নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ইজরায়েলের পতাকা হাতে দৃঢ় সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩২

গাজা উপত্যকায় ই-জ#রা*য়েলে*র সাম্প্রতিক হামলা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা। বামপন্থী কয়েকটি সংগঠন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিল করলেও, ই#জরা*য়ে*লের পতাকা হাতে দৃঢ় সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ইজ#রায়ে@লের পক্ষে পতাকা হাতে মিছিল করে বিজেপির নেতাকর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
৬ এপ্রিল, রবিবার ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় দখলদার ইস@রায়ে#লের পতাকা হাতে হাঁটতে দেখা যায় বিজেপির নেতাকর্মীদের। ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত যায় ওই শোভাযাত্রা। পরবর্তীতে একটি ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অর্জুনের ডান হাতে রয়েছে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলি পতাকা। ওই শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইস@রায়ে#লের পতাকা উড়তে দেখা যায়।
সেই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ইতোমধ্যেই সোমবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি। যথাযথ গুরুত্ব আরোপ করে অভিযোগটি যাতে 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (এফআইআর)-এ পরিণত করা হয় তারও আর্জি জানানো হয়েছে।
অর্জুন সিং এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধেও ওই একই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পত্রে বলা হয়েছে, একটি ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত থেকে ই@সরায়ে#লের পতাকা বহন করে অর্জুন সিং, প্রিয়াঙ্গু পান্ডেসহ স্থানীয় বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও চিত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করতে ইন্ধন জুগিয়েছে। সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.