নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

*****রাতের পরী******

১৬ ই জুন, ২০১৪ রাত ১:৪৭

সে যে ঘুম হারানো রাতের পরী

কত নাম যে আছে তারি।

সাজুগুজু করছে ভারী

সব সুখ যেনো মনেই তারি



সুখের মাঝেও দু:খ আছে

কয় না সে তা কারো কাছে।

আমরা কি কেউ বলতে পারি ?

গভীর রাতে ফিরবে বাড়ি



হয়তো কোন পশুর ফাদে,

নয়তো তারি পেটের টানে

কাজটি তাকে করতে হবে

আজ শুধু সে এটাই জানে।



মানুষ নামের নর পশু ,

তারি কাছে চায়যে কিছু

পেটের দায়ে বাধ্য সে আজ

করতে হবেই তাকেই সে কাজ।



আমরা যারা ভদ্র মানুষ,

দেই শুধু আজ তাদেরই দোষ

একটি বার কী ভাবতে পারি ,

কেন সে আজ রাতের পরী।



লিখাঃ প্রান্তিক চৌধুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.