নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ, মানুষের জন্যে।

[email protected],[email protected] স্কাইপঃAkramsBD

আকরাম

সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com

আকরাম › বিস্তারিত পোস্টঃ

সুইডেনে দাঙ্গা: গাড়ি, স্কুল, দোকানপাট থানায় আগুন

২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

http://www.youtube.com/watch?v=of8PJuYhWGg

সুইডেনের স্টকহোমের অভিবাসী-অধ্যুষিত শহরতলিতে দাঙ্গা অব্যাহত রয়েছে। পঞ্চম দিনের দাঙ্গায় গত ৬ দিনে প্রায়২০০টি গাড়ি, একাধিক স্কুল, দোকানপাট ও একটি থানায় আগুন দেওয়া হয়েছে।



শান্তি ও সাম্যের দেশ হিসেবে সুইডেনের বিশেষ খ্যাতি থাকলেও চলমান দাঙ্গার কারণে দেশটির ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অভিবাসীদের বঞ্চনার বোধ এ দাঙ্গার জন্য অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে।



দাঙ্গার কেন্দ্রস্থল হচ্ছে রাজধানীর উপকণ্ঠের হুসবি এলাকায়। চলতি মাসের শুরুর দিকে সেখানে ৬৯ বছরের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনার জের ধরেই ওই দাঙ্গার সূত্রপাত।



পুলিশের একজন মুখপাত্র জানান, দাঙ্গার কারনে এ পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, আসন্ন ফুটবল টুর্নামেন্ট ও সুইডেনের রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্সেস মেডেলেইনের বিবাহ অনুষ্ঠান সামনে রেখে দাঙ্গা-উপদ্রুত এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে।



পর্যবেক্ষকেরা এই দাঙ্গাকে উন্নত দেশটির সংখ্যাগরিষ্ঠ ধনী মানুষ ও দরিদ্র, বিশেষ করে অভিবাসীদের মধ্যে চরম বৈষম্যের একটি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। তরুণ অভিবাসীদের বেকারত্ব, শিক্ষার অভাবসহ বিভিন্ন কারণে তাঁদের মধ্যে বঞ্চনার বোধ জন্ম নিয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ওইসিডির হিসাবে ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে সুইডেনে ধনী ও গরিবের ফারাক দ্রুত বাড়ছে।

এ পর্যন্ত কোন বাংলাদেশী জড়িত বা আহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ একটা পান আন। আয়েশ করে খঅই।

যাক এদ্দিনে তারায় বাঙালীর চেতনা ধারন করতে পারল। বিশ্ব দ্রুতই এগিয়ে যাচ্ছৈ।

ইনশাল্লাহ সেদিন দূরে ণয়- আমাদের নেতা নেত্রীদের কাছে বিশ্ব নেতারা আসবেন পরামর্শ নিতে :P ;)

বাইরে টিপটপ.. ভেতরের ক্ষরণ ফেটে বেরুচ্ছে!!!!!!!!!!!!!!!

ক্ষতেই সমাধান।

২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫১

আকরাম বলেছেন: ইনশাল্লাহ সেদিন দূরে ণয়- আমাদের নেতা নেত্রীদের কাছে বিশ্ব নেতারা আসবেন পরামর্শ নিতে।

২| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

পাস্ট পারফেক্ট বলেছেন: সুইডেনও জামাত-শিবির হইয়া গেল

৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮

যোগী বলেছেন:
আপনি কি স্টকহোমে ?
সেখানে অনেক বাংলাদেশী ছাত্রছাত্রী আছে জানি, তাদের কি অবস্থা?
সুইডেনে রেসিজমের ব্যাপারটা কেমন?
যদি একটু বিস্তারিত জানাতেন।

২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

আকরাম বলেছেন: জ্বী, আমি স্টকহোমে।
কেটিএইচ বা স্টকহোম ইউনিতে অনেক বাংলাদেশী ছাত্রছাত্রী ভাই-বোনেরা আছেন ভালই।
সুইডেনে রেসিজম আছে, তবে সেটা ওপেন না, এবং খুবই কম।
জানামতে, চাকুরীতে রেসিজমের প্রকাশটা প্রকট।বিদেশী ফ্যামিলী নেইম থাকলে, টেকনিক্যালী রিজেক্ট করা হয়। তবে, ডিসক্রিমেনেশন বুর‌্যোতে গিয়ে এটা প্রমান করতে পারলে আবার খুউব ভালো রেজাল্ট পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.