নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনিতে পারি নাই্। চিনিতে পারিলে বলিব।

আলামিন১০৪

আলামিন

আলামিন১০৪ › বিস্তারিত পোস্টঃ

এসো নিজে করিঃ How to become a saint

২০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৪৫

আব্দুল কাদের জিলানী (রঃ) এর কাছে এক ছাত্রের মা তার ছেলের খোঁজ নিতে আসল। তখন ছেলেটি দুপুরের খাবার খাচ্ছিল। মা দেখলেন, তার আদরের সন্তান একটি শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে আর পাশেই শিক্ষক মহোদয় মুরগী ভুনা দিয়ে রুটি খাচ্ছেন। ছেলেটির মা ভয়ানক চটে গিয়ে বলল, "এই কি আপনার শিক্ষা দানের নমুনা?" প্রত্যুত্তরে আব্দুল কাদের কিছু না বলে খাওয়া শেষ করলেন। তারপর মুরগির হাড়গুলো এক স্থানে জড়ো করে মুখে "হ্যাট হ্যাট" জাতীয় শব্দ করলেন। মহিলাটি বিস্ময়াভুত হয়ে দেখতে পেল, মুরগীটির হাড়গুলো সুবিন্যস্ত হয়ে তার উপর মাংস ও পালকের স্তর গজানো শুরু করল আর অল্পক্ষণেই মুরগীটি জীবিত হয়ে ছুট দিল। বড় পীর বললেন, "আপনার ছেলে যে দিন হাড় থেকে জ্যান্ত মুরগী বের করতে পারবে সেদিন সে মুরগী ভুনা খেতে পারবে।"

আমি যখন প্রথম এই গল্পটি পড়ি তখন একেবারেই বিশ্বাস হচ্ছিল না। আর এখন আমি যা জানি তা বললে আপনারা বিশ্বাস করবেন না.....
পবিত্র কোরানে আল্লাহ তা'আলা বলেন, "তোমাদের জন্য রোজা ফরয করা হল যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার"

আবার তিনি হাদিস এ কুদসি তে উল্লেখ করেন "রোজা শুধু আমারি জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব"

আরেক হাদিসে বলা হয়েছে, ""যে ব্যক্তি মিথ্যা কথা,অনুরূপ আচরণ ও জাহেলিয়াত বর্জন না করে, তবে তার পানাহার বর্জনের আল্লাহর কোনই প্রয়োজন নেই।"(বুখারী)

অথচ আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন। তাহলে, তো সব কিছু গিট্রু লেগে গেল...আসেন দেখি গিঁট খোলার চেষ্টা করি।
প্রথম আয়াতে আসলে বলা হয়েছে যে, রোজাকে ঐচ্ছিক না করে অবশ্য পালনীয় করার কারণ হল তাকওয়া তথা আল্লাহ্‌ ভীতি অর্জন। এখানে রোজার সাথে তাকওয়ার কোন সম্পর্ক নেই যা অনেকেই ভুল করেন।

কিন্তু, রোজাতে আল্লাহর কি প্রয়োজন? আল্লাহ্‌ তার বান্দাদের নিকটবর্তী হতে চান...আর আল্লাহ্‌ পানাহার থেকে পবিত্র....অলি আল্লাহগন দিনের পর দিন রোজা রাখেন, পঞ্চ ইন্দ্রীয়কে পুরোপুরি অগ্রাহ্য করতে শেখেন। আর আল্লাহ্‌ নিকট থেকে নিকটবর্তী হতে থাকেন...কিন্তু তিনি তো আমাদের জগুলার ভেইন থেকেও নিকটবর্তী। এর চাইতেও ঘনিষ্ঠ হওয়ার অর্থ কি? ......"...... যখন তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটা-চলা করে।"

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি কি মুরগী খান, নাকি এখনো রুটিকে পানিতে ভিজিয়ে খান।

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৩

আলামিন১০৪ বলেছেন: অবান্তর প্রশ্ন। আমার এ পোস্টের উদ্দেশ্য হলো রোজার আসল উদ্দেশ্য মুমিনদের জানানো। আপনি তো মুমিন নন।

২| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৪৭

রাসেল বলেছেন: ১ম অনুচ্ছেদে গল্পটির শিক্ষা কী।

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৬

আলামিন১০৪ বলেছেন: সত্যিকারের পীর-দরবেশের পেট বড় হয় না। পুর্বকালে সাধকগণ উপোস দিতেন।

৩| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি কি উনার মুরিদ?
তাহলে সেটা আমাদের সৌভাগ্য। কেননা, আপনি মুরিদ হলে বাজারে মুরগীর দাম কমে আসবে।
এটা একটা বিরাট লাভ আমাদের জন্য।

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৭

আলামিন১০৪ বলেছেন: আপসুস, মৃত্যুর পর আপনি সত্যই আফসোস করবেন।

৪| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪

নূর আলম হিরণ বলেছেন: কিসের সাথে কি রিলেট করলেন, কোন কিছুরই আগামাথা পেলাম না!

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৩৯

আলামিন১০৪ বলেছেন: রোজার বিষয়ে কোরান এবং হাদিসের বক্তব্য রিলেট করার ক্ষুদ্র একটি প্রয়াস।

আল-কোরআনের সুরা নমলের ৪০ নম্বর আয়াতে আরেকটি ঘটনার দৃষ্টান্তের উল্লেখ আছে। এক ব্যক্তি সুলায়মান আঃ এর সামনে চোখের পলক ফেলার পুর্বেই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসেন। কোরআনে বলা হয়েছে সে লোকটি কিতাবের বিশেষ জ্ঞানের অধিকারি ছিলেন।
আরেকটি হাদিসে বলা হয়েছে, একদল লোক তাসবিহ-তাকবীরের মাধ্যমে শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে, আমার ধারনা এঁরা হবে ঐ সমস্ত লোকজন।

৫| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৮

এম ডি মুসা বলেছেন: আমি সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করি কিন্তু অনেকবার ঠকি তাতে অনেক কষ্ট লাগে। কোরআনের ব্যাখ্যা দিয়েছেন ভালো লাগলো

৬| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৮

ধুলো মেঘ বলেছেন: যতসব বুজরুকি গল্প সব আব্দুল কাদে জিলানীর নামে চালানো হয়।

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৬:০২

আলামিন১০৪ বলেছেন: এরকম ঘটনা ঘটতে পারে
বাইবেলের বর্ণনায়, Believers will be given the power to perform miracles: they will drive out demons.. ; they will speak in strange tongues; if they pick up snakes or drink any poison, they will not be harmed; they will place their hands on sick people, and these will get well.

৭| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:



এই ধরণের গোজামিল ধরণের পোষ্টের বাজার আছে?

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৪১

আলামিন১০৪ বলেছেন: কোথায় গোজামিল দেখলেন?

৮| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আব্দুল কাদের জিলানী সম্পর্কে আর কি কি গল্প জানেন? বলতে থাকেন। মজা পেয়েছি! কিছু সময় হেসেছিও!

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৪৩

আলামিন১০৪ বলেছেন: একটা বই পড়েছিলাম ছোট বেলায়, তখন অবিশ্বাস্য মনে হয়েছে। এখন জানি এরকম ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। কিন্তু, অলিআল্লাহ গণ সচরাচর নিজেদের প্রকাশ করেন না।

৯| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: এটা আগে বহুবার পড়েছি।

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৬:০৭

আলামিন১০৪ বলেছেন: অংক- বিজ্ঞান অনেকে মুখস্ত করে নম্বর পায়, কিন্তু মমার্থ বুঝে না। ঠিক তেমনি অনেকে কোরআন-হাদিস পড়ে কিস্তু তা অন্তরে প্রবেশ করে না।

১০| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

নিমো বলেছেন: তা এই আজব গজব কিচ্ছা, বুয়েট নামক মাদ্রাসার কোন লেভেল কোন টার্ম আর কোন কোর্সে পড়ায় ?

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৬:১১

আলামিন১০৪ বলেছেন: আপনে কোন জায়গার তালেবর?

১১| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৪৯

নিমো বলেছেন: লেখক বলেছেন: আপনে কোন জায়গার তালেবর?
আপনে যেই জায়গার না। ;)

১২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১৪

জ্যাক স্মিথ বলেছেন: আমার গত ২ বছরের ব্লগিং অভিজ্ঞতায়, এর চেয়ে বাজে পোস্ট সামুতে আর একটিও দেখিনি, উপরের ওই গল্পের সাথে নিচের লেখার কোন যোগ সূত্রই নেই।

মুরগী খাওয়ার পর সে হাড্ডি থেকে আবার মুরগীর জন্ম নেওয়া এইসব ছেলে ভোলানো পোস্ট নিছক গল্প হিসেবে লিখা যেতে পারে কিন্তু তা বিশ্বাস করতে বলাটা বর্তমান যুগে রীতিমত অফেন্সিভ।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৯

আলামিন১০৪ বলেছেন: কোয়ান্টাম ম্যাকানিক্সের দুনিয়ায়, এর চেয়েও আজব ঘটনা ঘটে। আপনার পড়াশুনা কোন বিষয়ে?

১৩| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনি কি বুয়েটের একজন ইসলামিস্ট?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.