নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই পড়িবে ততই শিখিবে

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি অতি নগন্য একজন মানুষ।

প্রান্তিক চৌধুরী

পড়তে আমার খুব ভালো লাগে। পড়তে পড়তে নিজের মাঝে লিখার একটা আগ্রহ জন্মায় সেই থেকেই কিছু লেখার চেষ্টা করি।

প্রান্তিক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রক্তে রাঙা বাংলা ভাষা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

১৯৪৭ সালের ৮ ই ডিসেম্বরের সেই সমাবেশ থেকে যে দাবীর হয়েছিলো শুরু,
"বাংলাভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে"
এই স্লোগানই দিয়েছিলো বাংলার সকল জনগন শিশু থেকে বুড়ো ।

পদে পদে সইতে হয়েছে কতই না কষ্ট যন্ত্রনা,
তবুও তারা মূলমন্ত্র থেকে পিছু হটাইনি পা খানা ।

১৯৪৮ সালের ১৯ এ মার্চ মোহাম্মাদ আলী জিন্নার রেসকোর্স ময়দানের সেই ভাষন
"উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়"
জ্বলা তোলে আরোও তখন, প্রতিবাদ করে বুঝিয়ে দেয় বাংলার দামল ছেলেরা ভিতু নয়।

ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবাদ চলতে থাকে চারটি বছর ধরে..
তবুও তারা মানছিলো না বাংলার লোক যে কথাটি বলে।

১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের ভাষণ দিয়ে
বাংলার দামালদের মনে জ্বালায় প্রতিবাদের আগুন,
আমতলার ঐ সিদ্ধান্ত সেদিন আন্দোলনের পূর্নতার পথে এগিয়ে নিয়ে দিলো দ্বিগুন ।

ভয়ে ওরা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি করে দিলো ১৪৪ ধারা জারি,
থেমে যায়নি তখনো তারা, আন্দোলন হয়েছিলো আরো ভারি।

শহীদ হয় রফিক, জব্বর , সালাম , বরকত ও আরো নাম না জানা অনেক,
রক্তদিয়ে অর্জিত হয় বাংলা ভাষা , ভাবো কি তা সময় নিয়ে ক্ষানিক।

গর্বিত আজ তোমাদের জন্য, মাথা উচু করে আজ বলি-
রক্তে রাঙা বাংলা ভাষা আজ আমাদের বুলি ।

_______________প্রান্তিক চৌধুরী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.