নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ, মানুষের জন্যে।

[email protected],[email protected] স্কাইপঃAkramsBD

আকরাম

সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com

আকরাম › বিস্তারিত পোস্টঃ

সুস্থ হচ্ছেন নাজনীনঃ তিনি তো মানসিক রোগী ছিলেন না; তবে কেন তিনি এমন করেছিলেন?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬



ছোট্ট পরী চন্দ্রমুখীর মৃত্যুর আঘাত সইতে না পেরে পাঁচ তলা থেকে লাফিয়ে পড়েছিলেন মা নাজনীন তন্বী। সোমবার রাতে দীর্ঘ দেড় ঘণ্টার অপারেশন শেষে বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। মেডিকেল সূত্র জানায়, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আশা করা যাচ্ছে অতিদ্রুত তাকে বাসায় হস্তান্তর করা সম্ভব হবে।

সূত্র জানায়, “দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন তন্বীর অবস্থা এখন অনেকটাই আশঙ্কামুক্ত। নাজনীনকে সুস্থ করতে ১২ জনের একটি মেডিকেল টিম কাজ করছে। স্যালাইন এবং চেতনা নাশক ওষুধ দিয়ে নিবিড় পরিচর্যায় চিকিৎসা চলছে। এখন কিছুটা সুস্থ দেখালেও মাঝে মাঝেই নাজনীনের ক্রন্দনরত চোখ দুটি খুঁজে ফিরছে ছোট্ট পরীকে।”

নাজনীনের স্বামী রকিবুল ইসলাম মুকুলসহ তার আত্মীয় স্বজনরা সার্বক্ষনিকভাবে তার পাশে আছেন। আত্মীয়রা জানান, সুস্থ হলেও নাজনীনের চোখ দিয়ে গড়িয়ে পরছে পানি। চারদিকে যেন চন্দ্রমুখীর শূণ্যতা। অসুস্থ স্ত্রীর পাশে বুকে পাথর চেপে শান্তনা দিচ্ছেন রকিবুল।

নিউরো বিশেষজ্ঞ ডা. ফজলুল হকে তথ্যমতে,নাজনীনের হাতের কনুই ও বুকের বাঁ পাশের একটি হাড় ভেঙে গেছে। তার কোমরেরও একটি হাড় ফেটেছে। পড়ে গিয়ে মেরুদণ্ডের আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি পা নাড়াতে পারছেন না। তবে মাথায় কোন আঘাত লাগেনি।"

গাজী টিভির প্রধান প্রতিবেদক রকিবুল ইসলাম মুকুল ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন তন্বীর কন্যা চন্দ্রমুখীর বয়স ছিলো ৫ বছর ৩ মাস। লিভার সিরোসিসে আক্রান্ত শিশুটি সোমবার ঢাকা শিশু হাসপাতালে মারা যায়।

তিনি তো মানসিক রোগী ছিলেন না; তবে কেন তিনি এমন করেছিলেন?

পড়ুনঃ http://ptohelp.blogspot.se

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

মদন বলেছেন: কারন তিনি একজন "মা" ছিলেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০

আকরাম বলেছেন: ঠিক বলেছেন।
কিন্তু হঠাৎ শোকে মানুষ দিশাহারা হয়ে যায়।
তখনই ঘটতে পারে অঘটন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

শূন্যবতী বলেছেন: নাজনীন আপু, ‘জীবন একটা ফুটবল খেলার মাঠ, এখানে চাইলেই আপনি ইনিংস ডিক্লিয়ার করতে পারবেন না’………… আল্লাহ আপনাকে যে শোক দিয়েছেন তা সইবার শক্তিও যেন দেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

আকরাম বলেছেন: আল্লাহ রহমানের রাহীম।
আল্লাহ আপনাকে যে শোক দিয়েছেন তা সইবার শক্তিও যেন দেন।
আমীন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

কেএসরথি বলেছেন: এই রকম কস্ট সারা জীবনের, কিন্তু আমরা ধীরে আবার জীবন শুরু করি। কষ্ট টা থেকেই যায়। জীবনের একটা অংশ হয়ে যায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

আকরাম বলেছেন: কষ্ট নিয়েই তো জীবন।
আল্লাহ যেন আমাদের কষ্ট সইবার মতো সাহস দান করেন।
আমীন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


দ্রুত সুস্থতা কামনা করছি।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১

মেংগো পিপোল বলেছেন: ভদওনার সুস্হতা কামনা করি। আর পরিটি অপেক্ষা করুক বেহেস্তের বাগানে মা বাবার জন্য সেই দোয়া করি।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

আল ইফরান বলেছেন: মদন বলেছেন: কারন তিনি একজন "মা" ছিলেন। :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.