নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যজুড়ে অন্তত ১৭০টি মাদরাসা সিল করে দিয়েছে প্রশাসন

১৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৯

সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যজুড়ে অন্তত ১৭০টি মাদরাসা সিল করে দিয়েছে প্রশাসন। প্রশাসনের দাবি, প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে৷
১৪ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য সিয়াসত ডেইলি। প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে প্রশাসনিক অভিযানের অংশ হিসেবে ১৩ এপ্রিল হলদোয়ানির বনভুলপুরা এলাকায় একটি যৌথ অভিযান চালায়। জেলা প্রশাসন, পৌর কর্পোরেশন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত এই দল ৭টি মাদরাসা বৈধ নিবন্ধন না থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।
এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দপ্তর জানায়, সরকার নিযুক্ত একটি বিশেষ টিমের মাধ্যমে পরিচালিত জরিপের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধামি আরও বলেছে, 'শিক্ষার নামে শিশুদের উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া কোনো প্রতিষ্ঠানকেই বরদাশত করা হবে না।' সে মাদরাসা বন্ধের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান কেবল শুরু, আরও প্রায় ৫০০টি মাদরাসা তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। সিল করে দেওয়া অনেক প্রতিষ্ঠান বহু বছর ধরে চলে আসছিল, যা স্থানীয় মুসলিম জনগণের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে।
এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নাগরিক অধিকার রক্ষাকারী সংস্থা ও মুসলিম ধর্মীয় নেতারা সরকারের কাছে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক তদন্তের দাবি জানিয়েছেন।
একজন আলেম জানান, 'আমরা বেআইনি প্রতিষ্ঠান চাই না। কিন্তু ন্যায়বিচার ছাড়া শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে, তা একটি শান্তিপূর্ণ সম্প্রদায়কে আরও কোণঠাসা করে তুলবে।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.