নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

বদর আলীর দুঃখ

২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭



দেশ স্বাধীনের আগে পাকিস্তান আমলে অভাবের তাড়নায় প্রত্যন্ত গ্রাম ছেড়ে বন্দরে এসেছিল বদর আলী।
তারপর সব ইতিহাস।

একসময় দেশ স্বাধীন হলো, বন্দরে কাজ কাম করে আস্তে আস্তে বিরাট ব্যবসা দাঁড় করিয়েছে বদর আলী। তার নাম, যশ খ্যাতি, আয়-উন্নতি, সহায়-সম্পত্তি সবকিছুই হয়েছে নিজের পরিশ্রমে অল্প সময়ের মধ্যে ।

বদর আলীর একবার মনে খায়েশ হয়েছিলো আরেকটা বিবাহ করার। করেও ছিলো। তারপর দুই সংসারে ঘরভর্তি ছেলে মেয়ে হয়েছে। বাচ্চা-কাচ্চা যখন একটু বড় হতে লাগলো তখন দিনকে দিন দুই বউয়ের ঝগড়া বেড়েই চলতে লাগলো। বনিবনা আর হচ্ছে না।

বদর আলী ভাবলেন এভাবে আর দুই সংসার পাশাপাশি রাখা যাবে না। তিনি দুই বউকে দুইটা বাড়ি করে দিলেন। তাতেও বদর আলীর তেমন কোন লাভ হলো না। সমস্যা দিনকে দিন গভীর থেকে গভীর হচ্ছে। দুই সংসারের ছেলে-মেয়রা কেউই ঠিকমত লেখাপড়া করছে না। মোটামুটি বখাটে হয়ে যাচ্ছে।

এদিকে বন্দরের অবস্থাও খারাপ হতে লাগলো। সাথে সাথে বদর আলীর ব্যবসা বাণিজ্যে ভাটা পড়তে লাগলো। বদর আলী এখন দুই বউয়ের চাপে একদম চ্যাপ্টা হয়ে পরান যায়-যায় অবস্থা। হঠাৎ একদিন বদর আলীর বড় বউটা স্ট্রোক করে মরে গেল।

এখন বদর আলীর জীবনটা আবার সেই দেশ স্বাধীনের আগের পাকিস্তান আমলের মতো হয়ে গেছে। সম্পত্তি ভাগের জন্য দুই পক্ষের ছেলে-মেয়েরা প্রতিদিন প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে চলেছে।

এখন বদর আলী প্রান ভয়ে পালিয়ে পালিয়ে রাত কাটায় লালমিয়া কালামিয়ার বাড়িতে.........।

১২ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


একা একা কতদিন এভাবে পালিয়ে থাকবে? ৩য় বিয়ে করে, একটা সংসার গড়া দরকার।

২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১

মোগল সম্রাট বলেছেন: গাজী সাব, আপ্নে আমার লেখা পড়ছেন দেইখ্যা আমি ধইন্না। এইবার গেরামে গেলে বদর মামুরে পরামর্শডা দিমুনে, তয় তার এই পড়ন্ত বেলার ভাটি লাগা যৌবনে কইন্যা পাওন যাইবো তো?

২| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: এইবার গেরামে গেলে বদর মামুরে পরামর্শডা দিমুনে, তয় তার এই পড়ন্ত বেলার ভাটি লাগা যৌবনে কইন্যা পাওন যাইবো তো?

-যৌবন চলে গেলেও স্বামীস্ত্রীর সম্পর্ক ও সংসারের গুরুত্ব কমে না।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



প্রতিটি বিধবা নারীও ১ জন স্বামীর সাথে সংসার করতে চান!

২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মোগল সম্রাট বলেছেন: বাঙালি বিধবারা নতুন করে স্বামীর সাথে সংসার করতে চাইলেও সমাজের ভয়ে অনেক বিধবাই তা পারেন না। আবার যদি আগের সংসারে ছেলে মেয়ে থাকে তাহলে তো আরো বিরাট হাংগামা।

৪| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: বাঙালি বিধবারা নতুন করে স্বামীর সাথে সংসার করতে চাইলেও সমাজের ভয়ে অনেক বিধবাই তা পারেন না।

-বাংগালীদের সমাজ হচ্ছে দোযখের সমান। আমার এক প্রতিবেশী ফিলিপাইনী মহিলা, ৬৬ বছর বয়সী, স্বামীর মৃত্যুর ৫ বছর পর, এই সপ্তাহে বিয়ে করলেন; উনার টাকা পয়সা ছিলো; কিন্তু একাকীত্ব উনাকে কষ্ট দিচ্ছিলো।

২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মোগল সম্রাট বলেছেন: -বাংগালীদের সমাজ হচ্ছে দোযখের সমান। অনেক ক্ষেত্রেই।

তবে বাংগলী সমাজের অধিকাংশ রীতি-নীতির উপরই এক অদৃশ্য ধর্মীয় কুসংস্কারে মায়াজাল ছড়িয়ে আছে। অনেকেই সে জাল কেটে বের হতে পারে না।
ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।

৫| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


পরিবার যদি সঠিক হয়, কোন বয়স্ক মানুষকে একাকী জীবনের নরকের মাঝে ফেলে রাখবে না।

৬| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: বদর আলীর পোড়া কপাল।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিবাহ সমাচার ভয়ংকর বিষয়। বদর আলী একের অধিক বিবাহ করার ফল ভোগ করছেন - এটি চলতে থাকবে আমরণ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




গ্রামের ফসলি জমিতে ফসল উঠছে, তাছাড়া ঢাকার কাজেও খানিকটা ব্যস্ত তারপরও সময় অসময় ব্লগে আসি। হয়তো আপনার আমার দেখা হয় না। এই যা। এখন লগইন পেলাম আপনাকে।

আমার জীবনে ভোট দিয়েছি মাত্র একবার। তারপর কর্ম জীবনের কারণে নিজ এলাকার বাইরে থেকেছি তাই নির্বাচনে কখনো ভোট দিতে পারিনি। পরবর্তিতে নির্বাচনে ভোট না দেওয়া এটি অভ্যাসে পরিণত হয়েছে।

আপনার জন্যও শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.