নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাগল

আল আমিন ২০১৬

আমি হাতুড়ে পাগল।

আল আমিন ২০১৬ › বিস্তারিত পোস্টঃ

জীবনের কিছু বাস্তব কথা। পার্ট- এক

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

এক। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে
মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।
'
দুই। বেশি দিন ভালবাসতে পারে না
বলেই ভালবাসার জন্য মানুষের এত
হাহাকার।

তিন। তুমি যদি কাউকে হাসাতে পার, সে
তোমাকে বিশ্বাস করবে। সে
তোমাকে পছন্দও করতে শুরু করবে।

চার। হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে
সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে
বুঝে নেয়।

পাঁচ। মানব-হৃদয় আয়নার মত। সে আয়নায়
ভালবাসার আলো পড়লে তা ফিরে
আসবেই।

ছয়। কাগজে-কলমে কোন সৌন্দর্যের
যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়।
সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে
হয়।

সাত। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা
আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী
হচ্ছে সে, যে কিছুই জানে না।

আট। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন
জটিল হয়ে যায়।

নয়। সব শখ মিটে গেলে বেঁচে থাকার
প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের
শখ মিটে গেছে তারা অসুখী।

দশ। যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর
সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য
জিনিসও মানুষকে অভিভূত করে
ফেলতে পারে।

১১। খুব বেশি সুন্দর কোন কিছু
দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও
বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে
তারা পৃথিবীতে প্রবেশ করে।

১২। যখন কেউ কারো প্রতি মমতা বোধ
করে, তখনই সে লজিক থেকে সরে
আসতে শুরু করে। মায়া-মমতা-ভালবা
সা এসব যুক্তির বাইরের ব্যাপার।

১৩। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে।
প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই
ভাল। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল।

১৪। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে,
উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে
না।

১৫। স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক,
সবসময়ই কষ্টের। দুঃখ-কষ্ট-বেদনা
ছড়াতে হয় না। ছড়িয়ে দিতে হয়
আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন। তবে
সুখস্মৃতি মনে রাখা তার চেয়েও একটু
বেশি কঠিন।

১৬। মোহের কাছে পরাজিত হওয়া ঠিক
নয়। কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে
অপরাজিত থাকে।

১৭। সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ।
বাস্তবতা যতই মধুরই হোক, স্বপ্নের
মত হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা
কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর
সেটার জন্য কাজ করতে হয় - এটা
হচ্ছে সত্যি।

১৮। প্রতিজ্ঞা করার আগে তাই একটু
হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে
হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই
শ্রেয়।

১৯। চোখের জলের মত পবিত্র কিছু নেই।
এই জলের স্পর্শে সব গ্লানি-মালিন্য
কেটে যায়।

২০। কিছু কথা শুধু নিজের ভেতর রাখো।
দ্বিতীয় কেউ জানবে না।
কোনভাবেই না। দুই জন জানলে
বিষয়টা গোপন থাকে। তিনজন
জানলে নাও থাকতে পারে। আর
চারজন জানা মানে সবাই এক সময়
জেনে যাবে।

আরো জানতে পড়ুন জীবনের কিছু বাস্তব কথা। পার্ট- দুই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.