নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

আফগান জনগণকে ফিরিয়ে দিচ্ছে শান্তি ও স্থিতিশীলতার স্বাদ

১১ ই মে, ২০২৫ রাত ১১:২৪

আফগানিস্তানে যুগ যুগ ধরে ন্যায়বিচারের অভাব এবং দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থার কারণে জাতিগত বিরোধ, পারিবারিক কলহ এবং সামাজিক অপরাধমূলক সংঘাত নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এসব সহিংসতা এতটাই স্বাভাবিক হয়ে উঠেছিল যে সাধারণ মানুষকে প্রজন্মের পর প্রজন্ম অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার ভার বইতে হয়েছে। তবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান পুনঃপ্রতিষ্ঠার পর এই চিত্র পাল্টাতে শুরু করেছে। দীর্ঘদিনের এসব সমাজব্যাধি একের পর এক সমাধান করে তারা আফগান জনগণকে ফিরিয়ে দিচ্ছে শান্তি ও স্থিতিশীলতার স্বাদ।
তারই সর্বশেষ উদাহরণ হেরাত প্রদেশ। ইমারতে ইসলামিয়ার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এক মাসেই হেরাত শহর ও আশপাশের জেলাগুলোতে অন্তত ২০টি উপজাতি, পারিবারিক ও অপরাধমূলক বিরোধ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে।
গত ১০ মে আফগান গণমাধ্যম বখতার নিউজের খবরে বলা হয়েছে, মন্ত্রণালয়ের প্রধান শেখ আজিজুর রহমান মুহাজির হাফিযাহুল্লাহ জানিয়েছেন, নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, জাতিগত উত্তেজনা এবং বহু বছর ধরে চলা পারিবারিক বিরোধ। তিনি বলেন, 'আমরা আমাদের ধর্মীয় কর্মকর্তাদের (মুহতাসিবিন) নির্দেশ দিয়েছি যেন তারা প্রত্যেক গ্রামে সমাজের সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসে এবং ঐক্য গড়ে তোলে।'
এই বিরোধ নিষ্পত্তি হয়েছে ইনজিল, ঘোরিয়ান, পশতুন জারঘুন, শিনদান্দ, কোহ জোর, জাওল, ফার্সি ও চেশত জেলার বিভিন্ন স্থানে। হেরাতের বাসিন্দারা এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য ইমারতে ইসলামিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন পর তাদের এলাকাগুলোতে আবার শান্তি ফিরেছে।
উল্লেখ্য, ইমারতে ইসলামিয়া ইতিপূর্বেও শত শত যুগান্তকারী সামাজিক ও পারিবারিক বিরোধের অবসান ঘটিয়েছে, যা দীর্ঘকাল ধরে আফগান সমাজকে বিভক্ত করে রেখেছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.