নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোনেশ দাস

মেনােশদাস

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

মেনােশদাস › বিস্তারিত পোস্টঃ

২১৮০ টাকায় বাটা জুতা কিনে গচ্চা দিলাম আরও ৫শ' টাকা

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৩

৩ মাসে আগের কথা। ২১৮০ টাকা দিয়ে ১ জোড়া বাট জুতা কিনলাম। খুবই যত্নের সাথে পাড়াচ্ছি এই জুতা। কিন্তু দেড় মাস যেতে না যেতেই ডান পায়ের জুতার সোল্ডটি ফেটে গেলো।তখন ভাঙ্গা জুতার সোল্ড নিয়ে নিদারুন কষ্টে চলাফেরা করতে হচ্ছিল।সময়ের অভাবে শোরুমেও যেতে পাচ্ছিলাম না।এর ১৫দিন পর গেলাম শোরুমে।অবভযোগ করতেই সেলস্ মেনরা বললো আমরা মাত্র ৭/১৫ দিনের গ্যারান্টি দিয়ে থাকি। আপনি এক কাজ করুন । শিববাড়ি রোডে চলে যান । সেখানে নরেশ নামের এক মুচি পাবেন। যেহেতু আপনার জুতার চামড়া এখনও ঠিক আছে। চলে আসলাম নরেশের দোকানে। সে বলল সোল্ডের দাম দিয়ে বাড়ি চলে যান। ১দিন পর আসবেন।২শ' টাকা সোল্ডের দাম দিয়ে ১ দিন পর আসলাম তার দোকানে। আসতেই নরেশ বললেন, আরও একদিন লাগবে, ঠিক হয়েছে কিন্তু পেস্টিং এখনও শুকায়নি। পরদিন এসে আরও ২ শ' টাকা দিলাম। যাতায়াতসহ আমার মোট খরচ পড়ল ৫শ' টাকা। টাকা পাওয়ার সাথে সাথে তার বক্স থেকে আমার জুতো জোড়া বের করে দিলেন। জুতা দেখে রাগে আমার মাথায় বাঁজ পড়লো। একি করেছে রমেশ দা, কালো সোল্ডের বদলে তুমি লাগালে খয়েরী সোল্ড। এটা কোন বিষয় না স্যার । কয়দিনই বা পড়বেন এই জুতা।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
বাটার জুতা মানুষ এখনও কিনে :-/ :-/

২| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৮

লেহালুয়া বলেছেন: দেশে কি মুচির আকাল পরসিলো নাকি যে আপনাকে নরেশের কাছে যেতে হবে?আর না চেক করে আগেই টাকা দেন কেন?

৩| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫০

কিছুজানিনা বলেছেন: আমি ও একজন ভুক্তভুগি ........ ধন্যবাদ ভাই পোস্টটি দেবার জন্য ।

বাটা আর সেই বাটা নাই ......... এখন শুধু মাত্র নামে চলে

৪| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৫

আহলান বলেছেন: আমিও ভুক্তভোগী। ৬ মাস যেতে না যেতেই গোড়ালীর সাইডে (হিল এবং জুতার সংযোগস্থল) ফাকা হয়ে গেলো। জীবনে কোনদিন এমন দেখিনি। বাটা আসলেই এখন ভুয়া দি গ্রেট ..।

৫| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৫

নীল_আকাশ বলেছেন: বাটা আর সেই বাটা নাই ........

৬| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৬

স্বপ্নের মানুষ বলেছেন: আমি ও একজন ভুক্তভুগি X(( X(( X(( X(( X((

৭| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৩

মদন বলেছেন: =p~

৮| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭

নুর মোহাম বলেছেন: আরে ভাই, সব শালারাই এক, গত মাসে এপেক্স থেকে ১২০০ টাকা দিয়ে সেন্ডেল কিনলাম, মাস না যেতেই দুটো জুতাই ছিরে গেল। এই যদি দেশের সেরা দুটো ব্রান্ডের অবস্থা তাহলে পাবলিক যাবে কোথায়।

৯| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৫

গ্রামের মানুষ বলেছেন:
বাটা কোম্পানী এখন ফাটা কোম্পানী।

জুতাডা রমেশের কাছে নিয়া না গিয়া সেলস ম্যানের থোতা বরাবর ছুইড়া মারলে ভালু কাম হইতো। কোম্পানীর টনক নড়তো।

১০| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৫৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এই জন্য আমি এ্যাপেক্স কিনি। কিছুই হয়না, এমনিই পুরানো হয়ে গেলে বাদ দিতে হয়।

১১| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০১

মোহাম্মদ আলমগীর বলেছেন: বায়তুল মোকারম মার্কেটে রাদু নামের একটা জুতার শোরুম আছে। পারলে ঐখান থেকে কিনে দেখুন; দাম তুলানা মুলক সামান্য বেশি কিন্তু গত এক বছর টানা পড়ার পরেও চামড়ার তৈরী এক জোড়া জুতা ছিঁড়তে পুরো পুরি ব্যর্থ হয়েছি।

এই বার বুঝেন এরা কি দিয়ে জুতা বানায়।

বিদ্রঃ আমার জানা মতে এদের শোরুমের বয়স ৮০ বছরের উপরে হবে (ধারনা থেকে বলছি), কারন আমার আম্মার কাছে শুনেছি আমার দাদা এবং নানা নাকি রাদুর রেগুলার কাষ্টমার ছিল। এখন আমার আব্বুকে ও দেখি ওদের জুতা পড়তে; তাই কিউরেসিটি থেকে ট্রাই করেছিলাম এবং তাদের কোয়ালিটি সম্পর্কে আমি যারপরনাই খুশি। তবে ডিজাইন খুব কম এবং কিছুটা সেকেলে ধরনের।

১২| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪১

সাজিদ ঢাকা বলেছেন: বাটা এখন ফাটা , , , এক বন্ধুরে উপদেশ দিয়ে কিনে দিসিলাম , , ২১০০ টাকার স্যান্ডেল , , ১২ দিনেই শেষ , আর পর ৮০০ টাকা দিয়ে এপেক্স


আমি অবশ্য আমার দুলাভাইয়ের দোকান থেইকা কিনি , , থাইল্যান্ড থেকে আনা

১৩| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৪

বোকা সোকা বলেছেন: =p~ =p~ =p~

১৪| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৮:৩০

কালীদাস বলেছেন: বাটা, এপেক্স দুইটা থেকেই দূরে থাকি মেলাবছর। ডিজাইন ভালো লাগেনা, আর আগের মত লাস্টিংও করেনা।
দেশি আরেকটা কোম্পানি মাঝে ট্রাই করছিলাম বে এম্পেরিয়াম, চলনসই দামে নেহায়াত খারাপ না :)

১৫| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৫

বোহেমিয়ান বলেছেন: =p~

১৬| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৯

স্পেলবাইন্ডার বলেছেন:

বসুন্ধরা সিটির বাটার শোরুম থেকে ৩০০০ টাকা দিয়ে এক জোড়া সু কিনেছিলাম। দুই মাস না যেতেই একটা জুতার সোল গেছে ভেঙ্গে। তারপর আপনার মতই ৩৫০ টাকা দিয়ে নতুন সোল লাগিয়ে নিলাম।

বাটা এখন ডিজিটাল প্রতারক!

১৭| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪৯

জসীম দ্য গ্রেট বলেছেন: ২০০৮-এ ২০০০ টাকা দিয়ে একজোড়া জুতা কিনে পরার ২য় দিনেই পায়ের সামনের দিকে প্রচণ্ড ব্যথা নিয়ে বাসায় আসলাম। পরে পুরাতন জুতার সাথে তুলনা করে দেখলাম, বাটার জুতার স্ট্রাকচারাল ডিজাইনেই প্রবলেম আছে। তারপর থেকে আর কখনো বাটার জুতা কিনি নাই। তবে অ্যাপেক্স-এর ব্যাপারে আমার অভিজ্ঞতা তুলনামূলকভাবে অনেক ভাল।

১৮| ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫৮

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ঢাকায় ভাল খড়ম পাওয়া যায় কোথায় কেউ বলতে পারেন, এছাড়া তো আর কোন উপায় দেখছি না :| :|

১৯| ০৫ ই আগস্ট, ২০১২ সকাল ৮:২০

মেনােশদাস বলেছেন: Take it ill

২০| ০৫ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৩২

পাতিকাক বলেছেন: সেই হিসাবে আমার অবস্থা আপানাদের চাইতে ভাল। ১৯৯৫ থেকে বাটা ব্যাবহার করি। ভালই চলে। একবার একটু প্রবলেম হইছিল। এমনকি বাটার দোকানের কেডস ও পরছি। ভাগ্য ভালই আমার। বিদেশেও অনেক দিন ব্যাবহার করছি। এখনো বাটা ই পরি। অবশ্য বিদেশে রাস্তা ঘাট ভাল। তাও একটা কারন হতে পারে। আপেক্স ও কিন্তু ভাল। দাম বেশি, এই যা।
তবে অনেকেই বলে বাটার কোয়ালিটি আগের মত নাই। কি আর করা। যা কিনবেন আল্লাহ ভরসা। :)

২১| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৫

মেনােশদাস বলেছেন: One one's guard Bata

২২| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৫

মেনােশদাস বলেছেন: Of late bata are nine days wonders.Not fit to hold a candle.Nall and void bata company.On one's l;ast legs.On the wane.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.