নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

আমার নাকি মাথায় সমস্যা

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

আমাকে সবাই বলছে আমি নাকি পাগল, আমি নাকি মিলই নাই সাধারন মানুষদের সাথে । আমি নাকি নরমাল না, আমি সব অদ্ভুত চিন্তা করি। আমি নাকি কবি হওয়ার চেষ্টা করি ।
আমি অনেক ভাবলাম, তারপর নিজের মাঝে প্রমান করলাম।
আমি শুধু এতোটুকু বলবো,
মানুষ সাধারণতও বাঁচে ৬০-৭০ বছর। যারা আরও বেশিদিন বাচেন তারা সৌভাগ্যবান।
আমরা জন্মানোর পর থেকে বুঝ হতে লাগে ১৫ বছর, উচ্চ মাধ্যমিকে উঠতে লাগে ২০ থেকে ২২ বছর। তারপর জীবন চলার সময় আস্তে আস্তে ঘাড়ে চাপতে শুরু করে। নতুন নতুন জিনিষ নিজ থেকে পরিচয় হয়, নতুন জিনিষকে নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় সময়। যে জিনিষ গুলো আগেও দেকছি তা নতুন ভাবে রুপ নেয়।
কিন্তু তা নিয়ে ভাবার কারো কোন সময় নাই, সবাই ব্যাস্ত নিজেকে নিয়ে, যন্ত্রর মতো ছুটছে সব। নিল বিশাল আকাশ, রাতের তারা অথবা নিজেকে নিয়ে চিন্তার সময় নাই। নিজের চিন্তা বলতে নিজের মন কি চায়, তা?
সবাই আগে ছুটছে, নতুবা সে পিছে পড়ে যাবে। ভবিষ্যৎ ভবিষ্যৎ আর টাকা। সুন্দর একটা গার্ল ফ্রেন্ড, আর সুখ।
তারা ভাবে সূর্যও তো প্রতিদিন উঠে, সকালের আকাশ তো প্রতিদিন একি থাকে, তা দেখার কি আছে। ঢাকার সেই জ্যাম রাস্তা গুলোর মতো তারাও থেমে থাকে,একটু একটু করে আগায়,আবার থামে,কিন্তু বাস্ততার মাঝে তারা আকাশ দেখে না। সত্যি তো কি আছে ওই আকাশের মাঝে।
বয়স হয়, একদিন ওই রাস্তায় এম্বুলেন্সে জ্যামে আঁটকে থাকে, অসহায়ের মতো যখন মৃত্যুর অপেক্ষা করে, তখন ঝাপসা গ্লাস দিয়ে দুরের আকাশ দেখে। এতো সুন্দর ভাবে সে দেখে মনে হয় এই সেই সুন্দর যা নাকের ডগায় ছিল কিন্তু উপভগ করতে পারে নাই ।বাচার অনেক ইচ্ছা জাগে কিন্তু সময় সেখানে সমাপ্ত হয়।
আমি যে ভবিষ্যৎ নিয়ে ভাবী না, তা নয়। আমার যে টাকা দরকার নাই তা না। আমাকে যে জ্যামে আটকাতে হয় না তাও নয় । আমার চিন্তা করতে ভালো লাগে,চিন্তা করার জন্য আমার কোটি কোটি নিউরন পড়ে আছে। এমন তো না চিন্তা করলে মাথা লোড নিতে না পেড়ে নষ্ট হবে।
তবে কেন সবাই এমন করে, আমিও সব চাই, তবে যন্ত্র হতে না। আমি সব করব তবে যন্ত্র না হয়ে। সবাই যেমন মজা করে সব করে তেমন ভাবে ।যাতে শেষ বয়সে আমার কোন অপূর্ণতা না থাকে।
যমদূত যখন আসবে, তাকে আমি হেসে বলবো, আমি তো সব দেখেছি। আমি পড়াশুনায় খারাপ, তবে এমন না আমি ইঞ্জিনিয়ার হতে পারব না। আমি হব, হইত সবার মতো ওত ভালো না। যখন শেষ সময় আসবে তখন যেন হাঁসতে পারি, যা দেখার আমি সব দেখেছি।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

ভািটর সুর বলেছেন: লেখাটা কি যে ভাল লেগেছে বলে বুঝাতে পারব না। আসলে আমার কথাগুলিই আপনি বলে দিয়েছেন। আমাদের শুধু ইদুর দৌড়ের যাত্রি হলে চলবে না, থামাটাও জানতে হবে, দেখতে হবে আশপাশটাও। আমার মনে হয় প্রকৃতির সাথে আমাদের যোগাযোগ বন্ধন যত দৃঢ় হবে আমরা ততই প্রশান্ত হবো।
লেখাটির জন্য ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ধন্যবাদ ভাই, ভেবে ভালো লাগলো যে আমার মতো মানুষ আছে

২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৫০

আমি শঙ্খচিল বলেছেন: ভাল লিখেছেন , ধন্যবাদ ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

কানাই স্যার বলেছেন: তোমাকে যারা ওমন বলেছে আমাকেও তো বলে ওরকম? বলুক। পাছে লোকে কিছু বলে। তোমার মত তুমি এগিয়ে যাও। তুমি অনেক বড় হবে জেনে রেখো। আমার মত অধমরে তখন কি মনে পড়বে?? পড়বে না। তুমি তোমার স্বপ্নের সমান বড় মানুষ।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করিয়েন। আশা করি আপনি আমাকে বুঝতে পারছেন।

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

মানবী বলেছেন: মাথার সমস্যা মনে হলোনা মোটেও, ভালো লেগেছে লেখাটা! মন্তব্যগুলো পড়ে আশা করি বুঝতে পেরেছেন আপনি শুধু একা নন, অনেকেই এমন ভাবেন! হয়তো আপনার আশেপাশের মানুষদের মাঝে তাঁরা নেই, তবে অন্য কোথাও আছেন।

আপনার সুন্দর সফল ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো!

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ধন্যবাদ মানবী, ভেবে ভালো লাগলো আমি একা নই, তবে মানবী আমার মতো এসব মানুষ গুলো কই।

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৩

নতুন বলেছেন: এখন কামলা দিয়ে ঘরে ফেরার পরে চিন্তা করি। আসলে কি করছি আমি। জীবনের সময় বেচে দিচ্ছি প্রবাসে কিন্তু বিনিময়ে যা পাচ্ছি তা কি জীবনের চেয়ে ভাল কিছু!!!

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৬

মানবী বলেছেন: এই পোস্টেই তো মন্তব্য করেছেন কানাই স্যার আর ভাটির সুর..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.