![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রাণমন্ত্রী মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ স্বশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তাকে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবসরে পাঠানো হয়েছে।(অনলাইন বাংলা) জামাই এর অপকর্মের কারনে মন্ত্রী মায়ার পদত্যাদ করা উচিত।কিন্তু মায়া তারেক সাঈদ কে রক্ষা করতে চেস্টা করে যাচ্ছে এবং খুনের পরও মায়ার কারনে তারেক সাঈদের বিরোদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া সম্ভব হয়নি।বর্তমান সব খুন অপহরন গুমের সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত।সে হোক আওয়ামী লীগের নেতা কর্মী অথবা আওয়ামী পুলিশ অথবা আওয়ামী র্যাব অথবা আওয়ামী সেনা সদস্য।সবাই খুন অপহরন গুমের নেশায় উন্মাত হয়ে উঠেছে।
২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: ক্ষমতাশীল গোষ্ঠী যদি আসলেই জনতার জান মালের নিরাপত্তা চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান ; তবে অনুরোধ করব : র্যাবের যে সব কর্ম কর্তারা টাকা খেয়ে ভাড়াটে খুনীর কাজ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে / যাবে তাদের ক্রস ফায়ারে দেন
আর তাদের কে যে সব গড ফাদার রা পয়সা দিয়ে গুম কার্যে নিয়োগ করেছে তাদের গুম করে দেখান !
এর বিপরীতে যদি র্যাবকেই 'গুম' করে দেন তবে বুঝব পুরাটাই আপনাদের নিপূন পরিকল্পনা ! পুরাটাই লোক দেখানো খেল !
Click This Link
৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪০
সাইবার অভিযত্রী বলেছেন: অবসরে যাবেন।
এর পর রাজনীতিতে এসে দেশের সেবা করবেন ।
জয় বাংলা ।
৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২০
নিজাম বলেছেন: অন্যদেশ হয়ে মন্ত্রী পদত্যাগ করতেন। এই দেশে এই মন্ত্রীর পদোন্নতি হবে। খুনীরা পার পেয়ে যাবে।
৫| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩৯
সবুজ সাথী বলেছেন: তারেক সাঈদ বলির পাঠা। সবকিছুই গডমাদারের নির্দেশে হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:০১
মদন বলেছেন: অবসরে যাবেন। গুম, খুন, ঘুষের পরেও ভেতন ভাতা সুযোগ সুবিধা আরাম আয়েশের সব সুব্যবস্থা নিশ্চিত হলো।
জয়বাংলা।