নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন আসলে কি?

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

আজ আমি স্বপ্নের কথা বলব,
বিজ্ঞান জ্ঞান সব কিছুর অন্তরালে,
আমি আমার মনের কথা বলব।

স্বপ্ন, যাহ আমাকে কিছু সময়ের জন্য নিয়ে যায় অন্য এক জগতে,
যেখানে আমার শরীর কোন কাজ করতে পারে নাহ,
মাঝে মাঝে এমন জায়গাতে নিয়ে যায়, যা শুধু স্বপ্নেই সম্ভব।

অন্ধকার অথবা আলো, অসংখ্য মানুষ,
হাসি, কান্না অথবা ছুপচাপ,
মাঝে মাঝে এমন সব লোককে দেখায়,
যারা হয়তো মারা গেছে অনেক আগে।

মাঝে মাঝে মনে হয়,
যদি স্বপ্ন নাহ থাকতো তবে কি হতো,
কিছু থাকতো নাহ, মরে পড়ে রইতাম আমি,
আর সেইটা আমার মরার আগে।

আমি যখন বিছানায় শুই,
ঘুরন্ত পাখা টাকে দেখতে দেখতে কখন যে চোখ বুঝি,
তারপর, তারপর আমি জানি না,
কিভাবে এতো সময় পার হই।

হইতও পরী , নতুবা ভূত ,নতুবা আমার শত্রু,
কে দেখায় এসব, মস্তিষ্কও যদি দেখায় তবে কেন?

মস্তিষ্কও নয়,কখনো নয়,
এইটা অন্য কেউ, কে সে?

আমি সত্যি বলছি, আমি চিন্তা করেই বলছি,
যদি স্বপ্ন না থাকতো কেউ বাঁচতও নাহ,
মানুষ তো আশায় বাঁচে ,
কে আশা দেখায়, যে অদৃশ্য ।

আমি বুঝি তুমি সে,
পার্থিবও পৃথিবীর সাথে তোমার কোন মিল নাই,
তাহলে সে কি আমার সাথে ধোঁকা বাজি করছে।

না হলে যাহ ঘুমে স্বপ্ন দেখি তা তো আধারেই থেকে যাবে,
কি অদ্ভুত,চিন্তা কেন করে নাহ সবাই আমার মতো,
সব যেন যন্ত্র তৈরি হচ্ছে ,
পৃথিবীর প্রত্যেক জিনিস চিন্তা করার মতো।


(আমি সত্যি দুঃখিত , আসলে জানি নাহ সবাই আমার লেখা বুঝে কি নাহ? আমি যাহ লিখি চিন্তা করতে করতে, তাই হইতও অনেকের মতের সাথে মিলতে নাহ পারে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: সুন্দর প্রয়াস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.