নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা এখানে মুক্ত

আলমগীর_কবির

মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।

আলমগীর_কবির › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্তরী, কে বললে আপনি শুনবেন?

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

নতুন একটি বছর শুরু হয়েছে। সবাইকে সেই নতুন বছরের শুভেচ্ছা। যতই সকলের জন্য শুভ কামনা করিনা কেন নতুন বছর যে একটি নতুন সঙ্কটের মধ্যে যাবে এই শঙ্কা কোনভাবেই সংকুচিত করা যাচ্ছে না। একদিকে শঙ্কার শনি শানিত হচ্ছে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সাবলিল কন্ঠ স্নিগ্ধ শূন্যতায় সপ্রতিভ। এই মূহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পের একটি লাইন মনে পড়ছে, “ইতিহাসে যা ঘটেনি তা ইতিহাসে যে ঘটবে না ইতিহাস তা বলে না”। যদি এই লাইনের আঙ্গিকে বর্তমান সময়ের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বিষয়টি বিচার করি তাহলে বলা যায় বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই বলে এই যুক্তিতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার থাকবেনা সেটা বলার সুযোগ নেই। বা 1/11-এর ভুতের ভয় দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করাও ঠিক হবে না। যদিও নিশ্চিত করে বলা যায় এই ইস্যু গেলে আরও নতুন নতুন সঙ্করেটর দেশীয় উৎপাদিত ইস্যু মিডিয়া বাজার দখল করবে। এই অবাধ তথ্য প্রবাহের যুগে যদি আপনি গুগল বা উইকিপিডিয়াতে তত্ত্বাবধায়ক শব্দ দিয়ে সার্চ করেন তাহলে অবশ্যই বাংলাদেশের নাম ব্যতিত অন্য কোন দেশের নাম আপনি দেখতে পাবেন না। যুক্তি বা তথ্য দিয়ে সরকারী দল তত্ত্বাবধায়ক সরকাররের পরিহার্যতার বিষয়টি যৌক্তিক ভাবে তুলে ধরতে পারবে। কিন্তু তাতে সঙ্কট নিরসনের পরিবর্তে ঘনিভূতই হবে।

মাননীয় প্রধান মন্ত্রী দেশের সব চ্যানেলগুলোর Talk-Show আপনার কাছে টক-শো মনে হয়েছে। সকলের সমালোচনায় আপনার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। কথা সত্য কিছু ব্যক্তি বা কিছু টিভি চ্যানেল বা কিছু সংবাদ মাধ্যমে রাজনৈতিক স্বার্থের কারণে অযৌক্তিকভাবে আপনার সরকারের সমালোচনা করে থাকে কিন্তু এমন অনেক ব্যক্তি বা মাধ্যম আছে যারা আপনার বাবার শুভাকাঙ্খী এবং সেই ধারাবাহীকতায় তাদের অনেকেই আপনার বা আপনার সরকারেরও শুভাকাঙ্খী। আপনার বা আপনার সরকারের এই শুভাকাঙ্খীরাও যখন আওয়ামীলীগের অপায়া ছাত্রলীগ বা দুর্বৃত্তায়ীত কিছু মন্ত্রীর কর্মকান্ডকে সমালোচনা করেন, সেই সকল সমালোচকদের সমালোচনাও আপনি এবং আপনার সহযাত্রীরা যুদ্ধ অপরাধীদের বিচার বাধাগ্রস্থকরার ষড়যন্ত্র হিসাবে দেখেন। এটা যেন বাংলা/হিন্দি সিনেমার কমন সংলাপের মতো হয়ে গেছে।

মিডিয়া বিষয়ে আপনার প্রিতিক্রিয়া শুনে মনে হয় মিডিয়াতে আপনার কোন বন্ধু নেই অথবা এই কয় বছরের কর্মকান্ডের কারণে আপনার সব বন্ধু হারাতে হয়েছে। কিছু ব্যতিক্রম ঘটনা বাদে বিরোধীদলের সাথে একাত্ত্বতা ঘোষনা না করে বরং জনগণের কথা ভেবে সবাই যখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তখন আপনি কেন গো ধরে বসে এই পদ্ধতি বাতিল করতে চাইছেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি বা বিএনপি জোটের দাবীর কারণে নয় বরং 2013 সালটা জনগণের জন্য ভাল যাবে সেই কারণে হলেও ফিরিয়ে আনা উচিৎ।

গত শনিবার (30-12-2012) এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান অন্তর্বর্তী সরকারের বিষয়ে চারটি প্রস্তাব দেন। এক প্রস্তাবে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির ৩৬ জন আইনপ্রণেতার মধ্য থেকে পাঁচজনকে বাছাই করতে পারে। আর বিএনপি প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের ২৭৪ জন সাংসদের মধ্য থেকে পাঁচজনকে বাছাই করতে পারে। তাঁদের নিয়ে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে। আকবর আলি খানের দ্বিতীয় প্রস্তাবটি ছিল, রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে পারেন, যেমনটা ১৯৯৬ সালে করা হয়েছিল। তৃতীয় প্রস্তাবটি ছিল, বিএনপি ও আওয়ামী লীগ ১০ জন নিরপেক্ষ লোকের নাম দিতে পারে। এরপর তাদের দেওয়া নামগুলো থেকে জাতীয় সংসদ পাঁচজনকে নির্বাচন করতে পারে। তাঁরা সবাই মিলে প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারেন, অথবা লটারির মাধ্যমেও প্রধান উপদেষ্টা নির্বাচিত হতে পারেন। আকবর আলি খানের চতুর্থ প্রস্তাবটি ছিল, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপি একটি পরিকল্পনা দিতে পারে। এরপর বিএনপির ওই প্রস্তাবের ওপর গণভোট হতে পারে (প্রথম আলো 31-12-2012)। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন “তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানকে ইঙ্গিত করে বলেছেন, যিনি একটি নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন, অন্তর্বর্তী সরকার বিষয়ে তাঁর কোনো ফর্মুলা দেওয়ার অধিকার নেই”।

এটা সকলেরই জানা সেই ব্যর্থতার দায় ভার নিয়ে আকবর আলী খাঁন পদত্যাগ করে দায়িত্বশীল ব্যক্তির পরিচয় দিয়েছিলেন।

আপনি তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রাখবেন না, আবার অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থার কোন প্রেসক্রাইবও গ্রহণ করবেন না, আবার এবিষয়ে কোন প্রকার পরামর্শ আসলেও তা গ্রহণ করবেনা না। যারা এসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তাদেরকেও গালমন্দ করেবন। তারা নিশ্চয় জনগণের কথা ভেবেই পরামর্শ দিয়ে থাকেন। তারমানে আপনি জনগণের দাবী মানবেন না।

আপনি Talk-Show-এর সমালোচনা করছেন, মিডিয়ার কোন সংবাদ বিশ্বাস করছেন না তাহলে আপনি কার কথা বিশ্বাস করছেন? এগুলো বিশ্বাস না করলে কোটি কোটি জনগণ কি চাই তা জাননেব কি কিরে? আপনার মন্ত্রীপরিষদ, উপদেষ্টামন্ডলী যারা আপনাকে ঘিরে থাকেন, তারা সম্ভবত ঐসব কথা আপনাকে বলেননা যা শুনতে আপনি পছন্দ করেন না। অথবা আপনার সামনে আপনার সরকারের চেহারাটা তুলে ধরেত চাননা যা দেখে আপিন ভীত হন। যারপরনাই তারা সম্ভবত আপনার সামনে সত্যটা তুলে ধরেননা।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেখানে যান সেখানে কখনই লোডশেডিং হয়না, আপনি যেখানে যান সেখানে কখনই যানজট হয়না। হয়তোবা আপনি যেখানে যান সেখানে মানুষের কখনও কোন সমস্যাও হয়না। আপনি যেখানে যান সেখানে শুধু মানুষের ঢল দেখতে পান যারা করতালিতে আপনাকে অভিনন্দিত করে থাকে। যাদেরকে আপনি আপনার সমর্থিত গোষ্ঠী মনে করেন। আপনার মাথায় রাখা উচিৎ মানুষের ঐ ঢল আপনার সরকারের বা দলের যে জনপ্রিয়তা তার বাঁধ ভেঙে আপনার সরকার বা দলকে ডুবিয়ে দিতে পারে। যে মানুষগুলো ভোট দিয়ে আপনাকে প্রধান মন্ত্রী করেছে তাদের কথা শুনুন আপনি ভাল থাকবেন এবং ঐ মানুষগুলোও ভাল থাকবে।

আমি জানি আমার মত অতিসামান্য মানুষের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কখনও পৌঁছাবে না তারপরও বলার ইচ্ছাটা দমন করেত পারলামনা।

সকলকে ধন্যবাদ।

If you are practical there is no different between today’s and tomorrow’s Dawn.

If optimist you can see a new dawn that will be Visualize as true, beauty & love in the form of new sun.

Wishes a happy new year i.e. 2013

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ক্ষমতার কুহরে
ছুটে মন লালসায়
আঁকড়ে ধরে তারে
খাল কাটি বিছানায়
চৈনিক প্রবাদ

শুভ নববর্ষ ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

আলমগীর_কবির বলেছেন: Excellent!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

মাসুদুর রহমান রানা বলেছেন: আমরা প্রায় সবাই আপনার সাথে একমত। তবু ও আমরা তাহাদের লোভের কাছে পরাজিত। সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগের দলীয় প্রধান তিনিই নির্বাচিত হয়েছেন। তার ক্ষমতার লোভ ই তো শেষ হয় না। আর এই দেশে সেই ভাল যে গুন গাইতে পারে।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

সরদার হারুন বলেছেন: How fine the post is !

prime minister is waiting to hear your valuable advice.Of course it is
mere my thinking.

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

আলমগীর_কবির বলেছেন: I also hope as like as of you the honorable prime minister is ready to here you and me.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.