নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২২

মসজিদে ঢুকতে হয় ডান পা দিয়ে আর বেরুতে হয় বাম পা আগ বাড়িয়ে। ডান হাত-বামহাতের কাজগুলোতেও নানা বিধিনিষেধ। এর সাথে কি split brain behaviour এর কোনও সম্পর্ক আছে?
.........

আচ্ছা gaseous substance এর কোনও life form কি সম্ভব?.....হুমায়ুন আহমেদের "বোতল ভুত" কি শুধুই আষাঢ়ে গল্প নাকি সায়েন্স ফিকশন বলে চালিয়ে দেয়া যায়? ভূতরা নাকি চাঁদের আলো খায়...চাঁদের আলোর পরিবর্তে bio-gas এবং ফসফিন হলে কি সায়েন্স ফিকশনের মত শোনায় ? আরেকটু নাটকিয়তা আনলে কেমন হয়? ধরুন এরা জীবনের একটা অংশ মানুষের মস্তিস্কে মিথোজীবী(symbiotic) হিসেবে কাটায়, আনন্দ-বেদনার ভাগীদার হয় এমন কি সহযোগিতাও করে। আপনি গাড়ি চালিয়ে অফিস থেকে বাসায় ফিরছেন, হটাত অন্যমনস্ক হয়ে গেলেন। কিন্তু সেই ভুতটা ঠিকই সকল বাধা-বিপত্তি কাটিয়ে বাকি পথটুকু ড্রাইভ করে বাসায় নিয়ে আসল। বাড়ি ফিরে ভুতটাকে একটা ধন্যবাদ দিলেন।
এই ভূতগুলোর জন্ম বৃত্তান্তও বড় অদ্ভুত। আপনি যখন আপনার সঙ্গীর সাথে স্বর্গসুখ রচনা করছেন তখন ভুত দুটিও নির্মল (?) আনন্দ উপভোগ করছে। কোথায় যেন পড়েছিলাম, "ভাইরাস পোষক দেহের বাইরে বংশ বৃদ্ধি করতে পারে না"। ভুতেরও এমনটা হলে ক্ষতি কি? আপনার ঘর আলো করে ফুটফুটে শিশুর সাথে একটা কদাকার ভুতও সাথী হলে খারাপ কি? তার উপর, এই নবজাতক ভূতের খোঁচা খেয়েই তো বাচ্চা প্রথমবার কেঁদে উঠে। ভুত তো আর তার আশ্রয় হারাতে চায় না, কি বলেন?

ভুতের চাইতেও আজিব হইল "blind sight". বিরল প্রজাতির এই পেসেন্টদের আগে পাগল ভাবা হত। কেতাবি ভাষায়, "a condition in which the sufferer responds to visual stimuli without consciously perceiving them"। ভিডিও দেখুন, কি করে "অন্ধ" ব্যক্তি কোথাও হোঁচট না খেয়ে সম্পূর্ণ অপরিচিত জায়গায় হেঁটে বেরাচ্ছে।(http://news.bbc.co.uk/2/hi/health/7794783.stm)

বিবিসি রিপোর্টার লিখছেন, "The study suggests we all use subconscious brain resources and can do things we think we are unable to do." ভুত কি সত্যি তাহলে আছে?

মিশরের ভূত বিজ্ঞানী(!) ডঃ রাশাদ খলিফা ( Biochemist এই ভদ্রলোকের University of California হতে phd ডিগ্রি ছিল) মনে করেন মানুষের মৃত্যুর পরে তার ভূত সঙ্গী মুক্তি পায় এবং অবাধে বিচরণ করে। এদের কেউ কেউ নাকি সাপের মস্তিস্কে আশ্রয় নেয়। বিজ্ঞানী সাহেব অবশ্য এদেরকে ভূত বলতে নারাজ। "জীন" শব্দ ব্যবহারেই তিনি অধিক সাচ্ছন্দ বোধ করেন।

(Inspired by a BBC documentary, "phantoms in the brain" by Neurologist Ramachandran....search in youtube and watch)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.