নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

৮৪ টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৫

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সদস্য ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রাজ্যের ৮৪ টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসাশনের এমন পদক্ষেপকে ইসলামি শিক্ষা ধ্বংসের পাঁয়তারা বলে অভিহিত করেছেন মুসলিম সম্প্রদায়।
সিল করা মাদ্রাসাগুলি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় অবস্থিত, যার মধ্যে দেরাদুনে ৪৩টি, হরিদ্বার ও নৈনিতালে ৩১টি এবং উধম সিং নগরে ৯টি। উত্তরাখণ্ড সরকারের দাবি, এই মাদ্রাসাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। তবে মাদ্রাসা পরিচালক ও মুসলিম নেতারা বলছেন, মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা ও তাদের ধর্মীয় পরিচয় মুছে ফেলতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং।
এদিকে, আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনের জন্য মাদ্রাসার পরিচালকদের প্রতি বৈধ কাগজপত্র জমা দেওয়ার আহবান জানিয়েছে উত্তরাখণ্ডের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান শ্যামন কাশ্মীর।
সে বলেছে, বৈধ কাগজপত্র থাকলে সেসব মাদ্রাসা বন্ধ করা হবে না। একই সঙ্গে সিল করা মাদ্রাসাগুলোও খুলে দেওয়া হবে। তবে তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন মাদ্রাসা পরিচালকরা। তারা বলছেন, ইসলামী শিক্ষা বন্ধ করার জন্য এটি একটি আমলাতান্ত্রিক অজুহাত মাত্র।
অন্যদিকে, আচমকা মাদ্রাসা বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছেন মাদ্রাসা শিক্ষকরা। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মুসলিম অ্যাক্টিভিস্ট ও আলেমগণ। তারা বলছেন, এইভাবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া ভারতীয় সংবিধানের লঙ্ঘন।
উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছেন মাদ্রাসা পরিচালকরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.