নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল-আমীন

আলআমীন নব্বই

আলআমীন নব্বই › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন বাংলার মাটিতে মাইকে বেজে ওঠলো পাকিস্তানি জাতীয় সংগীত......পাক সার জমিন সাদ বাদ

১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩২

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো লাখো শহীদের আত্মত্যাগে বিশ্বের মানচিত্রে নতুন এক দেশের সৃষ্টি হয়। লাল-সবুজের দেশ বাংলাদেশ।



স্বাধীনতার ৪০ বছর পর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এমন রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা যুদ্ধের অসামান্য ভূমিকা রেখেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাসীন অবস্থায় স্বাধীন দেশে মাইকে বেজে ওঠে পাকিস্তানী জাতীয় সংগীত!!!!!!



"পাক সার জমিন সাদ বাদ..................................................."



কক্সবাজারে সাফ মহিলা ফুটবল টুনামেন্টে ১৬ ডিসেম্বর ছিল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। বাঙালির এই গর্বিত দিনে স্বাধীন বাংলার মাটি বেজেছে পাকিস্তানি জাতীয় সংগীত। ম্যাচ শুরুর আগে মাইকে বেজে ওঠে 'পাক সার জমিন সাদ বাদ...।'



বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের মনে রেখাপাত না করলেও অনেকের মনে বিঁধেছে কাঁটার মতো, স্বাভাবিকভাবে ক্ষুব্ধ করে তুলেছে স্থানীয় সংগঠকদেরও। বিজয় দিবসেও পাকিস্তান জাতীয় সংগীতের সুরে কোনো আপত্তি দেখছেন না। বাফুফে পক্ষ থেকে টুনামেন্ট কমিটির সম্পাদক শওকত আলী খান জাহাঙ্গীর বলেছেন-'এটা নিয়ে আগে আলোচনা হয়েছিল, কিন্তু অনেকে বলেছেন কোনো সমস্যা হবে না'।



১৬ ডিসেম্বরের কথা ভেবে পাকিস্তানের ম্যাচটা এক দিন পিছিয়ে দিলেও বা কী সমস্যা হতো? টুর্নামেন্ট কমিটির সভাপতি মনজুর হোসেন মালুর জবাব, 'আজ (১৬ ডিসেম্বর) খেলা না হলে এখানে প্যারেড হতো। তা ছাড়া আমাদের আর্থিক ক্ষতি হতো।'



এ ক্ষতি পোষানোর জন্যই বিজয়ের দিনে পাকিস্তানি জাতীয় সংগীত!



যা বলতে চাই-

বাংলাদেশের মানুষ খেলায় রাজনীতি টানা পছন্দ করে না যেমন সত্যি তেমনি ক্রিকেটে পাকিস্তানে অসংখ্য সমর্থক ও পাকিস্তানি খেলেয়ারদের ভক্তও কম নয়, কিন্তু পাকিস্তানি জাতীয় পতাকা কথনো বাংলার আকাশে কেউ উড়ানি। কেন উড়ানি তা বলার প্রয়োজন নেই। কারণ বাঙালি যতই পাকিস্তানের সমর্থক হোক না কেন বাংলার মাটিতে সে দেশের পতাকা উড়ানোর চিন্তাও আমাদের মাথায় আসেনি। আর ঐতিহাসিক ১৬ ডিসেম্বরে কিনা বাংলার মাটি বাজেঁ পাকিস্তানি জাতীয় সংগীত!!!!!!!!!!!!!!!!!!!



মক্তিযুদ্ধের সপক্ষের প্রকৃত শক্তি কে?

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-২০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৪

আতা63 বলেছেন: ছাগল কোথাকার। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে আন্তর্জাতিক রীতি মানতে হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৩

আলআমীন নব্বই বলেছেন: বেড়া কোথাকার। আন্তর্জাতিক টুনামেন্ট হোক আর বাল হোক বিজয় দিবসের দিনে পাকিস্তানি জাতীয় সংগীত!!
নব্য রাজাকার না হইলে তুমার মধ্যে স্বাধীনতার চেতনা নাই।
রাজনীতির প্যাচাল বাদ দিয়া ব্লগে মন্তব্য করিয়ো।
বুঝলা গাদা

২| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৬

রাজিয়েল বলেছেন: বলদা

১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৬

আলআমীন নব্বই বলেছেন: তুমি আমার লেখার বিষয়বস্তু বুঝ?

তোমার পিতা যে দিন মারা যাবে সেদিন তুমি বিয়া করবার পারবা?
সুন্দরী নাচে কমর দোলাইয়া....গান গাইবার পারবা।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৮

রাতের_আকাশ বলেছেন: মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৪

চে গুয়েভারা ২ বলেছেন: +দিলাম তয় বলদামি কমান

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৮

আমি মদন বলেছেন: বিএনপি জামাত ক্ষমতায় থাকলে খবর ছিল।

১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০০

আলআমীন নব্বই বলেছেন: ভাইজান আপনি অনেকটা বাস্তবভিত্তিক কথা বললেন। বিএনপি ও জামাত ক্ষমতায় থাকা অবস্থায় এ ঘটনা ঘটলে দেখতেন রাজনীতির খেলা কারে কয় আর আওয়ামী পা চাটা মিডিয়াগুলাও লিখতে লিখতে আবার স্বাধীনতার যুদ্ধের আহ্বানে ঘুম হারাম কইরা ফালাইতো। আর এখন এ সংবাদ তো অনেক পত্রিকায় প্রকাশও পায়নি যারা প্রকাশ করেছে তা খুজতে হারিকেন লাগবো

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৩

কাওসার মাহমুদ চৌধুরী তারেক বলেছেন: + dilam. kothay chorom jukti ache.

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন: আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে আন্তর্জাতিক রীতি মানতে হবে এটাই নিয়ম। Olimpic সহ সব tournament একই নিয়ম।

তুমি মিয়া কিছুই জানো না, সুধু পাশ করলেই সব জানা হয়ে যায় না

১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৫

আলআমীন নব্বই বলেছেন: তুমি মিয়া আমারে আর্ন্তজাতিক নিয়ম শিখাও। আর মিয়া জ্ঞান অর্জন করলেই জ্ঞাণী হওয়া যায় না। বুঝলা।
১৬ ডিসেম্বর মানে কি তা বুঝলে তুমি আমারে আর্ন্তজাতিক শিখায় তা না । আর্ন্তজাতিক অনেক দেশই তো আমাদের স্বাধীনতা চায় নি। তখন কই ছিল আর্ন্তজাতিক নিয়ম মানার বিষয়। কেন যে মানুষ বাংলাদেশের রাজনীতির নোংরা চামচামি করে।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩২

তির্থক আহসান রুবেল বলেছেন: আতা63 বলেছেন: ছাগল কোথাকার। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে আন্তর্জাতিক রীতি মানতে হবে।
সহমত।
তবে তথ্য উপস্থাপন করায় + দিলাম।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩২

তির্থক আহসান রুবেল বলেছেন: আতা63 বলেছেন: ছাগল কোথাকার। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলে আন্তর্জাতিক রীতি মানতে হবে।
সহমত।
তবে তথ্য উপস্থাপন করায় + দিলাম।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১

রাজিয়েল বলেছেন: নয়া দেশপ্রেমিক আইসে।

খেলা হইলে জাতীয় সঙ্গীত বাজাইবো না? আনকালচার্ড কোনহানকার। আন্তর্জাতিক ক্রীড়ানুস্ঠানের রীতিনীতি জানো, রাম-বলদ??

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৩

আতা63 বলেছেন: আপনরেই আমার রাজাকার সমর্থক মনে হইতেছে। কারণ আন্তর্জাতিক নিয়ম না মানলে বাংলাদেশ আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হতে পারবে না। পাকিস্তান থেকে যেভাবে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে আপনি সেরকম করে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক টুর্নামেন্ট সরানোর পাঁয়তারা করছেন।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৩

নিরীহ মানুষ বলেছেন:
বলদা

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৯

সপ্ন পুরন বলেছেন: কাহিনী বুঝলাম ৫ নাম্বার এর কমেন্ট এর জবাবে। ;)

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:০০

রাজিয়েল বলেছেন: ১৮ টা মাইনাস! আহ! শান্তি পাইলাম!

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৮

আলআমীন নব্বই বলেছেন: সবাইকে ধন্যবাদ। নানা মানুষ নানা মত। কিন্তু ১৬ ডিসেম্বর দিন ছাড়া অন্য দিনে কী এ ম্যাচটা আয়োজন করা সম্ভব হতো না।

সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে, আয়োজক কমিটি একজন গুরুত্বপূর্ণ্ ব্যক্তি ১৬ ডিসেম্বর দিনের পাকিস্তানি জাতীয় সংগীত বাজানোর প্রতিক্রিয়ায় বলেছেন-" আমি জানতাম যে পাকিস্তানি জাতীয় সংগীত হবে তাই অনেক পরে স্টোডিয়ামে আসি।"

তার মানে কী?

আর্ন্তজাতিক নিয়ম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.