![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজন জীবনের তরে,
রক্তের প্রয়োজন অধিকার আদায়ে,
রক্তের প্রয়োজন বিপ্লবে।
রক্তের প্রয়োজন বিভীষিকায়!
রক্তের প্রয়োজন ভীতি ছাড়ানোতে!
রক্তের প্রয়োজন রক্তশূন্য ঘুণে ধরা সমাজের চিকিৎসায়,
রক্ত মানুষের ইন্দ্রীয়তে আবেদন জানায়,
রক্ত মানুষের মনে প্রলেপ দানে
আহতের রক্তশূণ্যের প্রাণে সুস্থতা আনে।
মৃতের রক্তের প্রয়োজন হয় না
জীবীতের রক্ত ছাড়া চলে না।
প্রেমে ভালবাসায় রক্তের ভূমিকা অতুলনীয়
রক্তদিয়ে লিখা চিঠি ব্যর্থ হয় না ।
প্রেমাস্পদের প্রেমহীন স্বত্তায় প্রেমের সঞ্চার করে রক্ত,
মূমুর্ষূকে দেয় সুস্থতা ,করে প্রাণ স্পন্দন দান ,করে আশংকা মুক্ত।
রক্তদানে ভয় নাই
যতই করিবে দান ততই তা বেড়ে যায়।
রক্তদানে সুস্থতা আনে দাতা গ্রহীতা সকলেরই
রক্তদানে মঙ্গল সাধন দারুণ তা পরোপকারী।
তাই বলি রক্ত দিন জীবন বাঁচান
হোক আজই এ অঙ্গীকার
রক্ত দিয়ে আর্ত-পীড়িতের
সেবা করি নিশ্চিত করি মানবেরে বাঁচিবার।
-------------------------------------
উৎসর্গ :-১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস। যার রক্তদান কর্মসূচীতে অংশ নিয়ে ও বিভিনন্ন সময়ে মানুষের জীবন বাচাতে নিজের রক্ত দান করে থাকেন সেই সকল মনীষীদের। তাদের এ ই মহান কর্মের প্রতি শ্রদ্ধা।
©somewhere in net ltd.