নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

১৭ মে থেকে ২১ মে পর্যন্ত সংঘটিত তীব্র যুদ্ধে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ৭৩৪ সৈন্য হতাহত হয়েছে।

২৪ শে মে, ২০২৫ রাত ৯:১৯

সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যে টানা ৫ দিনের তীব্র লড়াই শেষে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অঞ্চলটিতে গত ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত সংঘটিত তীব্র যুদ্ধে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ৭৩৪ সৈন্য হতাহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, ১৭ ও ১৮ মে প্রথম দুদিনের যু/দ্ধটি সংঘটিত হয় হিরান রাজ্যের মোকোকোরি জেলার উপকণ্ঠে দুটি এলাকায়। অঞ্চলটিতে মু*জাহিদ/দের প্রথম দুদিনের লড়াইয়ে মোগাদিশু বাহিনীর অন্তত ৩৮৪ শত্রু সৈন্য হতাহত হয়, হতাহতদের মধ্যে নিহত সৈন্য সংখ্যা ছিলো ১৪৩ জন, আর আহত শত্রু সৈন্য সংখ্যা ছিলো ২৪১ জন।
এমনিভাবে অঞ্চলটিতে তৃতীয় দিনের (১৯ মে) যুদ্ধে অন্তত ১২৩ শত্রু সেনা হতাহত হয়, যাদের মধ্যে নিহত শত্রু সৈন্য সংখ্যা ছিলো ৫৬ জন এবং আহত শত্রু সৈন্য সংখ্যা ছিলো ৬৭ জন।
এদিকে গত ২০ মে, চতুর্থদিনের মতো এলাকাটিতে হারাকাতুশ শা*বাব আল-মু*জাহি/দিন ও মোগাদিশু বাহিনীর মধ্যে ভারী যু/দ্ধ সংঘটিত হয়। লড়াইটি এদিন ভোরে মোকোকোরি জেলার আইল-হারিরি এলাকায় শুরু হয় এবং তা দুপুর ২:০০ নাগাদ চলতে থাকে। এসময় মু*জাহি/দদের তীব্র আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ১৯০ সেনা হতাহত হয়।
এমনিভাবে গত ২১ মে বুধবার, এলাকাটিতে পঞ্চম দিনের মতো উভয় বাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এদিন ভোরে মু*জাহি/দদের কয়েক ঘন্টার আক্রমণেই মোগাদিশু বাহিনীর মনোবল ভেঙে পড়ে। ফলে দুপুরের আগেই মোগাদিশু বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। তবে ততক্ষণে মু*জাহি/দদের হামলায় মোগাদিশু বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহত হয়। এদিনের অভিযানে শত্রু বাহিনীতে হতাহতের প্রাথমিক গণনায় কমপক্ষে ৩ সৈন্য নিহত এবং ৩৪ সৈন্য আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।
বুধবারের এই যু/দ্ধে মু*জাহিদ/দের হামলায় মোগাদিশু বাহিনীর শীর্ষ সামরিক অফিসার কমান্ডার হুজালে নিহত হয়। এদিন তার শেষকৃত্যে যোগ দেয় মধ্য শাবেলি রাজ্যের উপ-প্রধানমন্ত্রী ইউসুফ দাবা-গেদ। শেষকৃত্যে যোগ দেওয়ার সময় এই মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় চোখের জল ধরে রাখতে পারে নি। সে স্বীকার করেছে যে, এই যুদ্ধে আশ-শাবাবের হামলায় সৈন্যদের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতিই করতে পারে নি মোগাদিশু বাহিনী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.