নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

একটি ফ্যাসিবাদী সরকারের যে সকল বৈশিষ্ট্য থাকে তা নিম্নরুপ:

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১১


1. একনায়কতন্ত্র: সব ক্ষমতা একজন ব্যক্তি বা একটি ছোট দলের হাতে কেন্দ্রীভূত থাকে।

2. জাতীয়তাবাদ: নিজ দেশকে অন্য সব দেশের চেয়ে উচ্চতর বলে মনে করা হয় এবং এই জাতীয়তাবাদের নামে অন্য জাতি বা গোষ্ঠীর উপর নিপীড়ন চালানো হয়।

3. প্রোপাগান্ডা: ফ্যাসিবাদী সরকার প্রোপাগান্ডা ব্যবহার করে জনগণের মনোভাব ও মতামতকে নিয়ন্ত্রণ করে। তারা প্রায়শই ইতিহাসকে পুনর্লিখন করে এবং মিথ্যা তথ্য প্রচার করে।

4. সামরিক শক্তির প্রাধান্য: সামরিক বাহিনীকে খুব শক্তিশালী করা হয় এবং সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।

5. বিরোধী গোষ্ঠীর প্রতি অত্যাচার: সংখ্যালঘু বা বিরোধী গোষ্ঠীগুলিকে দমন করা হয়, এবং তাদের অধিকারকে লঙ্ঘন করা হয়। ফ্যাসিবাদী সরকার প্রায়শই বর্ণবাদী বা ধর্মীয় বৈষম্যকে উস্কে দেয়।

6. মিথ্যাচার ও প্রচার: জনগণকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার ও প্রচারণার ব্যবহার করা হয়।

7. অর্থনৈতিক নিয়ন্ত্রণ: অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ফ্যাসিবাদী সরকার প্রায়শই কর্পোরেট স্বার্থ এবং রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ব্যক্তিগত বা স্বাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

8. কর্মী সংগঠন ও স্বাধীনতা ক্ষুণ্ন: শ্রমিক সংগঠন ও স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়।

9. ধর্মীয় মৌলবাদ: অনেক সময় ধর্মীয় মৌলবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়।

10. গোপন পুলিশ: রাজনৈতিক বিরোধীদেরকে গোপনভাবে নির্যাতন ও হত্যা করার জন্য গোপন পুলিশ ব্যবহার করা হয়।

11. সেন্সরশিপ: মিডিয়া ও সাহিত্যে সেন্সরশিপ আরোপ করা হয়।

12. আদর্শিক একত্ববাদ: ফ্যাসিবাদী সরকার একটি নির্দিষ্ট আদর্শ বা মতবাদকে দেশের জন্য একমাত্র পথ বলে ঘোষণা করে এবং অন্য সব মতাদর্শকে নিষিদ্ধ করে।


ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন দেশে বিভিন্ন রূপ দেখা যেতে পারে, তবে উপরের বৈশিষ্ট্যগুলো সাধারণত সব ফ্যাসিবাদী সরকারে দেখা যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৯

রিফাত হোসেন বলেছেন: উপরের ২য়, ৪র্থ, ৯ম যথাক্রমে জাতীয়তাবাদ, সামরিক শক্তির প্রাধান্য,ধর্মীয় মৌলবাদ। যা আওয়ামীলীগে প্রাধান্য পায় নি। কিন্তু শেষ দিনগুলোতে বা বিপ্লবের প্রাক্কালে ৩টি-ই প্রয়োগ করার চেষ্টা করা হয় কিন্তু এগুলোর প্রভাবে তারা তাদের আগের অবস্থানে ফেরত যাবার সম্ভাবনা খুবই যৎসামান্য। যেহেতু ৭১ এর স্বাধীনতার বিরোধী গোষ্ঠী ১৫-২০ বছর পরও ফেরত আসতে পেরেছে ও টিকে গিয়েছে, এটা আওয়ামীর ক্ষেত্রেও প্রযোজ্য। তারাও টিকে থাকবে, ক্ষমতার স্বাদ আবারও পাবে। তবে তা শেখ হাসিনা যে শিখরে পৌছুতে পেরেছেন,ঠিক অপমানিত হয়ে সেই উচ্চ স্থান থেকেই পতিত হয়েছেন। এটা উনার প্রাপ্য হিসেবে প্রতিফলিত হয়েছে।

২| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৭

প্রগতি বিশ্বাস বলেছেন: চমৎকার মূল্যায়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.