নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...
(চার)
নতুন একটা ছবি এসেছে সাগরিকা হলে। ছবির নাম "শিমুল-পারুল" মাইকেল গত সপ্তাহে জালালকে নিয়ে দেখে এসেছে। সারাক্ষন গান গায় " ও বউ কথা কও, আমি কবে হইমু বাপ"। তবে দশ মিনিট পর ঢুকেছে তাই আবার দেখতে যাবে। এবার ঠিকই প্রথম থেকে দেখবে।
আমরা বললাম প্রথম থেকে দেখতে চাইলে টিকিট কেটে দেখতে হবে। অতো টাকা তো নাই আমাদের। মাইকেল বললো ঠিক আছে বাকি টাকা আমি যোগাড় করবো।
আমরা ঠিক করলাম শনিবার মর্নিংশো দেখতে যাবো স্কুল পালিয়ে। আর বই রেখে যাবো বাঁশ বাগানের ঝোপের ভিতর পলিথিনের ব্যাগে মুড়িয়ে।
আমরা রওনা হলাম সিনেমা দেখতে শনিবার সকালে। ছবি শুরুর অনেক আগে পোছালাম। মাইকেল আমাদের টিকিট কাউন্টার দেখাচ্ছে। একটা ছোট্ট লোহার গ্রীলের জানলা। নিচে একটা হাত ডোকার মতে ফুটো। ওখান দিয়ে হাত ঢুকিয়ে টাকা দিলে ভিতর দিলে ভিতর থেকে টিকেট মাষ্টার টিকেট দেয়।
আমি আর শফিক অবাক হয়ে দেখছি। হলের বারান্দায় অনেক ছবির পোস্টার লাগানো। কোনটার নিচে আবার লাল কালিতে লেখা "আসিতেছ" আবার একটা কাচের দরজা ওয়ালা বোর্ডের ভিতর মাঝারি সাইজের ছোট ছোট পোস্টার লাগানো। তার নিচে লেখা "চলিতেছে"। আমি আর শফিক এগুলোর আগা মাথা কিছু বুজলাম না।
মাইকেল টিকেট কেটে আনলো। আমরা লাইন দিয়ে দাড়িয়ে আছি। বড়রা কেউ কেউ আমাদের টিটকারি মারছে- "এইটুক বান্দর পোলাপান এই বয়সেই সিনামার দরজা চিনিছিস, তোগের ভবিষ্যত তো অন্ধকার, টাকা পাইছিস কনে? মাইকেলও ছেড়ে কথা বলার ছেলে না। মুখের উপর উত্তর - আমরা সিনেমা দেখি আর যাই করি তোমার বাপের কি?
আমরা হলে ডুকলাম। দুই চারটা বাতি জলছে। ঢুকেই শুনি মাইকের মতো আওয়াজে হিন্দি গান বাজছে। "ক্যায়সে বানি-ক্যায়সে বানি"। কিন্তু কোথাও কোন মাইক তো দেখি না আওয়াজ কোত্থেকে আসে। পরে মাইকেল জানালো ওই যে সামনে সাধা একটা কাপড় দেখছিস ওটার পেছনে মাইক আছে। সাদা কাপড় কেন এরকম টান টান করে লাগিয়ে রাখছে? শফিক আমাকে জিজ্ঞেস করলো। আমিতো জানিনা। মাইকেল জানে। মাইকেল জানালো ওটাই নাকি পর্দা। ওখানে ছবি দেখানো হবে। আমাদের আর তর সইছে না। কখন শুরু হবে ছবি।
হঠাৎ সব বাতি নিভে গেলো। ঘুটঘুটে অন্ধকার চারপাশ। আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না। শফিক আমার হাত চেপে ধরলে বললো -"আমার ভয় লাগতিছে" আধা মিনিট পর হঠাৎ জাতীয় পতাকা দেখলাম সেই সাদা পর্দার উপর। সাথে সাথে মাইকেল দাড়িয়ে হাত উচুকরে হাত নাড়তে লাগলো আমরাও ওর দেখা দেখি দাড়ালাম, হাত নাড়লাম।
তারপর কি জেনো এলো আশপাশের বড়রা বলা বলি করলো ১৫রিল, ১৬ রিল। রিলটা আবার কি? আগা মাথা কিছু বুঝলাম না। মাইকেলও না। তার পর ছবি শুরু হলো। আমদের মনের ভিতর ভিষন রকম উত্তেজনা কাজ করছে। মনে মনে অপেক্ষা করছি মাইকেলের গাওয়া ও বউ কথা কও গান কখন আসবে। গানতো হইলো ভাপাপিঠার গান। মাইকেলকে জিগ্যেস করলাম তোর সেই গান কই? ও বললো- আর এট্টু পর।
ছবির বিরতিতে আমরা চিনা বাদাম, কুলফি মালাই সবই খেলাম। মাইকেলকে আবার জিজ্ঞেস করলাম " দোস্ত এতো টাকা কনে পালি? ও জানলো গতকাল ওর বাবার পকেট থেকে ১০ টাকার একটা নোট মেরে দিয়েছে। শফিকের এ কথা শুনে আমরা একজন আরেক জনের দিকে মুখ চাওয়া-চায়ি করলাম।
সিনেমা দেখে গ্রামে ফিরলাম বিকেল চারটায়। সোজা গিয়ে বাশবাগানে। কিন্তু হায় হায় - আমাদের বইয়ের ব্যাগ কই?
(চলবে.........)
২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬
মোগল সম্রাট বলেছেন: মজাটা পরের পর্বে দেখামু
২| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
রানার ব্লগ বলেছেন: হা হা হা !! যান ব্যাগ খুজে আনুন নতুবা খবর আছে !!!!
২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮
মোগল সম্রাট বলেছেন: ব্যাগ পেতে যে বেগ পেতে হয়েছে তার কথা পরের লেখায় দেখবেন।
তদ্দিন অপেক্ষা করুন । শুভকামনা নিরন্তর।
৩| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সিনেমা দেখার ঠ্যালা এইবার বুঝবেন।
২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০০
মোগল সম্রাট বলেছেন: আসলেই সে ঠেলার রেশ এখনো কাটে নাই ।
ভালোবাসা অবিরাম।
৪| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪১
জুল ভার্ন বলেছেন: ভালো লাগছে আপনার এই সিরিজ। সাথে থাকবো। শুভ কামনা।
২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০১
মোগল সম্রাট বলেছেন: অনুপ্রানিত হলাম ।অনেক অনেক ধন্যবাদ।
৫| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২১
সোনাগাজী বলেছেন:
কোন সালের দিকের ঘটনা?
২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৮
মোগল সম্রাট বলেছেন: ঘটনাগুলো আশির দশকের দিকের। আর সিনেমা দেখার গপ্পো ১৯৮৯ বা ১৯৯০ সালের হবে মনে পড়ছেনা।
ধন্যবাদ আপনাকে।
৬| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২
মনিরা সুলতানা বলেছেন: বারে বারে না একবার ধান খেয়ে ই তো দেখি ঘুঘু ফান্দে !!
কী হবে কী হইলো ?
২১ শে জুলাই, ২০২২ রাত ৮:১৮
মোগল সম্রাট বলেছেন: সে এক বেদনার গল্প। পরের পর্বে লিখবো
ভালো থাকবেন।
৭| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
শেরজা তপন বলেছেন: পড়লাম! প্রথম সিনেমা দেখার সময়ে আমাদেরও এমনটা হয়েছিল। তবে ওই বয়সে বন্ধুদের সাথে কোন সিনেমা দেখা হয়নি।
ভাল লাগল- বই খুজে পান কি না দেখি
২১ শে জুলাই, ২০২২ রাত ৮:২৭
মোগল সম্রাট বলেছেন: আমাদের মধ্যে কয়েকটা বন্ধু ছিলো মারাত্মক ডানপিটে। এখনও কিছু কিছু ঘটনা মনে পড়লে অবাক হই। কেমনে কি করছিলাম।
পুরো নব্বইয়ের দশকের প্রায় সব সিনেমা আমরা দেখছি। পরিবারের সবাইকে নিয়ে কোনদিন দেখিনি। সবই ইয়ার-দোস্তদের নিয়ে দেখা। তখন রেডিওতে আর ইত্তেফাক পত্রিকায় সিনেমার বিজ্ঞাপন প্রচার করা হতো। আমরা সেসব শুনে/দেখে আশপাশের জেলায়ও সিনেমা দেখতে যেতাম পালিয়ে পালিয়ে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২১ শে জুলাই, ২০২২ রাত ৯:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইসসস। স্কুল পালিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতার আমার হয়নি।
সিরিজ চলুক। ভালো লাগছে।
২১ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪
মোগল সম্রাট বলেছেন: চলেন এখন একদিন পালিয়ে গিয়ে সিনেমা দেখে আসি।
৯| ২১ শে জুলাই, ২০২২ রাত ৯:২৩
তাহমিনা১২ বলেছেন: অনুপ্রানিত হলাম ।অনেক অনেক ধন্যবাদ ...বারে বারে না একবার ধান খেয়ে ই তো দেখি ঘুঘু ফান্দে !!
কী হবে কী হইলো ?Tahmina's e-store
২১ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৬
মোগল সম্রাট বলেছেন: ফান্দে পইড়া ঘুঘু কান্দে...........
১০| ২২ শে জুলাই, ২০২২ রাত ১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বইগুলো সম্ভবত শফিকের বাপ
রহমের কব্জায়!!
ভালো লেগেছে, তবে শফিকের
কপালে দুঃখ আছে!
২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৭
মোগল সম্রাট বলেছেন: মহাপ্রলয়
১১| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:২৪
মিরোরডডল বলেছেন:
সম্রাটের বয়স কতো তখন ।
স্মৃতিচারণ পোষ্ট সব সময়ই ভালো লাগে ।
দুষ্ট ছেলের গল্প হলেতো আরও ভালো ।
২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৬
মোগল সম্রাট বলেছেন: আমার বয়স ১৩/১৪ বছর হবে তখন। একপাল দুষ্ট ছেলেমেয়েদের সাথে কাটানো সময়গুলো লেখার চেষ্টা করতেছি। দেখি কদ্দূর যাওয়া যায়।
শুভকামনা নিরন্তর।
১২| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: এইটে থাকা অবস্থায় বোর্ডিংয়ের বড়োভাইদের সাথে প্রথম সিনেমা দেখতে গিয়েছিলাম। খুব ভালো লাগছে আপনার স্মৃতিচারণ।
২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
মোগল সম্রাট বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৩| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
সম্রাট ভাই, গল্প খুবই মজাদার হয়েছে। আপনার জন্য মজাদার ঠান্ডা হিম শীতল রসগোল্লা।
২২ শে জুলাই, ২০২২ রাত ৮:১১
মোগল সম্রাট বলেছেন: রাখেন আপনের রসগোল্লা। এদ্দিন কোথায় পলাইছিলেন? এ কয়দিন গরু খোঁজা খুজলাম তবুও পাইলাম না।
যাউগ্গা, কেমন আছেন? আমার গার্বেজ টাইপ লেখা আপ্নের ভাল্লাগজে শুইন্যা খুশি লাগতাছে।
ভালোবাসা নিরন্তর।
১৪| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:১৮
ইসিয়াক বলেছেন: দেলোয়ার জাহান ঝন্টুর শিমুল পারুল দারুণ দারুণ গান সমৃদ্ধ ছবি।তৎকালীন সময়ে রেডিওতে প্রায় প্রতিদিন এই ছবির গান বাজতো। ফারুক সুনেত্রার এই ছবিটা ভারতেও রিমেক হয়েছে।সম্ভবত ১৯৯০ সালে রিলিজ হয়েছিল। আপনার স্মৃতিকথা ভালো লাগছে পরের পর্বের অপেক্ষায়।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এইবার বুঝবেন মজা, বই কই?