নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১০০ % ভন্ড

Akram

একজন ভন্ড

Akram › বিস্তারিত পোস্টঃ

আবার ও নজরদারিতে সকল ব্লগ ও শতাধিক ব্লগার

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৩

গত ৮ই আগষ্ট ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের পর সকল ব্লগ ও শতাধিক ব্লাগার বা ফেসবুকে কারা কী লিখছে সে বিষয়ে নজরদারি করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ২০১৩ সালের মার্চে থেকে ফেসবুক ও ব্লগে সরকারের বিভিন্ন সংস্থা কঠোর নজরদারি ছিল । কিছুদিন নজরদারির পর ধর্মবিরোধী লেখার অভিযোগে একটা লিষ্ট করে একাধিক অভিযান চালিয়ে চার জন ব্লগারকে গ্রেপ্তারও করা হয়, ঐ সময় তালিকার অনেকে লেখালেখি বন্ধ করে আত্মগোপন করে। এরপর শিথিল হয়ে যায় নজরদারি। এখন আবার কারো বিরুদ্ধে ধর্মবিরোধী লেখার প্রমাণ পেলে তাকে গ্রেপ্তারের ও তার বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এখন সব কিছুতেই আমাদের কঠোর নজরদারি রয়েছে।২০১৩ সালে ব্লগারদের যে তালিকা কমিটির কাছে দেয়া হয়েছিল বাস্তব সংখ্যা তার চেয়েও বেশি। আমাদের হাতে ১০০ জনের বেশি ব্লগারের নাম রয়েছে যারা ধর্মের বিরুদ্ধে লিখেন।’তালিকার কয়েকজন ব্লগার হলেন— আসিফ মহিউদ্দিন,ফরহাদ উদ্দিন স্বপন, মমতা জাহান, রাতমজুর, কৌশিক, মেঘদূত, স্বপ্নকথক, প্রায়পাস, আহমেদ মোস্তফা কামাল, লুকার, নুহান,সোজাকথা, ট্রানজিস্টার, দিওয়ান, রিসাত, আমি এবং আধার, অরণ্যদেব, কেল্টুদা, আমি রোধের ছেলে, ভিন্ন চিন্তা, আউটসাইডার, প্রণব আচার্য্য, আবুল কাশেম,দূরের পাখি, রাস্তার ছেলে, আরিফুর রহমান, মনির হাসান, বৃত্তবন্দি, সবাক, শয়তান, মনজুরুল হক, কখগ, রাসেল, খাদক, লোটাস, নাস্তিকের ধর্মকতা, আরিফুল হক তুহিন, তিতি আনা, নাজিম উদ্দিন, আলমগীর কুমকুম, ফরহাদ উদ্দিন স্বপন,দস্যু বনহুর,মনু আউয়াল , ফারহানা আহমেদ, ঘনাদা, রাহান, অন্যকেউ, পাপী০০৭, হোরাস, প্রশ্নোত্তর, ভালোমানুষ, ভুপীর, বৈকুণ্ঠ, সত্যান্বেষী, শুভজিৎ ভৌমিক, সুমিত চৌধুরী, সৈকত বড়ুয়া, সুব্রত শুভ, সুশান্ত দাস গুপ্ত,পড়ুয়া, হাল্ক (সানাউল), বিপ্লব০০৭, ঘাতক,বিশাল বিডি, সাহোশি ৬, লাইটহাউজ, মমতা জাহান, রাতমজুর, কৌশিক, মেঘদূত, স্বপ্নকথক, প্রায়পাস, আহমেদ মোস্তফা কামাল, লুকার,নুহান, সোজাকথা, ট্রানজিস্টার, দিওয়ান, রিসাত, আমি এবং আধার, অরণ্যদেব, কেল্টুদা, আমি রোধের ছেলে, ভিন্ন চিন্তা, আউটসাইডার,প্রণব আচার্য্য,জলবেশ্যা, আসিফ মহিউদ্দিন, আবুল কাশেম, আলমগীর হোসেন, আশীষ চ্যাটার্জি, বিপ্লব কান্তি দে, দাঁড়িপাল্লা ধমাধম (নিতাই ভট্টাচার্য), ইব্রাহীম খলিল সবাগ (সুমন সওদাগর), কৌশিক আহমেদ, নুরনবী দুলাল, পারভেজ আলম, রতন (সন্ন্যাসী),সৈকত চৌধুরী, শর্মী আমিন, সৌমিত্র মজুমদার (সৌম্য), আল্লামা শয়তান (বিপ্লব), সৈয়দ কামরান মির্জা, তাহসিন, তন্ময়,তালুকদার ও জোবায়ের সন্ধি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘মুক্ত মন নিয়ে একজন লেখালেখি করতেই পারেন। তাই বলে নির্দিষ্ট একটি ধর্ম নিয়ে লিখতে হবে? ধর্ম অবমাননার বিষয়ে দেশে সুনির্দিষ্ট আইন রয়েছে।তথ্য প্রযুক্তি আইন অনুসারে ধর্ম নিয়ে কটূক্তি করলে তা যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি ১৪ বছর অথবা ১ কোটি টাকা অর্থদণ্ড। দণ্ড বিধি অনুসারে এর শাস্তি ১ থেকে ২ বছর হতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সকল ব্লগার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সরকার। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।’
উল্লেখ্য ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ৫ জন ব্লগার খুন হয়েছেন। এই ব্যাপারে একাধিক মামলা হলেও কোনটার বিচার শেষ হয়নি।
http://www.sobkhobor24.com/2015/08/32533

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৩

বেরসিক কথক বলেছেন: নাস্তিক ইসলাম বিদ্বেষী ব্লগারদের কঠোর হাতে দমন করা হোক

২| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০

হিন্‌দোল শাহ বলেছেন: কঠোরভাবে সহমত। এই উদ্যোগকে সর্বাত্নকভাবে স্বাগত জানাই। তবে ঐ তালিকা অসম্পূর্ণ।সামুর রাঘব বোয়ালদের মধ্যে অনেক লুকানো ইসলামবিরোধী আছে । ইসলামকে ডিফেন্ড করে কোন মন্তব্য করলেই এরা ব্যান করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.