![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের মাটিতে ভারতের সাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে "আল-কায়েদা উপমহাদেশ" একটি বিবৃতি জারি করেছে। এতে জনবসতি ও মসজিদসমূহকে লক্ষ্যবস্তু করে হিন্দুত্ববাদী ভারতের এই আগ্রাসনকে মুসলিমদের বিরুদ্ধে বৃহত্তর যু*দ্ধের অংশ বলে উপস্থাপন করা হয়েছে। তাই ভারতের এধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে জি*হাদ/কে এই অঞ্চলের মুসলমানদের জন্য ফরজ হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত ৭ মে, বুধবার আল-কা/য়েদা উপমহাদেশ এর কেন্দ্রীয় মিডিয়া শাখা আস-সাহাব থেকে "পাকিস্তানের মাটিতে ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বার্তা" শিরোনামে এই বিবৃতিটি জারি করা হয়। বিবৃতিতে গত ৬ মে ২০২৫ তারিখ রাতে, ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকার কর্তৃক পাকিস্তানের ৯টি স্থানে বোমাবর্ষণে শহিদ ও আহত হওয়া নিরপরাধদের মাগফিরাত ও সুস্থতা কামনা করা হয়।
বার্তাটিতে ভারতের এই বর্বর বোমাবর্ষণকে কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রের অপরাধপঞ্জিতে আরেকটি অন্ধকারতম অধ্যায় বলে অবিহিত করা হয়। এতে বলা হয়, "ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ভারতের এই যু*দ্ধ পেহেলগাঁও ঘটনার পর শুরু হয়নি—বরং এই আগ্রাসন বহু দশক ধরে চলে আসছে। হিন্দুস্তান ও কাশ্মীরের মুসলমানরা যুগের পর যুগ ধরে ইতিহাসের নির্মমতম নির্যাতন ও জুলুম সহ্য করে আসছে। ভারতের হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের মোদি সরকার আজ পুরো উপমহাদেশ থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করে দিতে চায়। তারা সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, দাওয়াতি ও মিডিয়া—সব ক্ষেত্রেই এই যু*দ্ধ চালিয়ে যাচ্ছে।"
বার্তাটির শেষ পর্যায়ে এসে আগ্রাসী ভারত রাষ্ট্রের বিরুদ্ধে জি*হাদে/র ঘোষণা দেয় আল-কা/য়েদা উপমহাদেশ। এসময় ৩টি পয়েন্ট উল্লেখ করে বিবৃতিটি শেষ করা হয়। পয়েন্টগুলোতে বলা হয়:
- ভারতের বিরুদ্ধে এই যু*দ্ধ, এই জি/হাদ ফি সাবিলিল্লাহ—সমস্ত মু*জাহি/দিন এবং উপমহাদেশের মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে! এখন—আল্লাহর কালিমাকে সমুন্নত করতে, ইসলাম ও মুসলমানদের রক্ষা করতে, এবং এই অঞ্চলের মজলুম মুসলমানদের সাহায্য করতে এই জি/হাদে অংশগ্রহণ করা আমাদের জন্য ফরজ দায়িত্ব।
- আমাদের দাওয়াত ও জি/হাদ, বন্ধু ও শত্রু, এবং হক ও বাতিল সম্পর্কে আমাদের অবস্থান ও উদ্দেশ্য উপমহাদেশে আগে থেকেই পরিচিত ছিল—আর এই অবস্থান ও লক্ষ্যের জন্য আজ উপমহাদেশের মুসলিমদের জাগ্রত হওয়ার প্রয়োজন আগের চেয়েও বেশি!
- এই উপলক্ষে আমরা আবারও দৃঢ়ভাবে প্রতিশ্রুতি করছি যে, আল্লাহর সাহায্য ও তাওফিক নিয়ে, আমরা আমাদের এই যু*দ্ধ ততক্ষন পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ না ইসলাম ও মুসলমানদের ওপর আগ্রাসন চালানো প্রতিটি জালিমের প্রতিটি অপরাধের জবাব আমরা দিতে সক্ষম হবো, এবং আল্লাহর কালিমা আল্লাহর জমিনে বিজয়ী ও উচ্চ স্থানে প্রতিষ্ঠিত হবে!
©somewhere in net ltd.