নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

যাকাত ও ইনকাম ট্যাক্সের মধ্যে পার্থক্য কি?

১৪ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৫

যাকাত ও ইনকাম ট্যাক্সের মধ্যে পার্থক্য কি?

বাংলাদেশে আমরা যারা প্রতি বছর ইনকাম ট্যাক্স দিয়ে থাকি তাদের কেন আবার যাকাত আদায় করতে হবে?

ইসলাম এবিষয়ে কি বলেছে?

এবিষয়ের সঠিক ব্যাখ্যা চাই ....

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষদের যাকাত দেওয়া হয় ধর্মীয় কারনে।
আর ইনকাম ট্র্যাক্স দিতে হয় দেশের উন্নয়নের জন্য।

১৫ ই মে, ২০১৯ সকাল ৯:১১

মোগল সম্রাট বলেছেন: ইসলামিক অর্থ ব্যবস্থায় যাকাতই ইনকাম ট্যাক্স হিসাবে বিবেচিত হয়। আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও ইসলামিক কান্ট্রী না হওয়ায় আমাদের দুই দিকে টাকা দিতে হয় । এটার জন্যই পোস্ট দিয়েছিলাম।

ধন্যবাদ রানু ভাই..।

২| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:০৭

বিড়ি বলেছেন: ভালো পয়েন্ট আমিও উত্তরের আসা করছি

১৫ ই মে, ২০১৯ সকাল ৯:১২

মোগল সম্রাট বলেছেন: সঠিক উত্তর পাইলাম না বিড়ি ভাই B-)

৩| ১৪ ই মে, ২০১৯ রাত ১০:০২

শিখণ্ডী বলেছেন: দেশ যত দিন ইসলামি প্রজাতন্ত্র না হবে তত দিন ট্যাক্স দিলেও যাকাত আদায় হবে না। যাকাত আদায় করার জন্য কিছু গরিব টিকিয়ে রাখতেই হবে।

১৫ ই মে, ২০১৯ সকাল ৯:১৪

মোগল সম্রাট বলেছেন: আল্লাহই মনে হয় কিছু গরিব বানিয়ে রাখছে তা না হলে যাকাত কারে দিবেন? যাই হউক মাইনকা চিপায় তাইলে আমরাই পড়লাম ইসলামী প্রজাতন্ত্রে না জন্মােইয়া কি বলেন?

৪| ১৫ ই মে, ২০১৯ ভোর ৫:৫৬

পথিক প্রত্যয় বলেছেন: যাকাত শুধু মুসলিমদের জন্য কিন্তু ইনকাম ট্যাক্স সবার জন্য প্রযোজ্য ।

১৫ ই মে, ২০১৯ সকাল ৯:১৬

মোগল সম্রাট বলেছেন: কোরান তো সকল মানুষের জন্য, আর কোরানের নির্দে শনা অনুযায়ী যাকাত আদায় করা ফরজ সুতরাং যাকাত শুধু মুসলিমদের জন্য কেন হবে?

৫| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৫:২৫

অগ্নিবেশ বলেছেন: প্রশ্ন করিয়েন না, বাপ দাদার ধর্ম টিকায়ে রাখতে পারবেন না।

২১ শে জুন, ২০১৯ রাত ১১:২৬

মোগল সম্রাট বলেছেন: হ' ভাই কল্লানিয়া ট্যানশনে আছিলাম

৬| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



সঠিক ব্যাখ্যা হলো, আমাদের সংবিধানে ইসলামিক আইন পাশের, বা দেশে ইসলামিক শরীয়াহ আইন প্রয়োগের কোন সুযোগ নেই; সুতরাং, ইনকাম ট্যাক্স হলো আমাদের দেশের প্রচলিত আইন।

১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৪০

মোগল সম্রাট বলেছেন: গাজী সাব আমার পোস্টে কমেন্ট করছেন আমি ধইন্য, তবে গাজী ভাই আমরা কি এই দ্যাশের মোছলমান হওয়ায় এই মাইনকা চিপায় পড়লাম। বউ ম্যানুয়াল চুলায় আর ভাত রানতে চায়না, অটোচুলা চাইতেছে এইদিকে জুন মাস চলে আয়কর জমার হিসাব করতেছি সামনে বকরি ইদ, আউলায়া যাইতেছি...

৭| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: যাকাত - ধর্মীয় খাতে, আর সরকারী খাতে - ইনকাম ট্যাক্স, ভ্যালু এ্যডেডে ট্যাক্স (ভ্যাট) এআইটি (এ্যডভান্স ইনকাম ট্যাক্স) এটিভি (এ্যাডভান্স ট্রেড ভ্যাট) সব হচ্ছে বাংলাদেশেল উন্নয়নের সোপান - উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ ভাসছি জনগণ।

৮| ১৮ ই জুন, ২০১৯ রাত ১১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাকাত দেওয়ার লোক না পাইলে আমাকে দিতে পারেন । আমার টাকার দরকার।

৯| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:







আমার লেখার উত্তর পাই নাই !
মনে বড় দুস্করে ভাই মনে বড় দুস্ক !!!
আপনার নতুন কোনো লেখা নাই!
মনে বড় দুস্করে ভাই মনে বড় দুস্ক !!!


২১ শে জুন, ২০১৯ রাত ১১:২২

মোগল সম্রাট বলেছেন: ভাই বেতন দেয়ার সময়ই ট্যাক্সটা কাইট্যা ফালায় তাই ফাঁকি দিতে গিয়া দেহি কুনো লাভ নাই। এরপর আবার যাকাত না দিলে মোছলমানিত্ত থাকেনা। মনে মনে কনফিউজড হইয়া আমগো মাওলানাগো জিগাইছিলাম ব্যাপারটা নিয়া, একজনে তো আমার ঈমান নিয়া প্রশ্ন করছে।
কেমনে কি করি নতুন লেখা কেমনে দিমু? আগে অফিসে চুরি কইরা ব্লগ চালাইতাম হেইডা বন্ধ আর রাইতে বাসায় আইয়া পোলা মাইয়া আন্ডাবাচ্চা নিয়া চোর পুলিশ খেলা লাগে। ভাবতেসি সুন্দরবন যাইয়া ১ সপ্তাহ থাইকা ব্লগিং করুম, এহন সুন্দরবনের মইধ্যে ৫জি ইন্টারনেট আছে। হে হে ধইন্যাপাতা গ্রহণ কইরেন।

১০| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

করুণাধারা বলেছেন: ইসলাম ইনকাম ট্যাক্স এর ব্যাপারে কিছু বলে না, যাকাতের ব‍্যাপারে বলে...

যাকাত অর্থনৈতিক ফরজ এবাদত, নামাজের পরেই এর স্থান যদিও আমাদের দেশে যাকাতকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তাই বলা হয় ইসলামের পাঁচটি স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা ভুল।

একটি দেশ থেকে আপনি যদি আয় রোজগার করার সুবিধা যদি ভোগ করেন, তাহলে সে দেশটি থেকে বিনামূল্যে কিছু সুবিধা যেমন রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা (পুলিশ) এইসব সেবা গ্রহণ করতে পারেন। আসলে বিনামূল্যে না, আপনাকে আয়কর দিতে হবে এগুলোর মূল্য বাবদ। আয়কর বাদ দিয়ে যদি বছর ধরে আপনার হাতে সাড়ে সাত তোলা সোনার মূল্যমানের সমান অর্থ থাকে তাহলে যাকাত দেবেন। এটা নিয়ে হা হুতাশ করার কিছু নেই। যাকাত দিলে সম্পদ কমে না, আমার জীবনের অভিজ্ঞতা এটাই।



১১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: এই বছর সৌদী যান। যাকাত তো দিবেন লগে জিনিসপত্রের ট্যাক্স ব্যায় করলে ট্যাক্স আয় করলে ট্যাক্স সব চালু করছে। নবী মোহাম্মদ এটা চালু না করলেও উসমান এর কাছাকাছি চালু করছিলো। তো ফল স্বরূপ দেশের উন্নয়নের বদলে বেচারা কোরান পড়নের সময় সাহাবীদের লাথী গুতা খাইয়া পটল তুলছে। যদিও দুস্টু লোকেরা বলে এর পিছে নাকি নবীর শালা মুয়াবিয়ার ক্যারাঞ্চি আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.