নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগা, ভালোবাসা বাংলাদেশ ।

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা কলান্তিহীন তারা গুনে চলি

:: নজরুল

\"আমি পড়ালেখায় প্রকৌশলী হলেও মনের দিক দিয়ে শিল্প - সাহিত্যের সেবক। কবিতা আমার অসম্ভভ ভালো লাগে ।\\n\\nআমি খুব সাদামাটা তরুণ। ভালবাসি- নিজেকে, আমার মা কে, দেশকে। আর ভালোবাসি আকাশ দেখতে, অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে । আমি ভালোবাসি কবিতা, ভালোবাসি ভালোবাসা।\\n\\nশখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। গীটার, মাউথঅর্গানের প্রতি দুর্বলতা দীর্ঘদিনের। অবসরে সঙ্গী আমার প্রিয় ল্যাপটপ আর বই।\\[email protected]

:: নজরুল › বিস্তারিত পোস্টঃ

হিপোক্রেট

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯





চারদিকে উৎসব, নানান রঙের ছড়াছড়ি,

মানুষের মুখের বিচিত্র হাসির অর্থও বিভিন্ন ।

আনন্দের সময়গুলোর রঙের কোন অভাব হয় না,

প্রেয়সীর ঝিলিক হাসি যেন সেতারের মধুর দ্যোতনা ।



বিজয়ের উল্লাসে মুচকি হেসে নারী স্পর্শ করে,

শার্টের বোতাম খোলা যুবকের বুক ।

মাদকতার ঘোরে যুবক ঠোঁট ভুলায়,

সৃষ্টির আদিমতায় নারীর গ্রীবা, অধর আর চিবুক।



জীবনের এই ধূসর ক্যানভাসে,

কত যে রঙ্গীন স্বপ্ন হয়েছে বিলীন ।

কত যে ভাবনা নিকোটিনের গন্ধে মিশেছে,

স্মৃতিরা শুধু রয়ে গেছে আজও অমলিন ।



কখনো কখনো সময় বড়ই বিষণ্ণ,

দুঃখের প্রহরগুলো বড়ই বিবর্ণ ।

চোখের জলের কোন রঙ নেই,

কান্নার কোন ভিন্ন ভাষা নেই ।



জীবন সায়াহ্নে মরীচিকা নিয়ে স্বপ্ন গড়েছি যত,

ছিঁড়েছে বন্ধন; আঘাত পেয়েছি তত ।

মনের আকাশে জমেছে হাজারো ঝড়ো মেঘ,

নিজেকে নিজের মাঝেই লুকাই, যেন এক হিপোক্রেট।



ছবি তুলেছেনঃ মীর তুষার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:



কখনো কখনো সময় বড়ই বিষণ্ণ,
দুঃখের প্রহরগুলো বড়ই বিবর্ণ ।
চোখের জলের কোন রঙ নেই,
কান্নার কোন ভিন্ন ভাষা নেই ।



ভালো লাগা রইল +++

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

:: নজরুল বলেছেন:

ধন্যবাদ ভাই । ভালো থাকুন :D ...।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.