নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম ছাড়া; দেশ ও জনগণের উন্নতি কামনা করা যায় না।

মজুমদার আলমগীর

মজুমদার আলমগীর › বিস্তারিত পোস্টঃ

ফুলের কলি

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০

চলার পথে দ্বারপ্রান্তে যাই পৌঁছে। অনেক দূর এগিয়ে গেছি। পথের মাঝে অনেক কিছু রেখে এসেছি। পিছনে ফিরে তাকালাম; এসেছি অনেক দূর এগিয়ে। সামনে সু-উচ্চ মাঞ্জিল; দেখা যায় অনেক দূর এখনো বাকী রয়ে গেছে। মনে পড়ে যায় কলুষিত মনুষ্য সমাজতত্ত্ব। যে তত্ত্ব পরিস্ফুটিত ফুলের কলিকে ফুটতে বাধা দেয় অভিরাম। অপ্রকাশ্যে হয়ে যায় অনেক ঘটন; তত্ত্বের অগোচরে, প্রকাশহীন থেকে যায়। অবুঝ মন অজান্তে পাখিদের সাথে ভালবাসা বিনময় করে ফেলে, হয়ে যায় সবার গোচর। নিষ্পেষিত হয়ে পরে। পরিস্ফুটিত ফুলের ঘ্রাণে ভরে যাবে বাগান। মাঞ্জিলের দেখা হয়তো পেয়ে যাবে একদিন। মনুষ্য সমাজতত্ত্ব বাহবা দিতে থাকবে।

“সামনে সু-উচ্চ মাঞ্জিল; অনেক দূর এখনো বাকী।
মনে পড়ে কলুষিত মনুষ্য সমাজতত্ত্ব।
যে তত্ত্ব পরিস্ফুটিত ফুলের কলিকে
ফুটতে বাধা দেয় অভিরাম।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.