নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকার এই ব্যাস্ত নগরীর আমি এক ক্ষুদ্র পথচারী , লিখা লিখি করার ভীষন ইচ্ছা । তাই নিজের কথা গুলো তুলে ধরতে্‌ আমি ব্লগে লিখা লিখি শুরু করলাম।আমি আল-আমিন । মধ্যবৃত্য পরিবারের আমি সন্তান। স্বপ্ন তো সবাই দেখতে পারে । তাই আমিও দেখছি।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন

https://www.facebook.com/alamin.noyon চাইছিলাম পরিচয় গোপন থাক। তবে তাতে কি লাভ।বন্ধু মহলে আমি বড় একা। তবে ব্লগে আমার মতের অনেকেই আছে। বন্ধুত্ব বাঁড়াতে সমস্যা কোথায়।

মোঃ আব্দুল্লাহ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

রোবটের ব্রেইন কি ভাবে কাজ করে?

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

আমরা বাস করছি এখন এমন একটা যুগে যা উৎকর্ষে ভর্তি, আমরা প্রয়োজনের তাগিদে তৈরি করছি আমাদের জন্য প্রয়োজনীয় বিষয় বস্তু। আমারা ধীরে ধীরে হয়ে পড়েছি অলস, কিন্তু আমরা তবুও গতিশীল।
কিছু দিন আগে আমার এক বন্ধু হতাশার চরম পর্যায়ে চলে যায়।তার মনে হচ্ছিলো তাকে দিয়ে কিছুই সম্ভব না। সে হতাশ। তার হতাশের যথেষ্ট কারনও ছিলও।তার মনে হচ্ছিলো সব কিছুই তার বিপরীতে চলছে। সে যদিও ইঞ্জিনিয়ারিঙের ছাত্র ছিলও। বন্ধুদের থেকে আলাদা হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে পা ঝুলিয়ে পানির দিকে তাকিয়ে ছিলও। তখন তার মাথায় যে জিনিসটি ধরা দিলো এই পানির উপরের স্তরটি সব সময় গতিশীল। তার পর একটা বাতাসের ঝাপটায় মন ভালো হয়ে গেল। সে বুঝতে পারলো এই বাতাসও গতিশীল। এরপর সে যেদিকে তাকালও তাই গতিশীল দেখলও। সে তখন ভাবলও কত বোকা আমি, আমার নিজের সরিলেও যে গতিতে রক্তও বয় সেটা আরও গতিশীল

আজ আমার গল্পও টা বলার পিছনে কারন হচ্ছে, কিছুটা মুহূর্তে আমাদের মনে হয়, আমাদের দাঁরা সম্ভব না, কিছুটা মুহূর্তে সব কিছুই আমাদের বিপরীতে যায়। কিন্তু সত্যি টা হচ্ছে আমরা সবাই গতিশিল।
আমি আজ যে বিষয় টা নিয়ে লিখছি সেটা হচ্ছে "রোবটের ব্রেইন"
আসলে রোবটের ব্রেইন আছে। মানুষের মত কি তারা চিন্তা করতে পাড়ে। আর উত্তর হচ্ছে পাড়ে না
রোবটের ব্রেইন বলতে বুজায় মাইক্রোকন্ট্রোলারকে । মাইক্রোকন্ট্রোলার একটি ছোট চিপ যা দেখতে কালো । মাকড়শার মত কতগুলো পা আছে। যেগুলো সাধারনত কাজ করে ডাটা ভিতরে নিতে ও বাড় করতে। ইংলিশে বললে যাকে বলে inputs and outputs ।
আসলে রোবটের ব্রেইন হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কিন্তু রোবট আর মানুষের মাঝে পার্থক্য হচ্ছে রোবট ঠিক তততুকুই করতে পারে যতটুকু তার মেমোরিতে লিখা হয়। রোবটের ব্রেইন সেভাবেই কাজ করে যে ওই মাকড়শার পা থেকে যতটুকু ইলেকট্রন যাওয়া আসা করে।
বর্তমান যুগে রোবট চিন্তা করতে পারে। যে জিনিষের কারনে চিন্তা করতে পারে তা হচ্ছে Artificial intelligent । এখনকার রোবট গুলো এটা কে কাজে লাগিয়ে Direction নিতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় কিভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে।
আজ এ পর্যন্ত, ভুল করলে ধরিয়ে দিন comment মাধ্যমে ,সাথে থাকুন এবং সাহায্য করুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দিয়ে। সেটা করবেন কিভাবে। subscribe করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

বিজন রয় বলেছেন: উত্তর তো নিজেই দিয়েছেন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

হাফিজ হুসাইন বলেছেন: ভালোই লিখেছেন

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯

ঢাকার লোক বলেছেন: ভাল লিখা,
Please keep an eye on spelling.
Sorry, I had to use English, I couldn't access Bangla converter!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.