নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

একটি Wingnut এর ডিগবাজি এবং Dzhanibekov Effect: পশ্চিমে সূর্যোদয়?

২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭



সময়কাল ১৯৮৫, রাশিয়ান ম্পেস স্টেশন Salyut-7 এ মেরামত কাজ চলছে। স্পেস মিস্ত্রি Vladimir Dzhanibekov তার থলি থেকে wingnut সমেত একটি bolt বের করলেন। এরপর bolt থেকে nut টি খোলার জন্য একটু কসরত করতেই যা দেখলেন তাতে তার ভিরমি খাওয়ার যোগাড়। wingnut টি খোলার কিছু সময় পর একটি ডিগবাজি মেরে উল্টা ঘুরা শুরু করল। রাশিয়ানরা এই ঘটনায় এত ভয় পেয়েছিল যে, তারা বহুকাল তা জনসম্মুখে প্রকাশ করেনি।

উইংনাটের নাচন এবং তার ব্যবচ্ছেদ



ক্লাসিক্যাল মেকানিক্সে Intermediate Axis Theorem এ ডিগবাজির ঘটনার ব্যাখ্যা পাওয়া গেলেও পৃথিবীর উপর তার মিথস্ক্রিয়ার সম্ভাব্যতা বের করা খুব সহজ নয়। Principal Axis সমূহ বের করার জন্য পৃথিবীর নির্ভূল mass distribution জানা জরুরী। তাছাড়া এ distribution বিভিন্ন কারনে (অগ্নুৎপাত, পর্বত সৃস্টি,মেরু অঞ্চলে বরফের পরিমানের হ্রাস-বৃদ্ধি) পরিবর্তিত হয়। তবে Gravity measurement এর মাধ্যমে প্রাপ্ত পৃথিবীর Geoid Model দিয়ে দূধের স্বাদ ঘোলে মেটানো যায় বৈ কি।

EGM '96 Geoid Model দিয়ে ঘূর্নন Simulate করে পৃথিবীর ডিগবাজি দেখুন।
পশ্চিমে সূর্যোদয়? Simulation with Geoid, EGM '96

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

রূপম রিজওয়ান বলেছেন: কৌতুহলোদ্দীপক! দেখতে হচ্ছে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

শের শায়রী বলেছেন: লেখাটা কৌতুহলোদ্দীপক, কিন্তু আসলে কেমন যেন অসম্পূর্ন থেকে গেছে, এই টাইপের পোষ্ট দিলে কিছু জিনিসের সহজবোধ্য ব্যাখ্য দিলে বুজতে হয়। তারপরো আপনাকে ধন্যবাদ লেখার জন্য।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

নয়ন বিন বাহার বলেছেন: কোরআনে বলা আছে, সূর্য পশ্চিম দিকে উদিত হবে, এটার প্রমাণ তাহলে এই?

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটি সুন্দরভাবে আগাচ্ছিল কিন্তু কোথায় যেয়ে যেন থমকে গেল ! লেখাটা আরো একটু বড় হলে বোঝার ক্ষেত্রে আরো সুবিধা হতো। তারপরও অনেক ধন্যবাদ লেখাটি উপহার দেয়ার জন্য ।
শুভকামনা নিরন্তর।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

সাহাদাত উদরাজী বলেছেন: তেমন বুঝি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.