নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম ছাড়া; দেশ ও জনগণের উন্নতি কামনা করা যায় না।

মজুমদার আলমগীর

মজুমদার আলমগীর › বিস্তারিত পোস্টঃ

আদনান ও তার পিতামহ

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮



অনেক অপেক্ষা আর সাধনা পর সবার মাঝে এলো আদরের ধন- আদনান। বাবা-মা খুশি, নতুন রূপ সাধন হওয়াতে; দাদা-দাদু খুশি, নাতী এসে দাদা-দাদু হওয়ার সুবাদে।

রাত আনুমানিক ২.৩০ মি.- গভীর রাত। সবার ঘুম ভেঙ্গে গেল। বাবা-মা চেঁচামেচি করছে। বাবুর কি হলো, বাবুর কি হলো? অনেক চেষ্টার পর কান্না বন্ধ হলো। প্রায় সময় রাত-দিন এমন হঠাৎ হঠাৎ বাবুর কান্নায় বাব-মা অস্থির হয়ে যায়। অনেক ডাক্তার দেখানো হলো। কোন কাজে আসছে না। কখনো জ্বর-সর্দি, কখনো নিমোনিয়া, কখনো আবার পেটে সমস্যা; সাথে কান্নার আওয়াজ সবাইকে হাঁপিয়ে তুলছে। সবাই বেশ চিন্তিত। অনেক টাকা-পয়সা খরচ হয়ে যাচ্ছে; কোন ফলপ্রসু হচ্ছে না। বিদেশে নিয়ে যাওয়ারও প্রচেষ্টা করছে সবাই। অবশেষে চিকিৎসা শেষে ফিরে আসে দেশে।

প্রতিনিয়ত ভাল ফল-মূল ঘরে আসে; ভালো খাবার-দাবার হয়। ভালো পোশাক-আশাক; জুতা জোড়ার স্তুপ। বাব-মার কপালে ঠিকমত জোটে না ভালো খাবারের অংশ বা কোন ফলমূল। জোটে না নূন্যতম কাপড়-চোপড়। জোটে শুধু অসহায়ত্বের কালো ছাউনি।

বৃদ্ধ বাবা-মা ঘরে সামান্য অসুখে ভোগছে; সেক্ষেত্রে কোণ খোঁজ খবর নেই। বাবা-মা সন্তানের কাছে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছে কাকুতি-মিনতি স্বরে। যখন সন্তান থেকে অপ্রলাপ পায়- আমি ছাড়া কি আপনাদের আর সন্তান নেই; শুধু আমার কাছেই বলেন?
মনের মাঝে কষ্ট দানা বেঁধে যায়। বোবা কান্না মুখে ভর করে। মনের ভিতর বেজে উঠে- “আহ! তুই যেমন তোর ছেলের জন্য এত চেষ্টা করিস; এত কষ্ট করিছ, আমরাওতো তোর জন্য এমনই করেছি। দিন নাই, রাত নাই; কষ্টের সংসারে তোকে কষ্ট করে লালন –পালন করেছি। আজ তুই আমাদের ভূলে যাওয়ার মত হয়েছিস”। কষ্টের দানার আঘাতে হু-হু করে চোখ দিয়ে পানি চলে আসে।

এমন অসংখ্য ঘটনা ঘটে যায় আমাদের চোখে সামনে। যা নির্বোধ এই বিবেক সাড়া দেয়না। চিৎকার দিয়ে কান্না আসে। সবার বিবেকের কাছে প্রশ্ন করা হলে-

সামান্য প্রচেষ্ঠা হতে পারে বাবা-মার পক্ষ থেকে নিজের জন্য কিছু পাওয়া- আর্শীবাদ (দোয়া)।

আসুন সবাই বাবা-মার সেবা-শশ্রুষার জন্য মহান প্রভূর কাছে প্রার্থণা করি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: বাবা মার পরে আর কে আছে?? কেউ নাই।কেউ নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মজুমদার আলমগীর বলেছেন: জীবনের সর্বাত্মক প্রচেষ্ঠা হওয়া উচিত পিতা-মাতার কল্যাণে..

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

আতোয়ার রহমান বাংলা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট ভাই

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

নজসু বলেছেন:



আল্লাহ না করুন বড় হয়ে আদনান যখন তার মা বাবার সাথে ঐ রকম আচরণ করবে
তখন তারা বুঝতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.