভ জন্মদিন জাফর স্যারকে