![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।
মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি কিন্তু লিখিনা এই কারণে যে-বিভিন্ন ব্লগে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু কবিতা পড়ি যা পড়ে আমি মুগ্ধ হয়ে যায়। অসাধারণ সব লেখা।যার ভিড়ে আমার লেখা খুব সহজেই হারিয়ে যাবে।
আজ সাহস করে আমার লেখা একটি কবিতার অংশ বিশেষ পোস্ট করলাম যদি আপনারদের উৎসাহ পাই তাহলে লিখবা, না পেলে লিখবা না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আমাকে আমার লেখা বিষয়ে ফিডব্যাক দিন। ভাল ফিডব্যাক পেলে পুরো লেখাটা পোস্ট করব।
বড্ড মনে পড়ে সেই দিনের কথা। স্মৃতির দরজাগুলো যখন খুলে দেই,
যে প্রজাপতিরা সময়কে কাঁধে নিয়ে, উল্টো পথে
হারিয়ে যেতে ভালবাসে। আমি তার পুচ্ছ ধরে
উড়তে উড়তে ফিরে যাই সেই শৈশবে।
যখন বৃষ্টিগুলো খেলা করত তরুণী বৃক্ষ পাতার সাথে।
আর আমি খেলতাম উন্মত্ত সেই বৃষ্টির সাথে। যে অনেক
পূর্বেই তা সঙ্গিকে হারিয়ে আমার গায়ে পড়ে সঙ্গি হওয়ার প্রায়াস পেতো।
সেই দিনগুলিই বড্ড বেশি ভাল ছিল।
আর এখন, ঔপনিবেশিক নৃপতির সূচিত স্যূট টাই পরে,
স্বেত বিল্ডিং-মায়া হীন ছায়ায় বসে নীল পরিীদের পাখা গুণি বা বিশ্ব ভ্রমি।
পাখা গুণতে গুণতে বা ভ্রমণে ক্লান্ত হয়ে তখন ঘুমের মাসিরা নিয়ে যায়,
সেই পাঠভবণ পালানো ইক্ষু ক্ষেতে, যেখানে আমি আর পিঁপড়ারা মিলে মিশে পানশালা
গড়ে তুলতাম আর পরম আয়ুর সময়ের সুতোয় নিষ্ফল মালা গাঁথতাম।
অত:পর
বাড়ীতে বাবার বকুনী, পাঠশালায় শিক্ষকের বকুনি, পত্রে প্রণয়ীর বকুনি; সবই
সায়াহ্নে মায়ের মন্ত্রণা প্রীতি, মনের মর্মপিড়া নিপীড়িত হয়ে তারার দেশে আশ্রয় খুঁজত।
তাই সেই দিনগুলিই বড্ড বেশি ভাল ছিল।
©somewhere in net ltd.