নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

বলো তো এমন সৌভাগ্য কয়জনার (bolo to emon souvaggo koe jonar)

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

যখন একা একা থাকি,নিজের সাথে কথা বলি.........মনে হয় কত ভালো আমি। সবাই কে নিয়ে কত ভাবি আমি, আমি সত্যি অনেক ভালো। খোলা আকাশের নিচে নিজেকে বিশাল মনে হয়। পৃথিবীর সবাই তখন ব্যাস্ত......কেউ জানে না কি চলছে আমার মনে। আমি তো নিজের মনে এক বিশাল মানুষ। কেউ জানুক আর নাই জানুক, আমি তো জানি আমি কি?
আমি খারাপ, আমি অনেক খারাপ, খারাপ তো সবাই। তবে আমি এর মাঝে আমাকে চিনি, আমি পাল ছেরা নৌকার মাঝি। আমি এক বিশাল বধ্য পুকুরে আমার নৌকা বাই, হইত মাঝ পুকুরে আমি ঘোর পাক খাই। আমি নীচ, তবে সব মানুষই যে নীচ টা সবাই জানে। আমি প্রতিটা মুহূর্তে নিজের আর্ত-সমালোচনা করি। বলো তো এমন কয়জন করে?
আমি বোকা, তবে সবাই যা বলে তা আমি বুঝি। আমি জানি তারা আমাকে বোকা বলে, অথচ আরালেই বলে আমি সহজ সরল। আমি চিন্তা করি, আমি ভালবাসি নিজের সাথে কথা বলতে। কারণ , সবাই আমাকে ধোঁকা দিলেও আমার মন আমাকে ধোঁকা দেয় না। সে সর্বদা আমার ভালোই চায়।
আমি জানি আমিও পাড়ি দিবো, এই বিস্তৃত মানব সাগর। আমার মাথায় থাকবে পাগড়ি, বাতাসে আমার চাদর উড়বে, প্রকৃতি আমাকে তার বন্ধু ভেবে উড়িয়ে নিবে, আমি সেখানে আমার হাত বাড়িয়ে উড়ব, বলো কয়জন পায় এমন?
জানো আমার যখন মন খারাপ থাকে, আমি আকাশের দিকে তাকাই, সে কত চেষ্টা করে আমার মন ভালো করতে। নিজে বার বার রুপ পালটায়। খেলা করে আমার সাথে। যদি আকাশের কথা বলার ক্ষমতা থাকতো। সে আমার চোখ মুছিয়ে তার বুকে নিয়ে যেত। শীতল বাতাসে আমার সব রাগ গুলোকে ধুয়ে মুছে দিত।
আমার কেন জানি মনে হয়, আকাশকে দিয়ে কেউ এসব করায়। জদিও আমি অকৃতজ্ঞ , তবুও সে আমাকে কষ্টে রাখতে চায় না। সে আমাকে ভীষণ ভালবাসে।জানি সে আমাকে কোন দিনও কষ্ট দিতে চায় না, আগে অথবা পড়ে। সে উজার করে দিয়েছে সব। সে যতই কষ্ট দেয়ার কথা বলুক,সে কিন্তু আমাকে অনেক ভালবাসে। জনো কে সে, উত্তরটা তুমি জানো? তবুও তুমি না জানার ভান কেন করছো।
সময় আমার সমাপ্ত হছে। জীবন নদীর পানি শুখিয়ে যাচ্ছে। হইত না লিখলে কেউ জানবে না। আমি ঠিক , আমি হাজার বার বলবো ঠিক। আমি যা ভাবী তা মনের অভন্তর থেকে। মন সবারই সর্বদা পবিত্র।
আমি অপবিত্র, তবে একটা কথা কি জানো? পাপ না করলে পূর্ণের মর্ম কি বুঝা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.