![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
অস্বাভাবিক এক কাণ্ড ঘটিয়েছেন ইমাল ডুপ্রে। এক ঘুমে তিনি কাটিয়ে দিয়েছেন প্রায় দু’ মাস। আরও পরিষ্কারভাবে বলা যায়, তিনি একনাগাড়ে ঘুমিয়েছেন ৫৯ দিন। এ কথা শুনে অনেকেই নাক সিঁটকাতে পারেন। কিন্তু আসলেই সত্যি কাহিনী। ইমাল ডুপ্রে লন্ডনের গোল্পস্মিথম ইউনিভার্সিটি থেকে অর্জন করেছেন মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি। তিনি অস্বাভাবিক ঘুমের অস্বাভাবিক এ কাণ্ড ঘটালেও এতদিন কিভাবে খাওয়া-দাওয়া করেছেন! তবে কি ঘুমে অসাড় হয়ে তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। না, তিনি ঘুমের ঘোরেই খাবার খেয়েছেন। তার এ আচরণকে চিকিৎসকরা নাম দিয়েছেন ক্লেইন-লেভিন বা স্লিপিং বিউটি সিনড্রোম। এ রোগে আক্রান্তরা কখন জেগে থাকেন, কখন ঘুমান তা বোঝা যায় না। ইমাল ডুপ্রের এই ঘুমের মধ্যে তাকে দেখাশোনা করেছেন তার মা কেরি গ্রিফিথস ও বোন শাহনেকুয়া ডুপ্রে। তার মা পেশায় একজন শিক্ষিকা। নাম কেরি। তিনি বলেন, ইমালের বিষয়টি অনেক জটিল। সে শুধু ঘুমিয়ে থাকলে তাতে আমাদের কোন আপত্তি ছিল না। কিন্তু তার আচরণ অ™ভুত। মাঝে মধ্যে সে কোথায় থাকে তা আমাদের বুঝে উঠতে বেশ বেগ পেতে হয়। তিনি বলেন, ইমাল প্রথমে এমন আচরণ করে ২০০৮ সালে। তখন একটি পারিবারিক উৎসব চলছিল। সেদিনই সে একটানা ১০ ঘন্টা ঘুমায়। এত গাঢ় যার ঘুম সে কিভাবে পড়াশোনা করে! এমন প্রশ্ন আসা স্বাভাবিক। কিন্তু ইমাল আত্মবিশ্বাসী। সে মেধার জোরে স্থান করে নেয় লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটিতে। সেখান থেকে অর্জন করে স্নাতক ডিগ্রি। ইমালের মতো এ ধরনের সিনড্রমে ভোগা মানুষ বিশ্বে এক হাজারের মতো হবে। এর মধ্যে ৭০ ভাগই পুরুষ। এখন পর্যন্ত এ রোগের কোন পথ্য আবিষ্কার করতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। তবে মনোবিজ্ঞানীরা বলেন, এসব রোগিকে সবসময় চোখে চোখে রাখা আবশ্যক। না হলে যেকোন সময় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
মানবজমিন
এটা একটা নার্ভ সিস্টেমের কারনে হয়ে থাকে।http://en.wikipedia.org/wiki/KleineâLevin_syndrome
http://ptohelp.blogspot.se/
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: অদ্ভুত ব্যপার
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
কালোপরী বলেছেন: আজব
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫
আমি অপদার্থ বলেছেন:
