![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-০৬-২০১৩
সংবাদটির লিংক :
Click This Link
ড. ইউনুস সম্পর্কে অর্থমন্ত্রী কি বলেছেন সেটা আপনি গুরুত্ব না দিলেও উনি যে একজন পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠেছেন তা এই বাক্যটি ‘সরকার কী চায়, সেটা হবে না; জনগণ কী চায়, তা হবে।’ তাই প্রমাণ করে।
আর যারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে বলেন বা মনে করেন যে গ্রামীণ ব্যাংকের ৯০ ভাগ শেয়ার হোল্ডার এই ব্যাংকের সাধারণ দরিদ্র নারী সদস্যর। তারা যে বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ সে গুলো হলো ১) আপনি শেয়ার হোল্ডারের সংজ্ঞা জানেন না ২) আর যদি শেয়ার হোল্ডারের সংজ্ঞা জেনেও থাকেন আপনি এটা জানেন না যে শেয়ার হোল্ডারের সংজ্ঞা অনুযায়ী কোন ভাবেই এই ব্যাংকের নারী সদস্যারা শেয়ার হোল্ডার নন ৩) আপনি হয়তো জানেন না যে, যে কারণে গ্রামীণ ব্যাংকের সদস্যদেরকে শেয়ার হোল্ডার বলা হয় তাহলো সদস্যদের সঞ্চয় জমা রাখার জন্য। যা কোন ভাবেই শেয়ারের সংজ্ঞা অনুযায়ী শেয়ারের অংশ হিসাবে পরিগণিত হয়না ৪) আপনি হয়তো এটাও জানেননা যে এই সঞ্চয় সদস্যরা গৃহীত ঋণের বিপরীতে দিতে বাধ্য থাকে। ৫) ঋণের বিপরীতে যে সঞ্চয়টি আবশ্যিক ভাবে গ্রহণ করা হয় তা সদস্য কর্তৃক গৃহীত ঋণের নিরাপত্তার জন্য অতএব জামানত ছাড়া গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে এই তথ্যটাও সম্পূর্ণ অসত্য; কথা সত্য ঋণের এই জামানতকে আপনি যথেষ্ঠ নমনীয় জামানত বলতে পারেন। ৬) এই সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয় অতএব এই সঞ্চয়কে আপনি কোন ভাবেই শেয়ারের অংশ বলতে পারেন না।
আর আপনি নিশ্চিত থাকুন ওনার উচ্চারিত বাক্যের মত উনি খুব শিঘ্রই এই দেশের সাংবিধানিক ভাবে সর্বোচ্চ সম্মানজন পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। সেটা হলে একদম খারাপ হবে আমি তা মনে করিনা। উক্ত পদের জন্য অনেকের চেয়েই উনি যোগ্য ব্যক্তি হবেন। আর যাইহোক পশ্চিমাদের উনার সম্পর্কে একটা উচ্চ ধারনা আছে।
বি. দ্র. তবে হ্যাঁ এই কথা স্বীকার করতেই হবে যে ক্ষুদ্র ঋণ হয়তো এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিছুটা ভূমিকা রেখেছে।
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৮
মোমের মানুষ বলেছেন: গ্রামীন ব্যাংক নিয়ে কোন
চইলত না
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
আলমগীর_কবির বলেছেন: ভাই এই শব্দটার অর্থ ঠিক বুঝিনা। বোঝাবেন?
৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৩
আলমগীর_কবির বলেছেন: ভাই এই শব্দটার অর্থ ঠিক বুঝিনা। বোঝাবেন?
৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১১
সাহাদাত উদরাজী বলেছেন: িনি আর কি বলতে পারতেন?
২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৫
আলমগীর_কবির বলেছেন: তিনি আর কি বলতে পারতেন তার চেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টাতে একথা বলার অর্থ ওনি কোন একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ত্ব করছেন। কারণ এই সময়টাতে একটি দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন। তবে হ্যাঁ সরকার ও কিন্তু ড. ইউনুসের সাথে সঠিক আচরণ করছে না।
৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৩
আমি ব্লগার হইছি! বলেছেন: যার বন্ধু আমেরিকা, সে কখনো নিজের দেশের ভালো করতে পারবে না। নিজের দেশ কে যে যত বেশী বাশ দিতে পারবে সে আমেরিকার তত বড় বন্ধু।
২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৫
আলমগীর_কবির বলেছেন: আপনার সাথে দ্বিমত পোষন খুব বেশি সুযোগ আমার নেই।
৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১
জাহি বলেছেন: কইটা নোবেল প্রাইজ পাইচস তরা , ড. ইউনুস নিয়া ফাইজলামি করস জত সব বালের দল
২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫১
আলমগীর_কবির বলেছেন: ভাইজান ইউনুস নিয়া তো ফাইজলামি করা হয় নাই। এই ভদ্রলোকের সাথে সরকার ফাজলামী করছে আর এই ভদ্রলোক দেশের সাথে ফাজলামী করছে। আর নোবেল পেয়ে তো আর উনি স্বর্গের দূত হয়ে যাননি যে উনার সম্পর্কে কিছু বলা যাবে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৩
আলমগীর_কবির বলেছেন: তথ্যগুলো জেনে রাখুন গ্রামীণ ব্যাংক সম্পর্কে সামান্য কিছু ধারনা পাবেন।