![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
\"আমি পড়ালেখায় প্রকৌশলী হলেও মনের দিক দিয়ে শিল্প - সাহিত্যের সেবক। কবিতা আমার অসম্ভভ ভালো লাগে ।\\n\\nআমি খুব সাদামাটা তরুণ। ভালবাসি- নিজেকে, আমার মা কে, দেশকে। আর ভালোবাসি আকাশ দেখতে, অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন দেখতে । আমি ভালোবাসি কবিতা, ভালোবাসি ভালোবাসা।\\n\\nশখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। গীটার, মাউথঅর্গানের প্রতি দুর্বলতা দীর্ঘদিনের। অবসরে সঙ্গী আমার প্রিয় ল্যাপটপ আর বই।\\[email protected]
তুমি চলে গেছ,
পেছনে ফেলে এক অসমাপ্ত অধ্যায় ।
আমি তবু বেঁচে আছি !
আগ্নেয়গিরি বুকে ধারন করে, গহীন নিঃসঙ্গতায় ।
লাইব্রেরীর করিডোরে, অথবা পড়ন্ত বিকালের পীচ-ঢালা পথে,
নেই তুমি আজ আমার সাথে ।
স্মৃতির টি.এস.সি., কোথাও তুমি নেই, শুধু কিছু মুহুর্ত,
তবুও, অপলক তাকিয়ে রই, তোমার পথে ।
আবার কবে বৃষ্টি হবে?
সিঁড়ি ঘরে কেউ কি রবে?
রাত জেগে চাঁদ দেখা কি আর হবে?
ক্লান্তিহীন পথ চলা কি থেমেই যাবে?
চাঁদের আলো নিভে গেল কেন?
সব নীরব নিস্তব্ধ কেন?
কান্নার জল এত লোনা কেন?
সাগরের এত জল কেন?
জানি না, কোন প্রশ্নের উত্তর জানি নেই,
জানা নেউ কোন ভাষা,
নেই মনে নেই, কোন আশা,
শুধুই কিছু মিথ্যে প্রলাপন, সব মরীচিকা হয়ে রয় ।
একটি নয়, দুটি নয়, তিনটিও নয়,
সহস্র স্মৃতিময় পাঁচটি বছর ।
সব সংশয়েরই হয়েছে আজি জয়,
রঙিন স্বপ্নগুলোই মেনে নিয়েছে পরাজয় ।
জীবন বড়ই অদ্ভুত,
সুখ নেই এই ললাটে,
মনের ভাষারা সব গিয়েছে চুপ,
রেখে গিয়েছে এক বুক দুখ, শুধুই দুখ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৭
হরিণা-১৯৭১ বলেছেন: বাংগালী তরুণদের জাতীয় সংগীত?