নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

সিরাজ মিয়ার ফেরারি জীবন

২৬ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

সিরাজ মিয়ার চিকন চাকন শরীর নিয়েও আরবি ঘোড়ার মত ঊর্ধ্বশ্বাসে রিকশায় প্যাডেল মেরে পিঠে দুই জন যাত্রী নিয়ে ছুটছে অফিস পাড়ার দিকে। যাত্রী দুজনের ওজন আড়াইমন করে পাঁচ মনতো হবেই।
হাইকোর্টের সামনের সিগনালে এসে রিকশা থামাতে হল ট্রাফিকের হাতের ইশারায়। সিরাজ মিয়ার কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। গায়ের জামাটা ঘামে ভিজে পিঠের সাথে লেপ্টে গেছে।

প্রতিদিন অফিস শেষ করে আমি ঢাকা জিপিওর মোড়ে এসে দেখি, সিরাজ মিয়া বসে আছে আমার অপেক্ষায়। আমি রিক্সায় উঠি সিরাজ মিয়া প্যাডেল মারতে শুরু করে। যেতে যেতে তার ফেরারী জীবনের গল্প শোনায়।

কয়েকটা সমিতি থেকে ঋণ নিয়ে ধুমধাম করে বড় ঘর দেখে মেয়েকে বিয়ে দিয়েছিলো। পাড়ার সকলকে দাওয়াত করে খাইয়ে ছিলো।
এখন সপ্তাহে চারদিন তার ঘরে কিস্তি ওয়ালারা কিস্তি নিতে আসে। কিস্তি না দিতে পারলে অকথ্য ভাষায় গালাগাল আর অপমান সহ্য করা লাগে।
এমন হাড়ভাঙ্গা খাটুনি করে ঢাকা শহরের তপ্ত রাস্তায় শরীরের ঘাম ঝড়িয়ে প্রতিদিন সাতশো টাকা কামাই করেও ঠিকমতো ভাত-তরকারির জোগাড় করতে পারে না সিরাজ মিয়া।

এরকম টোল খাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া জীবনের কতো কথা আমাকে রোজ সে শোনায় যেতে যেতে পথে পথে..........!

১১, অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবন-সংগ্রাম।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩০

মোগল সম্রাট বলেছেন: ঠিক ধরেছেন।

২| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

কালো যাদুকর বলেছেন: আপনার লিখার বর্ণনা বেশ গতিমর ৷আরো লিখুনা

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩১

মোগল সম্রাট বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আনন্দিত হলাম
শুভকামনা নিরন্তর।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: আহারে----

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




অথচ সিরাজ মিয়ার জীবন সুন্দর তে হতে পারতো। সমগ্র বাংলাদেশ হচ্ছে বৃটিশ কলোনীর একটি চা বাগান, আর দেশের সাধারণ জনগণ হচ্ছে সিরাজ মিয়ার মতো চা বাগানের কুলি। এটি বাংলাদেশের চিরোদিনের চিত্র।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩

মোগল সম্রাট বলেছেন: ঠাকুর ভাই কই ছিলেন ? খুইজা পাইনা । ইউপিতে ভোট দিতে গেছিলাইন?

ভালবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.