নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

১,১৩৩ জন নারীর জোরপূর্বক বিয়ে প্রতিরোধ

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৪

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অধীনে নারীর অধিকার সুরক্ষা ও সমাজ থেকে খারাপ রীতিনীতি রোধে একটি গুরুত্বপূর্ণ সাফল্যের খবর জানানো হয়েছে। দেশটির সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় গত এক বছরে আফগান নারীদের জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে।
গত ২০ এপ্রিল আফগান গণমাধ্যম হুররিয়েত রেডিও জানায়, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ জানিয়েছেন যে, আফগান সৌরবর্ষ অনুযায়ী ১৪০৩ হিজরি সনে দেশজুড়ে মন্ত্রণালয়ের তদারকিতে ১,১৩৩ জন নারীর জোরপূর্বক বিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
একই সময়ে, মন্ত্রণালয়ের আয়োজনে কাবুল শহরে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে নৈতিকতা রক্ষাকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ইমারতে ইসলামিয়ার প্রদত্ত নতুন ফরমান বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়, যা সমাজের ক্ষতিকর রীতিনীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে, গত কয়েক মাস আগে ইমারতে ইসলামিয়ার শীর্ষ নেতৃত্ব সমাজে প্রচলিত ক্ষতিকর ও অনৈসলামিক রীতিনীতি বন্ধ এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাসে একটি গুরুত্বপূর্ণ ডিক্রি (সরকারি নির্দেশনা) জারি করেছে। এই ডিক্রির মাধ্যমে দেশব্যাপী এমন সকল প্রথা ও অভ্যাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যা ইসলামি শরিয়াহ ও আফগান সমাজের পরিপন্থী।
মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তারা বলছেন, এই ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে সমাজে দীর্ঘদিন ধরে চলা এমন কিছু রীতি বন্ধ করা সম্ভব হবে, যা মানুষকে দারিদ্র্য, ঋণ বা সামাজিক অসমতার দিকে ঠেলে দেয়। উদাহরণস্বরূপ—অতিরিক্ত যৌতুক দাবি, বিশাল আয়োজনে বিবাহ অনুষ্ঠান, লোকদেখানো খরচ, ইত্যাদি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.