![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।
অশ্বত্থের শাখে বসে কাকটির তিক্ষ্ণ দৃষ্টি আম জনতার কুঠির কোনে।
উচ্ছিষ্টের আবজর্নাগুলো কখন সে ছুড়বে তার আবর্জনালয়ে,
তিক্ষ্ণ দৃষ্টি তার।
জনতা আবর্জনাগুলো ছোড়ে আবর্জনালয়ে,
সে খায় আর তাজা হয়।
শক্তিও সঞ্চার করে।
সময়ের সঞ্চালনে অশ্বত্থের শাখাও শক্ত হয়,
ভার বইবার শক্তি সঙ্কলনে অশ্বত্থ ব্যপৃত হয়।
অশ্বত্থের শাখাটি যখন দিনে দিনে বেড়ে উঠা দীর্ঘকায়ী
কাকের ভার বইতে অস্বীকৃতি জানায়,
কাক তখন উচ্ছিষ্টের উচ্ছিষ্টাংশ শাখার শক্তি সঞ্চারে
অবলিলায় শর্তযুক্ত স্বত্বে উৎস্বর্গ করে।
কাক বড় হয় জনতার উচ্ছিষ্টে,
শাখা বড় হয় কাকের উচ্ছিষ্টে।
কাকের ভার বাড়ে,
শাখার ভার বাহন ক্ষমতাও বাড়ে।
কাক আজ হৃষ্ট পুষ্ট তুষ্ট,
চিত্তে তার নব আশা,
উচ্ছিষ্ট সে আর খাবেনা।
যাদের উচিছষ্টে সে হৃষ্টপুষ্ট,
তাকেই করবে তার আহারের উচ্ছিষ্ট।
সন্দিগ্ধ আশা আর নিঃসংশয় প্রত্যয়,
আহার সে করে,
তার আহারের পাত্রে আজ বুভুক্ষ আমজনতা;
সেই আহারে আজ সে হৃষ্ট পুষ্ট অতি তুষ্ট।
তার বুকে নতুন আশা, নতুন স্বপন, নতুন ভাষা।
ফলদী উচ্ছিষ্টের ফলদায়ীকে সে আহার করেছে।
এই অভ্যাসে তার তার উদোর হয়েছে বড়
অশ্বত্থের শাখাও আজ আরও শক্ত;
সবচেয়ে ভারী শক্ত জিনিষ ভক্ষণে সে প্রস্তুত
ঠোঁটে ঝুলাবে এখন লাল সবুজের মানচিত্র।
আলমগীর কবির
দর্শনা, চুয়াডাঙ্গা
6/14/2013 10:04 PM
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++