নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম ছাড়া; দেশ ও জনগণের উন্নতি কামনা করা যায় না।

মজুমদার আলমগীর

মজুমদার আলমগীর › বিস্তারিত পোস্টঃ

এক যুবক

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭


যুবকঃ হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে শুধু চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না,কি করবো হুজুর?
হুজুরঃ তাহলে এক গ্লাস দুধ ভরে নিয়ে আস,এমন ভাবে আনবে যাতে পড়ে পড়ে অবস্থা কিন্তু পড়ে না যেন।
যুবকঃ আনছি হূজুর। হূজুরঃ এক গ্লাস দুধ নিয়ে এক কিলোমিটার যাবে এবং ফিরে আসবে তোমার সাথে লাঠি সহ একটি লোক থাকবে, যদি এক ফোটা দুধ পড়ে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে।
যুবকঃ ঠিক আছে। ছেলেটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে,কোন দিক তাকায় নাই,এক ফোঁটা দুধও পড়ে নাই।
হুজুরঃ এই রাস্তায় কয়টি মেয়ে দেখছ?
যুবকঃ একটি মেয়েও দেখি নাই।
হুজুরঃ কেন দেখ নাই?
যুবকঃ কারণ এক ফোটা দুধ পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে।
হুজুরঃ ঠিক.............. আল্লাহ্'কে এভাবে ভয় করতে হবে,তাহলেই তুমি তোমার চোখকে হেফাজত করতে পারবে!
আল্লাহ তায়ালা আমাদের সকলের চোখকে হেফাজত রাখার তাওফিক দান করুন। আমিন। (সংগৃহিত)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.