| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আকরাম
	সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com
দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে ছেঁড়া ময়লা জামা কাপড় পরা, ন্যাংটা মানুষের সংখ্যা বাড়ছে। গোপনাঙ্গ বা যৌনাঙ্গ কেউ কেউ সামান্য কাপড়ে ঢেকে রেখেছেন। তারা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিক ভারসাম্যহীন। এজন্য তাদেরকে মধ্যবিত্ত শিক্ষিতরা বলেন, মানসিক রোগী।
অনেকে বলেন পাগল। তাদের নেই ঠিকমতো খাবার, পোশাক পরিচ্ছেদ। নেই নাগরিক সেবা পাওয়ার অধিকার। যথাযথ চিকিৎসার অভাবে সুস্থ হয়ে উঠছেন না তারা। জনসচেতনতার অভাবে করছেন মানবেতর জীবনযাপন ।
সরকারি পরিসংখ্যান বিভাগে মানসিক রোগীর সংখ্যার কোনো তথ্য নেই।
মানসিক রোগীদের জন্য সরকারি কোনো নিবন্ধন নেই। নেই ভোটার তালিকায় নাম। মানসিক রোগীর চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত চিকিৎসক ও সরকারি চিকিৎসাসেবা। পাবনাসহ বিভাগীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হলেও ব্যয়বহুল হওয়ার কারনে অনেকে চিকিৎসা নিতে পারে না।
মানসিক রোগী বা পাগল নিয়ে রয়েছে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, পাগলের বেশ ধরে তারা গোয়েন্দাগিরি করছেন। কেউ আবার মাদক বিক্রি করছেন। আবার  অনেকে পাগলকে দরবেশ, সাধু বলে মনোবাসনা পূরন করার জন্য তার পেছনে ঘুরছেন।
প্রিয়দেশ থেকে
আমার কথাঃ কোন ব্যক্তির পক্ষে এই বিশাল  অসুস্হ্য জনগোস্ঠির চিকিৎসার খরচ বা সমাধান সম্ভব নয়। এজন্যে সরকার বা বড় বড় প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে।এদের বেশীর ভাগই সিজোফ্রেনিয়া রোগী। 
http://ptohelp.blogspot.se/
 
২২ শে অক্টোবর, ২০১৩  বিকাল ৩:০৬
আকরাম বলেছেন: ঠিক বলেছেন, সহানুভুতিই এইসব রোগীদের আরোগ্যের প্রথম শর্ত।
২| 
২০ শে অক্টোবর, ২০১৩  রাত ৮:৫৫
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: দেশের নেত্রীদ্বয়ই মানসিক রোগী .....
৩| 
২০ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:০৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
একটা কথা কি শুনেছেন- যারা রাজনীতি করে তারা সব চেয়ে বড় মানসিক রোগী?????
৪| 
২০ শে অক্টোবর, ২০১৩  রাত ১০:০৭
নানাভাই বলেছেন: প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী 
মোহাম্মদ সাজ্জাদ হোসেন 
ধইন্যা আফনাগো!
৫| 
০১ লা নভেম্বর, ২০১৩  রাত ৮:৩৪
শায়মা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া।
 
০১ লা নভেম্বর, ২০১৩  রাত ৯:২০
আকরাম বলেছেন: থ্যান্কু শায়মা।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
এম আর ইকবাল বলেছেন: মানসিক রোগীরা পরিবারের লোকজনের বোঝা হয়ে দাড়িয়েছে ।তাই পরিবারের লোকজন তাদের দিকে যথাযত দৃষ্টি দেয় না ।
আমার ধারণা পরিবারের সহনুভূতি অনেককে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহার্য্য করবে ।