নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলীক মানবী

জীবনপুরের পথিক রে ভাই , কোনো দেশে সাকিন নাই , কোথাও আমার মনের খবর পেলাম না ..

অলীক মানবী › বিস্তারিত পোস্টঃ

নারী দিবসে এক নারীর আকাঙ্খা

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

আমি কখনো বিশেষভাবে নারী বা পুরুষ নিয়ে কোনো কিছু লিখি না । আজকে সকাল সকাল একজনের একটা কথায় এতটা আঘাত লাগল যে না লিখে পারছি না ... আজকে নারী দিবস সবাই আমরা জানি .. আমার বাসার এক জনৈক ভাড়াটিয়া বলছিলেন যে বাঙালি নাকি এসব পশ্চিমা সংস্কৃতি নিয়ে বেশি মাতামাতি করে 'মেয়েছেলে' দের বেশি বেশি 'জাতে' তুলে এদের 'দর' বাড়াচ্ছে । অথচ আমাদের কত উৎকৃষ্ট সংস্কৃতি , কত সমৃদ্ধ সভ্যতা !
ভাবতে অবাক লাগে ... যে সভ্যতা , সুদৃঢ় পারিবারিক বন্ধনের গর্ব এদেশের তাবৎ পুরুষ করে থাকে , একবারও তারা নারীকে মেয়েছেলে বলার আগে ভাবে না যে এই মেয়েছেলেরাই তিলে তিলে এই সভ্যতাকে আকৃতি দিয়েছে , পশ্চিমা মেয়েরা যখন স্বামীকে নিয়ে বিন্দুমাত্র অসন্তোষ থাকায় বিবাহবিচ্ছেদের কেস ঠুকেছে , ঠিক তখনি এদেশের মহিলারা স্বামী বাইরের মেয়ে নিয়ে মজে আছে এটা জেনেও স্বামীর মঙ্গল কামনা করেছে বিনা দ্বিধায় .. সন্তানকে বাবার থেকে দূরে সরিয়ে নিজের বাপের বাড়িতে পাড়ি জমায়নি ।কৌলিন্য প্রথার স্বীকার হিন্দু মেয়েরা যে স্বামীকে এক আধবারও দেখেনি , তারা সেই স্বামীর মঙ্গল চেয়ে উপোস থেকেছে । একটা মেয়ে তার জন্মের পর থেকে অন্যের জন্য আত্মত্যাগ করতে শেখে । বাবা মায়ের ইচ্ছের সামনে সে নিজের ইচ্ছেকে ছোট করে দেখে চিরকাল , তাই সাংবাদিক হয়ে দুনিয়া কাপানোর কিংবা ফাইটার প্লেন চালিয়ে মেঘ ছোয়ার স্বপ্ন দেখলেও তাকে অন্যের ইচ্ছের কারণে ডাক্তারের এপ্রোন পরে জীবনটা কাটায় । বিয়ে করে আরেকটা সম্পূর্ণ অচেনা পরিবারের সকলকে নিজের ভেবে আপন করে নেয় । দুবছর পর কোলে আসা ছোট্টটির জন্য সে সারাজীবনের সব শখ , আহ্লাদ , স্বপ্ন নির্দিধায় জলান্জলি দেয় । এভাবে আপনজনদের জন্য যে নিজেকে বিলিয়ে দেয়ার আগে একবারও ভাবে না , আমাদের তথাকথিত শিক্ষিত রা সেসব মেয়েদের মেয়েছেলে বলার আগে একটুও চিন্তা করে না কেন ? এই মেয়েছেলে বলা টা শুধু সাধারন মেয়েকেই বলা নয় , এই মেয়েছেলে তার মাও , তার বোনও । সংস্কতি নিয়ে যখন এত গর্ব তখন নারী দিবস না হয় উদযাপন না-ই করলেন , কিন্তু সেই সংস্কৃতি কে মনে করেই নারীকে মেয়েছেলে না ভেবে সম্মান করতে শিখুক এই সমাজ ... যারা নবীকন্যা ফাতিমাকে মা বলে সম্বোধন করে , যারা মেরীকে মা ভাবে , যারা দুর্গাকে " শক্তিরূপেন সংস্থিতা " ভেবে তার সামনে মাথা নোয়ায় , তারা আর দশটা মেয়েকে একটু সম্মান করতে , একটু শ্রদ্ধা করতে এতো দ্বিধান্বিত কেন ??

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৯

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: একদিনের জন্য যেনো মা দিবস বাব দিবস, বিজয় দিবস, নারী দিবস না হয়, সম্মান শ্রদ্ধা তো সারাজীবনের জন্য তাই না।

২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১

অলীক মানবী বলেছেন: জ্বি ভাই .. সেটাই .. একদিনের নিছক আনুষ্ঠানিকতার জন্য কিছু না করাই ভাল .

৩| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পোস্টে সহমত, বাবা মায়ের উচিৎ তাদের ছেলে মেয়েদের মধ্যে ছোট বেলা থেকেই নারীদের সম্মান করতে শেখানো... সব সময়, কোন বিশেষ দিবসে নয়...

৪| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: একদিনের জন্য যেনো মা দিবস বাব দিবস, বিজয় দিবস, নারী দিবস না হয়, সম্মান শ্রদ্ধা তো সারাজীবনের জন্য তাই না।//

আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমাদের বিবেক নয়।

৫| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

মারুফ মুনজির বলেছেন: আজ অফিসে এসে ১০ টার মতো পত্রিকা পড়লাম, আজ নারী দিবস হিসেবে নারীদের নিয়ে প্রচুর লেখা, গবেষনা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সফল নারীদের গল্পও প্রকাশিত হয়েছে অনেক, তার মধ্যে বনিক বার্তার প্রধান নিউজটা আমার ভালো লেগেছে, বাংলাদেশের সফল ১০ নারীর জীবন নিয়ে রিপোর্ট, এই রিপোর্ট পড়ার পর কিছু প্রশ্ন মাথায় এসেছে যা আমি নিউজ পরে জানতে পারিনি, জানা থাকলে জানিয়ে কৃতজ্ঞ করবেন
১.এই সফল নারীরা কি বিয়ে করেছেন, তাদের স্বামীদের পেশা কি, তাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিলো, এসব নারীরা কিভাবে এই সম্পর্ক ম্যানেজ করতেন, তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো, সেটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, নেতিবাচক হলে কিভাবে ম্যানেজ করেছেন। মোট কথা পারিবারিক জীবন কেমন ছিলো।
২. এসব নারীরা পরিবারে কিভাবে সময় ম্যানেজ করতেন, এদের কয়টা করে ছেলে মেয়ে রয়েছে, তাদের সন্তানরা কি কি করেন, তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে, যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ম্যানেজ করেছেন, এই সন্তান লালন পালনে তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো।
৩. এই সফল নারীদের অর্থনেতিক হিসেব কেমন ছিলো, তাদের সম্পত্তি কিভাবে খরচ করেছেন।
৪. পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিভাবে, স্বামী ও তার পরিবার এই পারস্পারিক দুই পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক ম্যানেজ করতেন।
৫. এই সকল সফল নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন ছিলো, তাদের কলিগদের কি ধরনের ভুমিকা ছিলো, এই পর্যন্ত উঠে আসায় তাদের কি কি চ্যালেঞ্জ ছিলো।
৬. এরা যদি কেউ অবিবাহিত বা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে তাদের এ পর্যন্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন।
৭. এই সফলদের জীবনের এই বেলায় এসে জীবন সম্পর্ক ধারনা কি, তারা কি জীবনে ভুল করেছেন, নাকি সঠিক করেছেন।

৬| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২

অলীক মানবী বলেছেন: যারা লেখাটা পড়েছেন তাদের সকলকে বলছি ... একদম সত্যি কথা বলি , আমি কিন্তু অনেক ছোট .. অনেক অনেক বেশি ছোট .. আমি এবার এসএসসি দিচ্ছি , সুতরাং অভিজ্ঞতার ঝুলি একেবারেই ফাকা । তবু কিছু বলব , ভুল হলে ছোটবোন জ্ঞানে মাফ করবেন । সফলতা অনেক রকমের ... কারো সফলতা গৃহের চার দেয়ালের গন্ডিতে , কারোর আকাশ ছুয়ে । সফল নারী বলতে আমার যেমন বেগম রোকেয়াকে মনে পড়ে , যেমন সুলতান রাজিয়াকে মনে পড়ে , তেমনি আমি শহীদ আজাদের মা সাফিয়াকে , কিংবা রুমির মা জাহানারা ইমামকেও মনে পড়ে । বেগম রোকেয়াকে তো গড়েই তুলেছেন সাখওয়াত হোসেন , জাহানারা ইমামেরও স্বামী বন্ধু হতে পেরেছিলেন । ইন্দিরা গান্ধীও বিবাহিত জীবনের যাবতীয় দায়িত্ব পালন করার পাশাপাশি ভারতের দায়িত্ব নিয়েছিলেন । ' আদর্শ ছেলে" কবিতার লেখিকা কুসুমকুমারী দাশ কিন্তু অবরুদ্ধ জীবনেও যেমন নিজেকে সমৃদ্ধ করেছেন তেমনি আমাদেরকে দিয়েছেন এক আদর্শ মানব , জীবনানন্দকে .. আবার স্বামীগৃহের লাঞ্ছনার প্রতিবাদস্বরুপ এক কাপড়ে বাড়ি ছেড়ে যে তীব্র আত্মসম্মানবোধের পরিচয় দিয়েছিলেন আজাদ-জননী , জীবনের শেষ মুহূর্ত অব্দি তা সমুন্নত রেখেছেন তিনি . একাই লড়েছেন জীবন সংগ্রাম , মানুষ করেছেন নিজ সন্তানকেও , বোনের সন্তানদেরও ।এমন আরও অনেকের উদাহরণ দেয়া যাবে যারা ব্যক্তিজীবনেও সফল , কর্মজীবনেও , পারিবারিক জীবনেও ।কিন্তু এখন এমন উদাহরণ বিরল । কারণ মানুষ এখন স্বপ্নকে তাড়া করতে চায় না , প্রকৃত সফলও হতে চায় না .. চায় চাকচিক্য , চায় জনপ্রিয়তা .. তার জন্য যতই নিচে নামা লাগুক , যতই নীতিভ্রষ্ট হোক , কুছ পরোয়া নেহি ! এই ব্যাপারটা নারীর জন্য যতটা প্রযোয্য , পুরুষের জন্যও ঠিক ততটাই । এই যুগ উদভ্রান্ত মানুষে ভর্তি ! এজন্যই কর্মজীবন কিংবা ব্যক্তিজীবন যতই তথাকথিত সফল হোক না কেন , পারিবারিক জীবন অধিকাংশেরই বিশৃঙ্খল , মানসিক প্রশান্তিও নেই । এখানেই হয়ত আপাত সফল আর প্রকৃত সফল নারীর তফাৎ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.