নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্ত করো হে সবার সঙ্গে
বাংলা বইয়ের ইংরেজি নাম খুবই বিব্রতকর।
বাংলা ভাষার বিকাশের জন্য বইয়ের ভূমিকা অপরিসীম। বর্তমানে বাংলাসাহিত্যের অধিকাংশ নতুন বই প্রকাশিত হয় একুশে বইমেলায়। বইমেলা হলো সবার হাতে বই পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশে বই মেলা উপলক্ষে নানান ধরনের বই বের হয়। এছাড়াও বিভিন্ন সময় কিছু বই প্রকাশিত হয়।
ইদানিং বেশ কিছু বই লক্ষ করা যাচ্ছে যেসব বইগুলো বাংলা ভাষায় হলেও বইয়ের নাম ইংরেজিতে। বইয়ের নাম দেখেই অনেকে বই কিনছেন। বেচাকেনা ভালো হওয়ায় লেখকেরা লাভবান হচ্ছেন এবং ইংরেজি শব্দ ব্যবহারের দিকে ঝুঁকছেন।
যেসব লেখকেরা বাংলা বইয়ের ইংরেজি নাম দিচ্ছেন আসলে বাংলা সাহিত্যে তারা লেখক হওয়ার যোগ্যতাই রাখেন না (দুঃখিত, এমন একটা লাইন লেখার জন্য)।
ভাই, এতোই যদি ইংরেজি শব্দ ব্যবহারের শখ তবে বাংলা সাহিত্যে কী প্রয়োজন? ইংরেজি বই লিখুন। বাংলা বইয়ের ইংরেজি নাম দেখে মনে হয় বাংলা শব্দ ভান্ডারে খুবই অভাব কিংবা দারিদ্রতা চলছে।
বাংলা ভাষা কি সত্যিই ভিক্ষুক হয়ে গেছে? একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের এই দরিদ্রতা বাংলা ভাষার নাকি সাহিত্যিকদের মননশীলতার?
© আলমগীর কাইজার
০৪.০২.২০১৯
ছবিঃ গুগল
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০
আলমগীর কাইজার বলেছেন: আপনার মন্তব্য সুন্দর কিন্তু কিছু শব্দ যে বাংলা নয় সেটা স্পষ্ট। বিভিন্ন ভাষা মিশিয়ে ফেললে ভাষার অস্তিত্ব নষ্ট হয়।
সুন্দর মন্তব্য ধন্যবাদ রইলো।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৪
এস এম ইসমাঈল বলেছেন: এরকম কয়েকটা বইয়ের নাম দিলে ভাল হয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৮
আলমগীর কাইজার বলেছেন: বইয়ের নাম দিয়ে লেখকদেরকে বিব্রত করতে চাই না। মেলায় গেলে অহরহ দেখতে পারবেন।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: যেমন??
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০
আলমগীর কাইজার বলেছেন: ভাই, বইয়ের নাম বলতে চাচ্ছি না। তবে বেশ কিছু প্রেরণাদায়ক বই দেখছি, তুমুল জনপ্রিয় হয়েছে। বইগুলোর নাম বাংলায় রাখলেও পারতেন।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩
আরোহী আশা বলেছেন: নাম বলেন...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
আলমগীর কাইজার বলেছেন: মোটিভেশনাল বইয়ের খোঁজ নিন। যেকোনো লাইব্রেরিতে গিয়ে বলুন, সবচেয়ে বেশি বিক্রিত এবং জনপ্রিয় বইগুলো দেন। আশা করি পেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
এস এম ইসমাঈল বলেছেন: ওরা ইংরেজের তল্পিবাহক বাংরেজ না ইধাারকা না উধাারকা, না ঘরকা না ঘাটকা। এক ইংরেজ সাহেব কত সুন্দর বলেছেন, তারা পোষাক আসাকে হবে ইংরেজ,আর মন ও মননে হবে বাংগালী। এক কথায় ওরা হবে ইংরেজদের চাটুকার বা মোসাহেব। সত্যিই সেলুকাস ...................