| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ আলমগীর
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮ ) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমুহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান না করলে আরো বেশি কইরা ঢুকব, নিজে তো গুতাগুতি করবই; এর পর আবার সাঙ্গ-পাঙ্গ সব নিয়া আইবো।

গেমার ভাইরা আপনারা আমার কান দুইটাকে দয়া করে একটু বাঁচান। গত ৭ দিন ধরে আমার ভাতিজা আমার কানের কাছে পেন-পেন শুরু করসে "গেমস ঢুকায় দাও"। আমি তো রীতিমত অতিষ্ঠ হয়ে গেলাম ওর জ্বালায়।
অতিরিক্ত পাকনামি করতে যেয়ে ফরমেট করার মাধ্যমে সব গেমস ডিলিট করে এখন কান্না-কাটি শুরু করসে। তাই আপনাদের শরণাপন্ন হইতে বাধ্য হইলাম।
অনেক খুজেছি কিন্তু এর ভিতরে কি ফরমেটের গেমস সাপর্ট করে তাই খুজে বের করতে পারি নাই।
বিশেষ দ্রষ্টব্যঃ এই জিনিষ চায়নার তৈরী ডুব্লিকেট (২নাম্বার) পিএসপি নামে পরিচিত।
প্লিজ কেউ আমাকে একটু হেল্প করেন। কারো কাসে যদি এই গেমস কন্ট্রলটির সাপর্টেড গেমস থেকে থাকে তবে একটু শেয়ার দিয়ে হেল্প করেন প্লিজ। অথবা যদি কোথাও থেকে ডাউনলোড করার অপশন থেকে থাকে তবে লিঙ্ক দিয়ে একটু সাহায্য করেন।
সবাই কে ঈদের শুভেচ্ছা, আর সাহায্যকারীকে অগাম ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মোহাম্মদ আলমগীর বলেছেন: গ্রুপে জয়েন করার জন্য রিকুয়েষ্ট দিয়েছি, তবে কোনো হেল্প পাব কি না তাই নিয়ে ব্যপক ভাবনায় আছি। ![]()
২|
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫
লিংকন১১৫ বলেছেন: ভাই গুগলে দেখছেন ?
পি এস পির গেম তো গুগলে খুজলে পাওয়ার কথা
নর্মাল ভাবে ইন করালেই গেম চলার কথা
১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১
মোহাম্মদ আলমগীর বলেছেন: এইটা তো অরিজিনাল পি.এস.পি না, এইটা চায়না প্রোডাক্ট। নোকিয়ার নকল যেমন নকলা তেমনি একটা প্রডাক্ট এইটাও।
এর গেম গুলো কিছুটা ডস মুডের গেমের মতন। আগের দিনের মোস্তফা গেম টাইপ। কিন্তু এই গেমস গুলোর ফরমেট আমার জানা নাই। জানা থাকলে গুগল মামুরে দিয়ে খুজায় বাহির করে ফেলতাম।
কি আর করা বলেন, ভাতিজা ইজ ইষ্টিল ক্রাইং। আর আমার মেজাজ ইজ কন্টিনিউয়াসলি রাইজিং।
৩|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১:১৬
লিংকন১১৫ বলেছেন: View this link
View this link
View this link
View this link
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
gazikaiser বলেছেন: ফেইসবুক এ ডেসপারেটলি সিকিং নামে একটা গ্রুপ আছে .।.।.।.। চেষ্টা করে দেখতে পারেন।..... https://www.facebook.com/groups/DSDhk/?fref=ts