![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিণ সোমালিয়ার বানাদির, নিম্ন শাবেলী, মধ্য শাবেলী এবং জিজু রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন ও মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারি বাহিনীর ৪২ এরও অধিক সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ১৪ ফেব্রুয়ারী রাতে, বানাদির অঞ্চলের হোদান জেলার সায়বিয়ানো এলাকা এবং ধারকেনলি জেলার জুশ এলাকায় ২টি পৃথক অপারেশন পরিচালনা করছেন মু*জাহি#দিনরা। এলাকাগুলোতে মোগাদিশু সরকার সমর্থিত গুরগুর্ত মিলিশিয়াদের অবস্থানগুলি লক্ষ্য করে এই অপারেশন পরিচালনা করেন মুজাহিদিনরা। ফলশ্রুতিতে বহু সংখ্যক মিলিশিয়া সদস্য হতাহত হয়েছে, যদিও মোগাদিশু বাহিনী দাবি করেছে যে, মাত্র ৫ মিলিশিয়া সদস্য আহত হয়েছে।
একইভাবে নিন্ম শাবেলী রাজ্যের কোরিওলি জেলার উপকণ্ঠে আরও একটি অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। এলাকাটিতে গুরগুর্ত মিলিশিয়াদের একটি চেকপয়েন্ট লক্ষ্য করে মুজাহিদিনরা আক্রমণটি পরিচালনা করেন। এসময় চেকপয়েন্টে থাকা মিলিশিয়াদের থেকে অন্তত ২ সদস্য আহত হয়েছে এবং অন্যরা পালিয়ে গেছে।
একই রাজ্যের জানালী জেলায়, দখলদার উগান্ডার সৈন্য এবং মোগাদিশু সরকারের ন্যাশনাল আর্মির একটি ক্যাম্পে আক্রমণ চালান মুজাহিদিনরা। মুজাহিদদের অন্য একটি দল এসময় রাজ্যের সাবিদ জেলায় একটি সরকারি মিলিশিয়া ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান। মুজাহিদদের উক্ত অভিযানগুলোতে মোগাদিশু বাহিনী ও মিলিশিয়াদের পাশাপাশি বেশ কিছু উগান্ডান সৈন্যও হতাহতের শিকার হয়।
©somewhere in net ltd.